অন্য মানুষের টাকা পয়সার দিকে লোভ না দিয়ে নিজে পরিশ্রম করে সুখে শান্তিতে থাকা যায়। পর্ব -১steemCreated with Sketch.

in Incredible Indialast year
আমরা সবাই জানি অতি লোভে তাঁতি নষ্ট হয়ে যায় আমাদের, অন্য মানুষের টাকা পয়সার দিকে লোভ না দিয়ে নিজে পরিশ্রম করে সুখে শান্তিতে থাকা যায়। বন্ধুরা আজ আপনাদের মাঝে যে ঘটনাটি শেয়ার করব বলে চলে আশা, আশা করব ঘটনাটি পড়ে আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
20230626_213755.jpg
আমরা অনেক সময় বিয়ে করার জন্য টাকা পয়সা মানুষ খুঁজি, আসলে কি টাকা পয়সা নিয়ে বিয়ে করে সুখে শান্তিতে ঘর সংসার করা যায়। আমার মনে হয় আসলে সুখে থাকা যায় না, ঠিক তেমনি একটি ঘটনা আজ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব।
আমাদের গ্রামের একটি ছেলে তার জন্ম গরিব ঘরে কিন্তু সে পরিশ্রম করে নিজের লেখাপড়ার খরচ চালাতো। এবং সে নিজে ইনকাম করে বেশ কিছু লেখাপড়া শিখেছে। তার বাবা মা লেখাপড়া খুব বেশি খরচ দিতে পারতো না।
হঠাৎ করে একদিন তার বাবা মায়ের সাথে একটি ঘটক এর সাথে পরিচয় হয়ে যায়, সে একটি মেয়ের সন্ধান সেই ছেলেটির বাবা-মায়ের কাছে দেয় এবং সেই মেয়েটির আগে একটি জায়গায় বিয়ে হয়েছিলো। দুই বছর সেই জায়গায় সংসার করছিলো ঘটক সেই ছেলেটির বাবা মায়ের সাথে বলছিলো মেয়েটি অনেক বড় ঘরের মেয়ে।
kitchen-4384744_1280.jpg

Source

মেয়ের বাবা বিদেশে থাকে একটি মেয়ে আর কোন সন্তান নাই, তোমার ছেলেকে যদি এই মেয়ের সাথে বিয়ে দাও তাহলে তোমার ছেলেকে তারা অনেক কিছু দিবে। ছেলেটির বাবা-মায়ের মনের লোভ এসে গেলো, ছেলের আগে একটি জায়গায়ও বিয়ে হয়নি তবুও ছেলের বাবা-মা রাজি হয়ে গেলো।
দুই দিনের ভেতরে বিয়ে হয়ে গিয়েছিলো শুধু ছেলে মেয়েকে দেখে এসেছিলো, বাসা থেকে আর কেউ সেই মেয়েকে দেখতে যায়নি। এবং সেই মেয়ের বাসা থেকে মেয়ের একটি চাচা এবং একটি মামা এসে বিয়ে ঠিক করে চলে গেলো।
room-2589987_1280.jpg

Source

বিয়ের এক সপ্তা পরে সেই ছেলের বাড়িতে একটি টিপি, একটি ফ্রিজ, একটি মোটর সাইকেল, এবং সংসারের অনেক জিনিস ছেলেটির বাড়ি পাঠিয়ে দিয়েছিলো তার শ্বশুর বাড়ি থেকে। ছেলের পরিবার অনেক খুশি ছিলো ছেলের বাবা মা তারাও অনেক খুশি ছিলো।
এবং সবার সাথে বলে বেড়াতো আমার ছোট্ট বৌমা অনেক ভালো, এবং আমার ছোট বৌমা অনেক লক্ষী সে আশার পরে আমাদের সংসারে অনেক আয় উন্নতি হয়েছে। কারণ তার বড় ছেলে বিয়ে করে আলাদা সংসার করছিলো, একটি গরিবের মেয়েকে নিয়ে তারা খুবই সুখী ছিলো
এবং বিয়ের দুই মাস পরে ছোট বৌমা তার বাবার কাছে ফোন দিয়ে বলে আমাদের ঘর ভেঙে পড়ছে, কিছু টাকা পাঠিয়ে দাও তোমার জামাই ঘর ঠিক করবে। সেই মেয়ের বাবা তিন দিনের মধ্যে টাকা পাঠিয়ে দিলো এইটা দেখে ছেলের পরিবার আরো বেশি খুশি হয়ে গেলো।
বন্ধুরা ঘটনাটি একদিনে শেষ করতে পারবো না তাই দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ সবাইকে।

চলবে।

Sort:  
 last year 

একটা কথায় আছে না লোভে পাপ পাপে মৃত্যু। কোন কিছু অধিক পাওয়ার আশা কখনোই করতে নেই।

নিজের যতটুকু আছে ততটুকুতেই সন্তুষ্টি থাকা দরকার। পরের টাকা পয়সা ধনসম্পদের দিকে নজর দিলে সেটা খুব বেশিদিন টেকে না

তাই নিজে যদি পরিশ্রম করে এক টাকা ইনকাম করা হয়। ওই পরিশ্রমের টাকাটাই সংসারে সুখ নিয়ে আসে।

ছেলেটি সম্পর্কে যে গল্পটি তুমি শেয়ার করলে, অবশ্যই এটা থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে। পরের জিনিসের উপর লোভ দেয়ার চেয়ে নিজে কি করতে পারলাম সেটাই বড় কিছু।

তোমার গল্পটির পরবর্তী অংশ শোনার জন্য অবশ্য অপেক্ষা করছি। অনেক ভালো লাগলো একটি গরিব পরিবারের ছেলে কিভাবে কষ্ট করে তার পরিবারের কাছ থেকে কোন খরচ না নিয়ে তার নিজের লেখাপড়া চালিয়েছিল। এবং তার পরিবার থেকে কিভাবে এক পর্যায়ে তাকে জোর করে বিয়ে দিয়েছিল টাকার লোভে।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্টটি মনোযোগ সহকারে পড়ে সুন্দর একটি মন্তব্য করে যাওয়ার জন্য।

 last year 

Bonita historia gracias por compartir

 last year 

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

Shalom

Loading...
 last year 

বর্তমান সমাজে এমন ঘটনা প্রায় দেখতে পাওয়া যায়! আসলে লোভ করা ভালো নয়! অতি লোভে আমাদের জীবন থেকে অনেক মূল্যবান অনেক কিছু চলে যায়।

যাইহোক আপনার ঘটনার পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভালো থাকবেন।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্য আমার পোষ্টের মাধ্যমে উপস্থাপনা করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.031
BTC 81449.68
ETH 3207.32
USDT 1.00
SBD 2.82