পেটের ক্ষুধার মতো ভয়ংকর এই পৃথিবীতে আর কিছু নাই।steemCreated with Sketch.

in Incredible Indialast year

পেটের ক্ষুধার মতো ভয়ংকর এই পৃথিবীতে আর কিছু নাই, পেটে যদি ভাত না থাকে তাহলে শুয়ে বসে কখনো শান্তি পাওয়া যায় না। আমরা শুধু পরিশ্রম করে যাই তিন বেলা তিন মুঠো ভাত খাওয়ার জন্য, কিন্তু আমাদের আশেপাশে অনেক ছেলে মেয়ে বা অনেক মানুষ আছে যারা একবেলা এক মুঠো ভাত খেতে পারে না।

children-2876359_1280.jpg

Source

একটি এতিম শিশু জানে এক মুঠো ভাতের মূল্য কতোটা, ফুট পথের একটি ছেলে জানে এক মুঠো ভাতের মূল্য কতোটা। একটি পরিবারের বাবা জানে এক মুঠো ভাতের মূল্য কতটা, কিন্তু দেখুন আমরা কতটা পরিমাণে খাদ্য অপচয় করে থাকি।

খাদ্য অপচয় আমরা বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়ার সময় অনেক খাদ্য না খেয়ে সে গুলো ফেলে রেখে চলে আসি, কিন্তু আমরা যদি একটু সচেতন হয়ে সেই খাদ্য গুলো পার্সেল করে গেটের সামনে দাঁড়িয়ে থাকা কিছু মানুষের হাতে তুলে দিতাম তাহলে তারা আমাদের জন্য প্রাণ ভরা দোয়া করতো।

তারা এক মুঠো ভাত খাওয়ার জন্য অনেক সময় ধরে ওই বড় রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে থাকে, তারা এক দিনে খেতে পারে কিনা তাও আমাদের জানা নেই। কিন্তু একটি জিনিস ভাবুন সৃষ্টিকর্তা আমাদেরকে সুস্থভাবে খাওয়া তৌফিক দিয়েছে তবুও আমরা না খেয়ে অপচয় করে থাকি সে খাদ্যগুলো।

আমাদের সমাজে কিছু মানুষ আছে তাদের বাসায় যে মানুষটি কাজ করে তার ঠিক মতো খাওয়া হয় না, কিন্তু বাসার মালিক সবচেয়ে শহরের বড় রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছে এবং খাদ্য অপচয় করে চলে আসছে। সে যদি চায় তো যে খাদ্যগুলো অপচয় করে সে রেখে এসেছে সেগুলো পার্সেল করে তার কাজের মানুষটিকে দিতে। সেই মানুষটি সেই বাসার মালিক কে সব সময় দোয়া করে যেত এবং তার কাছে সম্মান থাকতো এক অন্যরকম।

slums-2635238_1280.jpg
Source

আমরা বড় বড় হোটেলে বা রেস্টুরেন্টে খাওয়ার সময় পার্সেল করতে বললে লজ্জা পায়, আসলে এটি লজ্জার কোন বিষয় না কারণ আপনি যে খাদ্যগুলো অপচয় করে চলে আসছেন সেগুলো হয়তোবা তারা ডাস্টবিনে ফেলে দিবে। সেই ডাস্টবিন থেকে কিছু মানুষ ওই খাদ্যগুলো খুঁটে খায়, কিন্তু আমরা যদি একটু মানবতা দেখালে তাহলে তাদের ওই ডাস্টবিন থেকে খাদ্যটি খেতে হতো না।

আমাদের দেশে প্রতিদিন অনেক খাদ্য অপচয় হয়ে থাকে, আবার আমাদের দেশে প্রতিদিন অনেক মানুষ না খেয়ে থাকে। আমরা দৈনিক যে খাদ্যগুলো অপচয় করে একটু সময় করে সেই খাদ্যগুলো যদি তাদের কাছে পৌঁছে দিতাম তাহলে তারা শান্তি মতো করে ঘুমাতে পারতো।

street-2248101_1280.jpg
Source

কারণ পেটের ক্ষুধার মতো ভয়ংকর এই পৃথিবীতে আর কিছু নাই, একটি কথা আছে সব মহাজন শোনে কিন্তু পেট মহাজন কখনো শোনে না। আমরা যদি একটি মানুষের কাছ থেকে ধার করে কিছু টাকা নিতাম তাহলে সেই টাকা টি দিতে দেরি হলেও তাকে কিছুটা বলে সময় নিতে পারতাম, কিন্তু পেটকে যদি বলি আজ আমি কিছু খেতে পারছি না আমার পেটে অনেক ক্ষুধা সে কখনো শুনবে না।

তাই আজ আমি আমার পোষ্টের মাধ্যমে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ জানাবো খাদ্য অপচয় কখনো করবেন না। আপনি চাইলে সেই খাদ্যগুলো অন্য মানুষের মুখে তুলে দিতে পারেন। আপনি বাহিরে কোন জায়গায় খেতে গেলে সেই খাদ্যগুলো আপনি পার্সেল করে বাসায় নিয়ে এসে খেতে পারেন বা পথচারী কিছু মানুষকে দিতে পারেন।

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

@baizid123

Sort:  
Loading...
 last year 

ঠিক বলেছেন ভাই পেটের ক্ষুধার মতো ভয়ংকর এই পৃথিবীতে আর কিছু নাই ৷ ক্ষুধার জন্য মানুষ কতই না কিছু করে থাকে তারপর এমনও মানুষ রয়েছে খবারের জন্য রাস্তায় রাস্তায় ঘুরে থাকে ৷ অনেকেই ফেলে দেওয়া খবার তুলে নিয়ে খেয়ে থাকে ৷ অথচ অনেক হোটেল রেস্টুরেন্ট রয়েছে অনেক খাবার অপচয় করে থাকে বা ফেলে দিয়ে থাকে ঐ সব খাবার যদি ঐ সব মানুষদের কাছে তুলে দেওয়া হয় তাহলে এতেই তারা অনেক খুশি হবে ৷ আসলেই আমাদের সমাজ টা কাউকে সমান ভাবে দেখতে পারে না ৷

যাই হোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 last year 

খুবই সুন্দর একটি মন্তব্য ও উপহার দেওয়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।

 last year 

Amigo es verdad no hay algo más terrible que tener el estómago vacío y existen lugares en el mundo que desperdician la comida y no se las dan a esa persona que en realidad lo necesita. Saludos y bendiciones.🤗

 last year 

অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য আমার পোষ্টের মাধ্যমে উপহার দেওয়ার জন্য আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66094.73
ETH 3446.09
USDT 1.00
SBD 2.66