আজকের ফটোগ্রাফি তুলসী গাছের ফুল।

in Incredible Indialast year (edited)

বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করবো আজকের দিনটা আপনাদের সবার খুবই সুন্দর ভাবে কাটবে।

IMG_20230403_142832.jpg

IMG_20230403_142832.jpg

IMG_20230403_142803.jpg

  • বন্ধুরা আজ আপনাদের সাথে শেয়ার করবো তুলসী গাছের ফটোগ্রাফি পাশাপাশি তুলসী গাছের ফুল আছে ফটোগ্রাফির মধ্যে।

IMG_20230403_142827.jpg

IMG_20230403_142816_1.jpg

IMG_20230403_142827.jpg

তুলসী গাছ আমরা সবাই চিনি বা জানি আমরা গ্রাম্য অঞ্চলে তুলসী গাছ সবাই দেখতে পায় তুলসী গাছ অনেক কার্যকারী একটি জিনিস।

বিশেষ করে তুলসী গাছ আমরা দেখতে পাই বেশি হিন্দু ধর্মের মানুষদের বাড়ি তুলসী গাছ কিন্তু মুসলমানদেরও বাড়ি দেখা যায় কিন্তু সেটি খুবই কম দেখা যায়।

IMG_20230403_142757_1.jpg

IMG_20230403_142749.jpg

IMG_20230403_142741.jpg

আমি গত দুই সপ্তাহের মতো ধরে চেষ্টা করছি ফুলগুলো ওঠাবো বলে কিন্তু কাজের চাপ এতটাই বেশি ছিলো যে ছবিগুলো ধারণ করা আমার পক্ষে সম্ভব হচ্ছিলো না
IMG_20230403_142847_1.jpg

IMG_20230403_142843.jpg

IMG_20230403_142839_1.jpg
কিন্তু আজ সেই সময় আমি বের করে তুলসী গাছের ফটোগ্রাফি করে খুবই ভালো লাগলো বন্ধুরা আজ আপনাদের সাথে শেয়ার করব অল্প কিছু তুলসী গাছের উপকারিতা।

তো চলুন বন্ধুরা তাহলে জেনে নেওয়া যাক তুলসী গাছের কি কি উপকারিতা আছে।

  • তুলসী গাছ একটি ঔষধ গাছ বলে পরিচিত আছে তুলসী গাছে অনেক উপকার আছে যেগুলো আমরা জানি আবার অনেকেই জানি না।

  • সর্দি কাশির জন্য তুলসী গাছ খুব উপকারিতা রয়েছে তুলসী পাতা রস করে খেলে সর্দি কাশি সেরে যায়।

  • আমাদের অনেক ক্ষেত্রে গলায় ব্যথা হয়ে থাকে গলা ব্যাথার জন্যও খুবই উপকারিতা রয়েছে তুলসী গাছের পাতাই তুলসী পাতা রস করে খেলে গলার ব্যথাও সেরে যায়।

দীর্ঘদিন যাবত তুলসী গাছ রস করে খেলে ক্যান্সার প্রতিরোধ করার শক্তি রাখে তুলসী গাছে অনেক শক্তি আছে বলে জানা যায় অনেক ক্ষেত্রে আমি বিষয়টি হয়তোবা খুব ভালো জানিনা কিন্তু কিছু কিছু জায়গায় শুনেছি।

  • যাদের ক্যান্সার রোগটি হয়ে থাকে তাদের জন্য খুবই কার্যকারী একটি তুলসী গাছ তুলসীর পাতার রস করে খেতে দিলে ক্যান্সার প্রতিরোধ করার শক্তি রাখে।
  • ওজন কমাতে সাহায্য করে তুলসীর পাতা আসলে আমাদের চোখের সামনে অনেক ঔষধ গাছ আমরা মিস করে ফেলি এই ঔষধ গাছে রয়েছে প্রচুর পরিমাণে শক্তি যেগুলো আমাদের শরীলের রোগ ব্যাধি কমাতে সাহায্য করে।

IMG_20230403_142816_1.jpg

IMG_20230403_142815_1.jpg

IMG_20230403_142808.jpg
আমরা বেশিরভাগ মানুষ জানি তুলসী গাছ শুধু পূজা করার জন্য কাজে লাগে আসলে বিষয়টি তেমনটা না তুলসী গাছ আরো অনেক কাজে লাগে হয়তোবা আমরা সেই বিষয়টি খুব ভালো জানতাম না।

জানিনা আজকের পোস্টে কতটুকু তুলসী গাছের ফটোগ্রাফি ও উপকারিতা আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি কিন্তু আমি যতটুকু জানি আপনাদের মাঝে আজ শেয়ার করেছি।

বন্ধুরা আশা করবো আজকের পোস্টটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে যদি আমার পোস্টটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।

DeviceName
AndroidRedmi 9,Xiaomi
Cameraf/2.2 1/25 iso340 3.43mm
LocationMalaysia 🇱🇷🇱🇷🇱🇷
Short by@Md bayezid

@baizid123

Sort:  

This post has been upvoted through Steemcurator09.

Team Newcomer- Curation Guidelines for April 2023

Curated by - @ashkhan

Loading...
 last year 

তুলসী গাছ মহাঔষুধি একটি গাছ ৷ এই গাছের গুনাগুন অনেক রয়েছে ৷ তুলসীর পাতার রস সর্দির জন্য অনেক কাজ করে থাকে ৷ এবং আপনার পোস্ট টি পড়ে আরো অনেক কিছুই বুঝতে পারলাম ৷ আরো অনেক রোগের জন্য এই তুলসী গাছ ব্যাবহার করা হয়ে থাকে ৷

তাছাড়াও এই তুলসী গাছ এবং পাতা আমাদের সনাতন মানুষেরা পূজা পার্বণ করে থাকি ৷

আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি ঔষুধি গাছের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ৷

#miwcc

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য।

#miwcc

 last year 

তুলসী গাছ একটি ঔষধ গাছ বলে পরিচিত আছে তুলসী গাছে অনেক উপকার আছে যেগুলো আমরা আদৌ জানি আবার অনেকেই জানে না।

একদমই ঠিক বলেছেন, আমাদের আশেপাশে এমন অনেক গাছ রয়েছে। যাদের ঔষধি অনেক গুনাগুন রয়েছে। কিন্তু আমরা এই সম্পর্কে অনেকেই অবগত নয়।

আপনি দেখছি আজকে তুলসী গাছের ফুলের ফটোগ্রাফি। এবং এর উপকারিতা সম্পর্কে আলোচনা করেছেন।

যাদের গলা ব্যথা অনেকদিন যাবত, কিংবা কাশি রয়েছে। তারা যদি এই তুলসী পাতার রস খায় তাদের কাশিটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়।

আমাদের এদিকে তেমন একটা দেখা যায় না। তবে অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছে আমাদের গ্রামে তাদের বাড়িতে মোটামুটি দেখা যায়।

অসংখ্য ধন্যবাদ আপনাকে তুলসী গাছের ফটোগ্রাফি, এবং তুলসী গাছের উপকারিতা সম্পর্কে, আমাদের সাথে আলোচনা করার।

#miwcc

 last year 

একদমই ঠিক আপু এই তুলসী গাছ গ্রাম অঞ্চলে বেশিরভাগ দেখা যায় এবং মুরুব্বি যারা আছে তারা ভালো জানে তুলসী গাছের উপকারিতা কি যে কোন সমস্যা হলে তুলসী গাছ তুলে এনে দেয়।

অসংখ্য ধন্যবাদ আপু অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য।

#miwcc

 last year 
প্রিয় ভাই, আপনার তুলসি গাছের ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর হয়েছে। পাশাপাশি আপনি যে উপকারিতার কথা গুলো বলেছেন সেগুলো আমাদের জন্য অনেক উপকারি হবে বলে আমি মনে করি। আমরা তুলসি গাছের গুনের কথা হয়তো আসলেই অনেকে জানি না। আপনার লিখার মধ্যদিয়ে তা অনেকের কাছে পৌঁছে যাবে বলে আমার বিশ্বাস।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর পোষ্ট করার জন্য। ভবিষ্যতেও আরো এমন কিছু দিবেন বলে আমরা আশা রাখি।
#miwcc

 last year 

অবশ্যই ভাইয়া আমি সর্বদাই চেষ্টা করে যাব আপনাদের সামনে নতুন কিছু নিয়ে আসার জন্য।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আমার পুরো পোস্টটি পড়ে।

#miwcc

 last year 

আসলে তুলসী গাছ অনেকটাই উপকারী একটি কাজ এই গাছের পাতা দিয়ে অনেক ধরনের ঔষধ বানানো হয় ঠিক তেমনটি আপনি পোষ্টের মাধ্যমে বলেছেন আর এই গাছের পাতা দিয়ে আরো অনেক ধরনের কাজে লাগানো হয় এবং আপনি যে তুলসী গাছের ফটোগ্রাফি গুলো আমাদের সামনে শেয়ার করেছেন সেটাও অনেক সুন্দর ছিল ।

#miwcc

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনি আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার পুরো পোস্টটি পড়ে অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য।

#miwcc

 last year (edited)

তুলসি গাছ সর্দি কাশি জন্য ভালো কাজ করে যাদের সর্দি কাশি আছে তারা তুলসি পাতার রস খেতে পারেন । এছাড়া তুলসি গাছ মহাঔষধি গুনে ভরপুর একটি গাছ। বাচ্চা থেকে বয়স্ক সকলের ক্ষেত্রেই এই গাছ সমানভাবে উপকারী। তাই আমাদের প্রত্যেকের বাড়িতে তুলসী গাছ লাগানো উচিত। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাঝে এত সুন্দর পোস্ট উপহার দেওয়ার। জন্য ভালো থাকবেন
#miwcc

 last year 

প্রথমে অসংখ্য ধন্যবাদ ভাইয়া অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য।

আপনি ঠিকই বলেছেন আমাদের প্রত্যেকের বাড়িতে তুলসী গাছ লাগানো উচিত কারণ এই তুলসী গাছে অনেক উপকারিতা আছে আমরা বেশিরভাগে যখন যে জিনিসটি আমাদের প্রয়োজন হয়ে থাকে সেই জিনিসটা আমরা সেই সময় খুঁজে পাই না।

যদি তুলসী গাছ আমাদের বাড়িতে থাকে তাহলে অবশ্যই আমরা খুবই দ্রুত ভাবে খুঁজে পাব যখন আমাদের প্রয়োজন হবে।

#miwcc

 last year 

সর্দি কাশির জন্য তুলসী গাছ খুব উপকারিতা রয়েছে তুলসী গাছ রস করে খেলে সর্দি কাশি সেরে যায়।

সেই ছোটবেলা থেকেই শুনে আসছি তুলসীগাছের গুণাগুণ সম্পর্কে।ছোটবেলায় যখন আমার কাশি হতো তখন দাদি তুলশি পাতার রস বানিয়ে দিত, সেগুলো আমি পান করতাম। কিছুক্ষণ পরেই সুবিধাবোধ করতাম৷

ধন্যবাদ ভাইয়া, তুলসীগাছের বিভিন্ন উপকারিতা আমাদের মাঝে তুলে ধরার জন্য।

#miwcc

 last year 

আসলে আমরা দিন দিন এই গাছের গুণগুলো হারিয়ে ফেলছি আগে আমাদের ময়মুরুব্বি যারা ছিল তারা খুবই ভালোভাবে জানতো কোন গাছে কতটুকু গুণ আছে।

যাইহোক অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে।

#miwcc

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.029
BTC 67865.46
ETH 3258.03
USDT 1.00
SBD 2.64