বাওলা গাছের ফুল

in Incredible India2 years ago

শুভ সকাল

IMG_20230314_095454.jpg

আমার সকল বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছে।

বন্ধুরা বরাবরের মতো আজও নতুন আরেকটি ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছে আজকের ফটোগ্রাফি বাওলা গাছের ফুল।

IMG_20230314_095521_1.jpg

IMG_20230314_095516_1.jpg

IMG_20230314_095511_1.jpg

IMG_20230314_095454.jpg

IMG_20230314_095454_2.jpg

IMG_20230314_095446_1.jpg

আমাদের বাংলাদেশেও সচার আচারে দেখা যায় বাওলা গাছের ফুল আমাদের গ্রাম অঞ্চলে এই ফুলটি বাওলা গাছের ফুল বলে পরিচিত আছে অন্য জেলাই বা অন্য জায়গায় কি বলা হয়ে থাকে আমার সঠিক জানা নেই কিন্তু আমাদের এখানে বাওলা গাছের ফুল বলা হয়ে থাকে আমি জানি।

IMG_20230314_095535.jpg

IMG_20230314_095535_2.jpg

ফুল গাছটি দেখতে অনেক সুন্দর এবং তার পাতাগুলো সবুজ রঙের এবং ছোট্ট ছোট্ট হয়ে থাকে পাশাপাশি তার ভুলগুলো অপূর্ব সুন্দর হয়ে থাকে আমার কাছে খুবই ভালো লাগে বাউলা গাছের ফুল।

IMG_20230314_095534_1.jpg

IMG_20230314_095529.jpg

IMG_20230314_095521_1.jpg

বাওলা গাছের অনেক কাটা থাকে কাটাগুলো সাইজ একটু বড় হয়ে থাকে বাওলার কাঁটা আমাদের অনেক কাজে লাগে আমরা অনেক কাটা দেখে ভয় পেয়ে যাই কিন্তু এই বাওলা গাছের কাঁটা আমাদের অনেক কার্যকারী একটি জিনিস।

IMG_20230314_095454_2.jpg

IMG_20230314_095446_1.jpg

IMG_20230314_095439.jpg

IMG_20230314_095423_1.jpg

পাশাপাশি বাওলা গাছের কাঠ অনেক শক্ত এবং মজবুত হয়ে থাকে বাওলা গাছের কাঠ দিয়ে যেকোনো ধরনের ফার নিছি বানানো যায় যেমন খাট পালঙ্ক টেবিল টুল চেয়ার এবং অনেক ধরনের জিনিস বানানো হয়ে থাকে।

IMG_20230314_095521_1.jpg

IMG_20230314_095511_1.jpg

IMG_20230314_095454.jpg

IMG_20230314_095454_2.jpg

বাওলা গাছের কাঠ আমাদের জ্বালা নেই তো অনেক কাজে লাগে বন্ধুরা ফুলগুলো আমার কাছে অপূর্ব সুন্দর দেখাচ্ছিল বলে আপনাদের মাঝে উপস্থাপনা করা।

ফুল গুলো দেখে আমার কাছে মনে হচ্ছিলো সব ফুল গুলাই হাসছিল সব ফুল দেখলেই মন ভরে যায় কিন্তু এই বাওলা গাছের ফুলটি দেখে আমার মনের মধ্যে অন্যরকম একটি আকর্ষণ চলে আসছিলো।

আমাদের পৃথিবীতে এমন ধরনের অনেক ফুল পাওয়া যায় যেগুলো দেখতে অপূর্ব সুন্দর ফুল সবগুলোই সুন্দর থাকে কিন্তু কিছু কিছু ফুল আছে তার মুহূর্তগুলো কখনোই ভুলা যায় না।

বন্ধুরা আজকে ফটোগ্রাফি সব আমার নিজের মোবাইল থেকে ধারণ করা এবং ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লাগে আরো বেশি ভালো লাগে আপনাদের মাঝে কিছু নতুন ফুলের ফটোগ্রাফি উপস্থাপনা করতে পেরে।

বন্ধুরা কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি আজ এই পর্যন্তই কথা ভেবে নতুন আরেকটি ফটোগ্রাফি নিয়ে সে পর্যন্ত আপনার সবাই ভালো এবং সুস্থ থাকবেন।

আমার সাথে থেকে আমার ব্লগটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।

DeviceName
AndroidRedmi 9,Xiaomi
Cameraf/2.2 1/25 iso340 3.43mm
LocationMalaysia 🇱🇷🇱🇷🇱🇷
Short by@Md bayezid
Sort:  
 2 years ago 

Amigo tus fotografías son hermosas, ese árbol da una flor muy bella y delicada, además la corteza es tan resistente para hacer muebles, me encantó el color y la forma de la flor, es única. Gracias por compartirla con nosotros ☺️

 2 years ago 

Thank you very much

 2 years ago 

আমাদের প্রকৃতির সবকিছুই সুন্দর। আপনি বাউলা গাছের ফুল নিয়ে অনেক সুন্দর একটি উপস্থাপনা লিখেছেন। তার সাথে যে ফটোগ্রাফি গুলো দিয়েছেন সেগুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

জি ভাইয়া প্রকৃতির সব কিছুই সৌন্দর্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া অনেক সুন্দর একটি কমেন্ট আমার পোষ্টের মাধ্যমে করেছেন খুবই ভালো লাগলো।

 2 years ago 

এই ফুলটি আমি দেখেছি কিন্তু এই ফুলের নাম জানি না ৷ আপনার ফটোগ্রাফি থেকে ফুল গুলো দেখলাম এবং কি ফুল গুলোর নাম ও জানলাম ৷ আপনার প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে ৷ আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই এই ধরনের একটি সুন্দর পোস্ট করার জন্য ৷

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া অনেক সুন্দর একটি মন্তব্য করে কে আছেন আমার পোস্ট টি পড়ে খুবই ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে।

 2 years ago 

সত্যি কথা বলতে আমি এই গাছ সম্পর্কে আপনার পোস্ট থেকে প্রথম জানলাম। আপনি গাছের অনেক সুন্দর একটা বিবরণ দিয়েছেন, পোস্ট পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে।

তার সাথে আপনি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। এটা দেখে আরো ভালো লাগলো ফুলগুলো আমার লাইফে প্রথম দেখা। সেজন্য মনে হয় অনেক বেশিই ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

নতুন কিছু ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপনা করতে পেরে খুবই ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ আপু অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন আমার পোস্টটি দেখে খুবই ভালো লাগলো।

 2 years ago 

ফুলের ছবিগুলো খুবই সুন্দর হয়েছে তার থেকে বেশি সুন্দর হয়েছে পিছনে নীল আকাশ আসলে প্রকৃতির প্রতিটা জিনিসই সৌন্দর্যময়।

এত সুন্দর একটি ফটোগ্রাফি ব্লক আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ছোট ভাই তোমাকে অনেক ধন্যবাদ

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া অনেক সুন্দর একটি মন্তব্য করে গিয়েছেন আমার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো।

Loading...
 2 years ago 

আমাদের পৃথিবীতে এমন ধরনের অনেক ফুল পাওয়া যায় যেগুলো দেখতে অপূর্ব সুন্দর ফুল সবগুলোই সুন্দর থাকে কিন্তু কিছু কিছু ফুল আছে তার মুহূর্তগুলো কখনোই ভুলা যায় না।

ফুল তো ফুলই ভাই, কাকে আর অপছন্দ করবো বলেন। সকল ফুলকেই আমার পছন্দ। তবে ঘ্রানের দিক থেকে অবশ্যই বেছে নেওয়া যায় ফুলগুলো৷

আপনার ফটোগ্রাফি সত্যিই অসাধারণ লেগেছে আমার কাছে। ভালো থাকবেন।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্য প্রকাশ করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 63747.71
ETH 2543.33
USDT 1.00
SBD 2.66