কিছু শাক সবজির ফটোগ্রাফি।

in Incredible Indialast year

IMG_20230507_155032.jpg

বন্ধুরা আজ আপনাদের সামনে আমি কিছু ফটোগ্রাফি উপস্থাপনা করতে চলেছি যে ফটোগ্রাফি গুলো আমি আগে কখনো শেয়ার করি নাই আমরা সবাই সব সময় ফুলের ফটোগ্রাফি শেয়ার করি আসলে ফুল থেকে যে জিনিসগুলো তৈরি হয় সেগুলো আমাদের খুবই কম ফটোগ্রাফির মাঝে শেয়ার করা হয়ে থাকে।

IMG_20230507_155152.jpg

বন্ধুরা আজকে কিছু শাক সবজির ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আশা করব ছবিগুলো দেখে আপনাদের কাছে ভালো লাগবে বন্ধুরা তাহলে আর দেরি না করে মূল কথায় চলে যাওয়া যাক।

IMG_20230507_155135.jpg

IMG_20230507_155131.jpg

IMG_20230507_155044.jpg

যে ছবিগুলো আপনাদের মাঝে উপস্থাপনা করা সব ছবিগুলো আমাদের ক্যান্টিন থেকে উঠানো আমরা কাজের সময়ের বাইরে খুব বেশি সময় পাই না যার কারণে ক্যান্টিন থেকে আমাদেরকে শাক সবজি বা জরুরী কিছু জিনিস নেওয়া লাগে।

IMG_20230507_155039.jpg

বাহিরে যে জিনিসের দাম দুই টাকা থাকে সেই জিনিস ক্যান্টিন থেকে আমাদেরকে নিতে হয় ৫ টাকা দিয়ে কিন্তু আমাদের কিছু করার নাই কারণ আমরা বাহিরে যাওয়ার সময় পাই না আমাদের এখানে যে দামি ধরুক না কেন সেই দামের ভেতরে জিনিস আমাদের নেওয়া লাগে।

IMG_20230507_155053.jpg

IMG_20230507_155050.jpg

এবং আপনারা সবাই জানেন বিদেশ মানে অনেক কষ্টের একটি জায়গা ক্যান্টেনের মালিক যদি দেখে ফেলে আমরা বাহিরের থেকে কোন জিনিস কিনে এনেছি তাহলে সেটিও একটি বিপদ জনক বাহিরে থেকে জিনিস কিনে আনলে সেটা দেখলে অনেক বড় একটি ইস্যু তৈরি করে ফেলে ক্যান্টিনের মালিক।

IMG_20230507_155400.jpg

IMG_20230507_155154.jpg

বাহির থেকে কোন জিনিস আনা আমাদেরকে নিষেধ যার কারণে ক্যান্টিনের মালিক একটু দাম সব সময় বেশি ধরে আবার সবাই লুকোচুরি করে বাইরে থেকে জিনিস আনতে পারে না যার কারণে দাম সব সময় বেশি থাকে।

IMG_20230507_155402.jpg

IMG_20230507_155159.jpg

এখানে আমি বেশ কিছু ছবি উঠিয়েছি যার মধ্যে আছে ফুলকপি কুসি গাজর শসা কাঁচামরিচ কিছু আম পাকা সিম বেগুন লাউ এবং মিষ্টি কুমড়া যেগুলো ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোই বেশেরা একটি সবজি ও কিন্তু টাটকা নয়।

IMG_20230507_155356.jpg

IMG_20230507_155156.jpg

IMG_20230507_155039.jpg

এই শাক সবজি গুলো বিক্রি হয়ে যাওয়ার পরে নতুন করে আবার শাক সবজি নিয়ে আসবে যতদিন না পর্যন্ত এইগুলা বিক্রি হবে ততদিন পর্যন্ত এখানে এভাবে পড়ে থাকবে এইসব বেসেরা শাক সবজি খেতে কিন্তু আসলে স্বাদ লাগেনা তবুও বাঁচতে হলে আমাদেরকে এইসব খাবারই খেতে হয়।

তাদের মনে লাগলে মাছ আনে আবার মাংসও আনে কিন্তু বেশির ভাগে ক্যান্টিনে যে জিনিসটা খেতে মনে চাই সেই জিনিসটা সব সময় পাওয়া যায় না যেটা থাকে সেটাই কিনে আমাদেরকে খেতে হয়। টাকা দিয়ে খাব তবুও নিজের মনের মতো করে খেতে পারি না এই বিদেশ বাড়িতে।

কথায় আছে টাকা থাকলে সব জায়গায় সবকিছুই চলে না তেমন আমাদের কাছে টাকা থাকলেও আমরা কিছু নিজের মনের মত করে নিজের স্বাধীনতা ভাবে চলতে ফিরতে পারিনা এটাই আমাদের জীবন।

আসলে যে শাক সবজি গুলো আছে সব শাক-সবজিতে অনেক ভিটামিন আছে তবুও টাটকা জিনিসের একটি স্বাদ অন্যরকম লাগে আর কতদিন আগের এই শাকসবজি তার কোন ঠিক নাই টাটকা জিনিসের যতটা স্বাদ আছে এই বেসারা জিনিসের ভেতরে কিন্তু সেই সাধটা পাওয়া যায় না।

বন্ধুরা আজ আর বেশি কথা বলবো না কথা হবে নতুন আরেকটি ফটোগ্রাফি নিয়ে সেই পর্যন্ত আপনার সবাই ভালো এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।

@baizid123

DeviceName
AndroidVivY77 /v2169 vivo
Camerafocal length:26mm(equivalent to 35mm focal length film)
LocationMalaysia 🇱🇷🇱🇷🇱🇷
Short by@bayezid123
Sort:  
Loading...
 last year 

আপনি আজকে পোস্টে বেস সুন্দর সুন্দর সবজীর ফটোগ্রাফি শেয়ার করেছেন,,, সেই সাথে আপনার শাকসবজি ক্রয় আপনাদের কেন্টিন থেকেই করতে হয়,,,এবং অন্য জায়গা থেকে সবজী ক্রয় করতে ও পারেন না,, এটা এক ধরনের আপনাদের সাথে প্রতারণা করে নিচ্ছে দোকানদার,,,

আপনি আমাদের মাঝে আপনার বিদেশ গামি জীবনের বেস কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাই আপনার জন্য দোয়া রইলো বিদেশ জীবন সুন্দর হোক।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপনাকেও খুবই সুন্দর মন্তব্য করার জন্য আসলে এই জায়গা থেকে আমাদের একটি নিয়মের মধ্যে থাকতে হচ্ছে নিজের কোন স্বাধীনতা বলে নাই দোকানে যে জিনিসটা আছে সে জিনিসটাই আমাদেরকে নিতে হয়।

 last year 

ভাই আপনার ফটোগ্রাফি অসাধারণ ছিলো। সবজি নিয়ে আপনার লিখাগুলো পড়লাম। পড়ে আমি নিজেও একটু কষ্ট পেলাম। আপনাদের বিদেশের জীবন সত্যি অনেক কষ্টের। যাই হোক ভাই দোয়া করি সবসময়। প্রবাস জীবন আপনাদের ভালো কাটুক। অনেক অনেক ইনকাম করেন। দেশের রেমিটেন্স বৃদ্ধিতে সহায়তা করেন। এই কামনা করি। আল্লাহহাফেজ।

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য এবং আপনাদের দোয়ায় সব সময় ভালো থাকি এটাই আশাবাদী আমাদের জন্য দোয়া রাখবেন।

 last year 

আজকে আপনি দেখলাম,,,,, আপনার ওখানে থাকা অবস্থায় কিছু শাক সবজির ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনি উল্লেখ করেছেন বাহিরে যে শাকসবজি দুই টাকা দাম। আপনাদের ক্যান্টিনের ভেতরে তার দাম ৫ টাকা। আসলে বাহিরে থাকেন,,, সেখানে নিয়ম কানুন মেনেই চলতে হয়।

আপনি ঠিক বলেছেন টাটকা শাকসবজির স্বাদ অন্যরকম। আমরা সবাই চেষ্টা করি টাটকা ফলমূল,,, টাটকা শাকসবজি খাওয়ার জন্য। কিন্তু আপনারা যেহেতু বাহিরে থাকেন,,,, টাটকা শাকসবজি খাওয়াটা আপনাদের হয়ে ওঠে না। কারণ আপনাদের বেঁচে থাকতে হবে।

অসংখ্য ধন্যবাদ,,, এত সুন্দর সুন্দর শাকসবজির ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য। এবং সেই সম্পর্কে আপনার বিদেশে থাকার কিছু মুহূর্তের কথা,,, আমাদের সাথে শেয়ার করার জন্য।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।সৃষ্টিকর্তা আপনাকে সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক। এই কামনাটাই করছি ভালো থাকবেন।

 last year 

যে আপু আসলে পরিস্থিতির সাথে সবকিছু মিলিয়ে চলতে হচ্ছে আমাদেরকে ক্যান্টিনে যে সবজিটি পাওয়া যাচ্ছে সেই সবজিটি নিয়ে আমাদের খেতে হয়।

সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্যও অনেক অনেক শুভকামনা রইল সৃষ্টিকর্তা আপনাকে সবসময় ভালো এবং সুস্থ রাখুক।

 last year 

Te felicito amigo por todas las fotos bellísimas compartidas. Espero no tengas problema con tu jefe.

Éxitos

 last year 

Thank you very much for your kind comment.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.030
BTC 59207.00
ETH 2507.08
USDT 1.00
SBD 2.53