বর্তমানে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ।

in Incredible India3 days ago

কোটা আন্দোলন, কোটা আন্দোলন করে এখনও কোনো খবর ভালো আসেনি। তবে কোটা আন্দোলন করে অনেক মানুষ হয়রানির মধ্য পড়েছে। কোটা আন্দোলন করে আমরা সবাই জানি ছাত্র-ছাত্রীর অনেকেই মারা গিয়েছে। কিন্তু বর্তমানে শিক্ষক শিক্ষিকা সবাই বিপদের মুখে আছে। আজকে বাড়ি কথা বলে জানতে পারলাম গ্রাম থেকে হাজার হাজার মানুষ পলাতক। এবং ৫০ থেকে ৬০ জন মানুষ পুলিশ ধরে নিয়ে গিয়েছে।

1000037914.jpg Pexels:

তার ভেতরে ৩০ জন শিক্ষক শিক্ষিকা আছে ছাত্র আছে পাঁচ ছয় জন এবং সাধারণ মানুষ আছে বাকি মানুষ। গ্রামের মানুষ আতঙ্কে আছে বর্তমানে। বাংলাদেশের এই অবস্থা খুবই ভয়ানক হতে চলেছে। বুঝতে পারছি না সামনের দিন কি ভাবে যাবে। আমার নিজের বাড়ি থেকে আমার আব্বু এবং বড় ভাই সবাই বাড়ি ছেড়ে চলে গিয়েছে। তাদের সাথে আজকে কথা বলে জানতে পারলাম আজ গ্রাম থেকে অনেক মানুষ ধরে নিয়ে গিয়েছে পুলিশ।

1000037913.jpg Pexels:

তার ভেতরে কিছু মানুষ কোটা আন্দোলন করতে গিয়েছিল। আবার কিছু মানুষ কোটা আন্দোলনের সাথে জড়িত ছিলো না। এবং আমাদের সাতক্ষীরা জেলার মধ্য কলারোয়া থানা ওয়াইফাই দিয়েছে কিন্তু হোয়াটসঅ্যাপে কথা বলা যাচ্ছে না। যাচ্ছে না কথা বলা ইমো তে। আমি আজকে আমার বড় ভাইয়ের সাথে ডিসকর্ড এর মাধ্যমে কথা বলেছিলাম। এবং যতটুকু কথা শুনে বুঝতে পারলাম তাদের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে।

আমরা সাধারণ মানুষ আমরা গ্রামে বসবাস করি আমরা শান্তি পরিবেশে বসবাস করতে ভালোবাসি। কিন্তু প্রতি দিন গ্রামে পুলিশ আসা এবং মানুষ ধরে নিয়ে যাওয়া এটি গ্রামের মানুষের জন্য ভয়ানক বিষয় যা আমাদের গ্রামে চলছে এখন। আমি অন্য জায়গার কথা বলতে পারি না কারণ আমি এখনো পর্যন্ত আমার কোনো বন্ধু বা আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ করতে পারিনি। তবে নিজের গ্রামের এই অবস্থার কথা শুনে অনেকটা খারাপ লাগছে।

তার পাশাপাশি গতকালকে আরও একটি খবর শুনে খারাপ লেগেছে অনেক। বাংলাদেশে ছুটিতে বাড়ি গিয়েছে হাজার হাজার প্রবাসী তাদের জন্য একটি দুঃখের সংবাদ। যারা টিকিট কেটে বাড়ি গিয়েছিল আবার বাহিরে আসার জন্য তাদের টিকিট ক্যানসেল হয়ে গিয়েছে। আমরা এক সাথে কাজ করতাম একটি বড় ভাই সে বাড়ি গিয়েছিল এখান থেকে তিন মাস আগে। আজকে ২৫ তারিখ তার বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় আসার কথা ছিলো।

1000037915.jpg Pexels:

কিন্তু তার টিকেট ক্যান্সেল হয়ে যায় গতকালকে আমরা জানতে পারি। এবং আমার নিজের বড় ভাই এখান থেকে এক মাস পরে আসবে। তার টিকিটের বিষয় এখনো কিছু জানতে পারিনি আমরা। তবে অন্য যে বড় ভাইটি আছে তার টিকিট এখন বর্তমানে হবে না। কারণ বর্তমানে বাংলাদেশের নেটওয়ার্ক না থাকার জন্য টিকিট কাটতে পারবে না। এবং তার টিকেট নতুন করে আবার কেটে আসতে হবে। এবং তাকে 30 থেকে 40 হাজার টাকা দিয়ে টিকিট কাটতে হবে। এই টাকা টি সম্পূর্ণ ফাও যাচ্ছে শুধু বাংলাদেশের নেটওয়ার্ক না থাকার জন্য।

আমাদের প্রবাসীদের জন্য এটি খুবই দুঃখ জনক একটি ঘটনা। কারণ এই প্রবাসে আমরা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করি এবং সেই টাকা জরিমানা দিতে হলে নিজের বুকে কতোটা আঘাত লাগবে আমি অনুভব করতে পারি। এবং আমাদের সরকার নেটওয়ার্ক বন্ধ রাখার জন্য আজ আমাদের প্রবাসীদের রক্ত ঘামা টাকা দিয়ে জরিমানা দিতে হচ্ছে যা আমাদের জন্য আরো বেশি দুঃখ জনক একটি ঘটনা।

জানি না সরকার কি পরিকল্পনা করে রেখেছে তবে এতো টুকু বুঝতে পারছি। এখনো স্বাভাবিক ভাবে দেশ সুন্দর হয়ে আসতে অনেক দেরি। এবং প্রবাসীরা সরকার কে অনেক নানান ধরনের কথা বলছে। এটাও শোনা যাচ্ছে যে তার গদি থেকে নেমে যাওয়ার কথা পর্যন্ত প্রবাসীরা বলছে। এবং তার ওপরে বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে প্রবাসীরা যা আমাদের বাংলাদেশের অর্থনৈতিক দিক থেকে অনেক বড় একটি প্রভাব ফেলে।

1000037916.jpgPexels:

প্রবাসীরা যদি বাংলাদেশে টাকা না পাঠাই ব্যাংকের মাধ্যমে তাহলে বাংলাদেশ সরকারের মাথায় হাত দেয়া ছাড়া কোন উপায় নেই। এবং আমি নিজেও ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবো না ঠিক করেছি। কারণ আমাদের সরকারের জন্য আজ আমাদের প্রবাসীদের অনেক সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে।

এবং জানি না আমার আবু রায়হান ভাইয়ের টিকিট ক্যানসেল হয়ে গিয়েছে কি না। তবে ইন্টারনেট বন্ধ থাকার জন্য তার টিকিট আমরা চেক করতে পারছি না।কারণ তার টিকিট কাটা ছিলো বাংলাদেশ বিমান। বাংলাদেশে ইন্টারনেট বন্ধ থাকার জন্য তার টিকেট ইন্টারনেটে শো করছে না।জানি না আবু রায়হান ভাইয়ের টিকিট ক্যানসেল হয়ে যাবে কি না।

যাহোক বন্ধুরা এটি ছিলো আমাদের বাংলাদেশের গ্রাম গঞ্জের কিছুটা খবর। এবং প্রবাসীদের জন্য দুঃখ জনক একটি বিষয় ঘটে যাচ্ছে। জানি না পরবর্তীতে কি হবে এবং সৃষ্টিকর্তার কাছে আমি প্রার্থনা করি অবশ্যই যেনো ভালো কিছু হয়। এবং আমরা সবাই সুস্থ ভাবে থাকতে পারি এবং আমার বাংলাদেশের ভাই বোনেরা সবাই যেনো ভালো ভাবে নিজেদের বাড়ি থাকতে পারে।

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

@baizid123

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 days ago 

image.png
CONGRATULATIONS!!
This post has been upvoted - Steem's Angels with @steemcurator09/ Curated by: @weisser-rabe

The situation must be bad... I hope things will return to normal for you.

If you can communicate via Discord, why don't you give someone outside the country the booking number and company - then he will surely check the validity of the ticket for you...

Loading...
 2 days ago 

যে দেশের সরকার ক্ষমতার লোভে মানুষকে হত্যা করতে পারে তার মত নিকৃষ্ট আর মনে হয় কেউ হতে পারে না। যে প্রশাসন মানুষকে নিরাপত্তা দেয় আর সেই প্রশাসন যখন মানুষের বিরুদ্ধে যায় এবং মানুষকে পাখির মতো কোলে করে মারে এর মত ধিক্কারজনক কাজ আর কি হতে পারে।

জনগণের ট্যাক্সের টাকা দিয়ে যাদের বেতন ও ভাতা নিশ্চিত করা হয় তারাই জনগণকে এভাবে মারছে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.029
BTC 67865.46
ETH 3258.03
USDT 1.00
SBD 2.64