বাস বা ট্রেনের মধ্যে অচেনা মানুষের কাছ থেকে কিছু খাবেন না।

in Incredible Indialast year (edited)

বাস বা ট্রেনের মধ্যে থেকে অচেনা মানুষের কাছ থেকে কিছু খাবেন না। অচেনা মানুষ কিছু খেতে দিলে খাবেন না। অচেনা মানুষকে বিশ্বাস করবেন না আপনার জীবনের ঝুঁকে থাকতে পারে।

child-g8225f2c23_1280.jpg
source

বন্ধুরা আজ এমন একটি ঘটনা শেয়ার করবো যে সেই ঘটনাটি শুনে আমার খুবি খারাপ লাগছে এবং অনেক শিক্ষা পেলাম আজ।

আপনারা সবাই জানেন সামনে কোরবানি ঈদ তাই আমাদের বাড়ির পাশে একটি চাচা আজ গিয়েছিলো গরুর হাটে গরু কিনবে বলে গরুর হাট ছিলো সেই জায়গাটার নাম সাতমাইল।

সেখানে সে সকাল থেকে অনেক গরুর দেখাশোনা করেছে কিন্তু একটি গরু পছন্দ হলো না। তাই সে অন্য আরেকটি জায়গায় যাচ্ছিলো গাড়িতে। যেহেতু গরু কিনবে বলেছে বাসা থেকে অনেক টাকা নিয়ে গিয়েছিলো তার কাছে ছিলো আশি হাজার টাকার মতো।

বিপদ কিভাবে আসে কেউ কখনো বলতে পারে না। গাড়ির ভেতরে হকার উঠেছিলো শাল শা বিক্রি করতে। বাসের ভেতরে অনেক মানুষ ছিলো হকার টি অনেকের সাথে কথাবার্তা বলছিলো এবং ঔষধ দেখাচ্ছিলো।

কিছু মানুষের সাথে তর্কবিতর্ক করছিলো হকার আমার ঔষধ টি অনেক ভালো এমন ধরনের অনেক কথা বার্তারা গাড়ির অনেক লোকের সাথে হয়েছিলো।

এভাবে অনেক মানুষকে ফ্রি খেতে দিয়ে ছিলো একটি ঔষধ ভেঙে তার থেকে আমার সেই চাচাকে জোর করে অল্প একটু শাল শা খেতে দিয়েছিলো। খাওয়ার পরে সে কখন ঘুমিয়ে পড়ছে সে বুঝতে পারিনি এবং অজ্ঞান হয়ে গিয়েছিলো।

asleep-g2aafab2de_1280.jpg
Source

তার কাছে ছিলো আশি হাজার টাকা এবং একটি মোবাইল। সব নিয়ে চলে গিয়েছিলো। আমাদের বাস থামে সাতক্ষীরা টাউনে গিয়ে এর মধ্যে বাস এর মানুষের মনে করছিলো চাচা মনে হয় ঘুমিয়ে পড়ছে।

সাতক্ষীরায় যাওয়ার পরে গাড়ির ঘুরে আবার চলে আসবে বলে সিরিয়ালে লাগিয়ে দিয়েছিলো। গিয়ে দেখে চাচা এখনো ঘুমিয়ে আছে পরে তাকে অনেক ডাকাডাকি করার পরে কোন কথা বলছিলো না চাচা।

stethoscope-g123e19c95_1280.jpg

Source

পরে তারা সাতক্ষীরা সদর হসপিটালে নিয়ে চলে যায় সেখানে গিয়ে ভর্তি করে দেয়। চার ঘণ্টা পরে চাচার জ্ঞান ফিরে আসে সে তার বাড়ির নাম্বার দিয়েছিলো বাসা থেকে অনেক মানুষ গিয়েছিলো তাকে দেখতে।

যাওয়ার পরে সবার সাথে সে সব কিছু খুলে বললো আমি বাসের ভেতরে হকার দের কাছ থেকে শাল শা খেয়েছিলাম। তারা আমাকে জোর করে বলছিলো চাচা এটা খেলে আপনার শরীরের অনেক রোগ সেরে যাবে। এবং আমার একটি ঔষধ নিন আগে খেয়ে দেখুন কেমন লাগে আপনাকে।

আমি ভালো মনে করে খেয়েছিলাম কিন্তু তারপরে আমার কিছু মনে নাই। এভাবে আমাদের সাথে অনেক দুর্ঘটনা ঘটে যেতে পারে পথে ঘাটে চলতে গেলে। একটু সাবধানে থাকতে হবে আমাদেরকে নিজেদের সাবধান নিজেদের কাছে।

ডাক্তার বলছে যদি আরেকটু বেশি ঔষধ পেটে যেতো তাহলে হয়তো বা আর বাঁচানো যেত না। ঔষধের পরিমাণ একটু কম ছিলো বলে অল্প সময়ের ভেতরে সে জ্ঞান ফিরে পেয়েছে।

আজ বাসা থেকে ফোন দিয়ে এই ঘটনাটি বলার পরে অনেক খারাপ লাগছিলো। সে একটি শুভ কাজে গিয়েছিলো কিন্তু তার সাথে অনেক বড় একটি দুর্ঘটনা ঘটে গেলো আজ।

আমরা যখন রাস্তাঘাটে বাস বা ট্রেনে চলাচল করি এমন অনেক মানুষ থাকে আমাদেরকে বিপদে ফেলানোর জন্য। সবকিছু কেড়ে নেয়ার জন্য সব সময় সাবধানে চলতে হবে। যে জিনিস দোকানে পাওয়া যায় সে জিনিস কখনো হকার দের কাছ থেকে নিতে যাবেন না। নিতে গেলে আপনার জীবনের ঝুঁকে থাকতে পারে।

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

@baizid123

Sort:  
Loading...
 last year 

Amigo es verdad debemos se prudente cuando comemos cosas de personas extraña, que bueno que tu tío se pudo recuperar de este terrible acontecimiento. Saludos y bendiciones.🤗

 last year 

খুবি সুন্দর একটি মন্তব্য উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

হুম ভাই ট্রেন হোক বা যে কোন যাত্রীবাহি যানবাহান হোক অপরিচিত মানুষের দেওয়া কোন কিছু খাবার খাওয়া মোটেও ঠিক না ৷ কারন এই ধরনের মানুষ গুলো নানা ধরনের কথা বলে যে কোন জিনিস খাইতে বললে আর আপনি খাইলে আপনার আর হুস থাকবে না ৷ যার ফলে আপনার সাথে টাকা পয়সা সবকিছু নিয়ে চলে যাবে ৷ তাই এই সব বিষয় থেকে অনেক সতর্ক থাকবেন ৷

যাই হোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 last year 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 68559.31
ETH 2695.07
USDT 1.00
SBD 2.73