দুইটা ফুলের ফটোগ্রাফি।

in Incredible Indialast year

এই সুন্দর পৃথিবীটা যেতো দেখি তেতো বার নতুন কিছু উপভোগ করতে পারি, এবং সেই নতুন জিনিস গুলো উপভোগ করতে পেরে আমি খুবই আনন্দিত উপভোগ করতে পারি।

IMG_20230415_094118_1.jpg

আসলে আমরা অনেক জিনিস চোখের সামনে থাকলেও সেই জিনিসগুলো লক্ষ্য করে পারে না, আজ যে ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে ব্যবহার করা। এই ফুল গুলো আমি আজ ভালোভাবে দেখতে পেলাম।

IMG_20230415_094114.jpg

IMG_20230415_094110.jpg

একেবারে আমার চোখের সামনে ছিলো কিন্তু আমি এতদিন ধরে সেই ফুল গুলো উপভোগ করতে পারিনি, কারণ আমি অন্য দিকে কিছু ফুল গাছ খুঁজতে পেলে সেই ফুল গুলো উঠাতে চলে যায়। কিন্তু আমার পাশে যে ফুল গাছগুলো আছে সেগুলো আমার চোখ থেকে এড়িয়ে গিয়েছিলো।

IMG_20230415_094118.jpg

IMG_20230415_094103_1.jpg

আজ চোখের সামনে ফুল গাছ গুলো দেখে খুবই ভালো লাগছিলো, এবং তার কিছু ছবি তুলে আজ আপনাদের মাঝে শেয়ার করা। ফুলে ফুলে ভরা আমাদের এই সুন্দর পৃথিবী, যে ফুল গাছগুলো দেখে আমরা কখনো শেষ করতে পারবো না।

IMG_20230415_094103.jpg

IMG_20230415_094059.jpg

এই ফুল গাছ গুলোর নাম আসলে আমার জানা নাই, তবে ফুল গুলি আসলে খুবই সুন্দর ছিলো এবং ফুল গুলি উপভোগ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। যখন নতুন কনো ফুল দেখি তখন আমার খুবই ভালো লাগে, এবং সেই ফুল গুলির ছবি ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করতে পারলে আরো বেশি আমার ভালো লাগে।

IMG_20230415_094052.jpg

IMG_20230415_094046.jpg

উপভোগ করার মতো সৌন্দর্য আমাদের পৃথিবীতে অনেক জায়গা আছে, শুধু সময় এবং নিজের মন ঠিক করে ধরে রাখতে হবে তাহলে আপনি সব জায়গা উপভোগ করতে পারবেন। আপনি সৌন্দর্য উপভোগ করে কখনো শেষ করতে পারবেন না, এতো সুন্দর সুন্দর জায়গা আমাদের এই পৃথিবীতে আছে।

IMG_20230416_125921.jpg

IMG_20230416_125913.jpg

আমি যে ফুল গুলি আপনাদের মাঝে ব্যবহার করেছি এই ফুল গুলি আমাদের বাসা সাইটে ছিলো, এবং ঠিক দুপুরে উঠানো আমি ফুল গুলি দেখে অবাক হয়ে গিয়েছিলাম। কারণ আমি ফুল ভালোবাসি এবং ছবি তুলতে আরো বেশি ভালোবাসি এতো সুন্দর ফুল আমি আগে দেখতে পাইনি বলে নিজেকে নিজের প্রতি খারাপ লাগছিলো।

IMG_20230416_130045.jpg

IMG_20230416_130030.jpg

IMG_20230416_130023.jpg

হলুদ রঙ্গের ফুল এবং লাল রঙের ফুল দেখতে অপূর্ব সুন্দর ছিলো, আমাদের এই পৃথিবীতে আমরা সবাই ফুল ভালোবাসি এবং পছন্দ করি। কারণ ফুল একটি পবিত্র জিনিস ফুল আমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে আসে, ফুল আমাদের পৃথিবীতে অনেক দেশে বিক্রি হয়ে থাকে এবং ফুল গাছ চাষ হয়ে থাকে।

IMG_20230416_130107.jpg

IMG_20230416_130059.jpg

IMG_20230416_130053.jpg

ফুল চাষ করে অনেক ব্যবসায়ী অনেক টাকা উপার্জন করছে শুধু ফুল বিক্রি করে, আমাদের যশোর জেলা গদখালী নামের একটি জায়গা আছে সেই জায়গাটি এখন বর্তমানে অনেক নামকরা একটি জায়গা কারণ সেখানে অনেক ধরনের ফুল চাষ হয় এবং সব ফুল সেখানে পাওয়া যায়।

IMG_20230416_130124.jpg

IMG_20230416_130113.jpg

বন্ধুরা হয়তো বা এই ধরনের ফুল পাওয়া যায় না, কিন্তু এই ফুল গুলি আমাদের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের ভালোবাসার উপভোগ করার সৌন্দর্য। কারণ ফুল একটি ভালোবাসার জিনিস ফুল সব সময় আমরা পছন্দ করি এবং ভালোবাসি।

DeviceName
AndroidVivY77 /v2169 vivo
Camerafocal length:26mm(equivalent to 35mm focal length film)
LocationMalaysia 🇱🇷🇱🇷🇱🇷
Short by@bayezid123

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

@baizid123

Sort:  
Loading...
 last year 

আপনি দুইটা ফুলের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর করে তুলে আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে খুবই ভালো লাগলো কারণ ফুল আমার কাছে খুব প্রিয় ফুলকে আমি খুব পছন্দ করি। তাই আপনার পোস্টে এই দুইটা ফুল দেখে অনেক ভালো লেগেছে এবং আপনার পোষ্টের মাধ্যমে আমি জানতে পারলাম যে এই ফুলগুলো বিক্রি করে অনেকে অনেক টাকা উপার্জন করে থাকে। এছাড়া আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম যে আপনাদের যশোর এলাকায় অনেক ফুল ব্যবসায়ীরা বিভিন্ন ফুল চাষ করে তারা অর্থ উপার্জন করে থাকে। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ফুলের ফটোগ্রাফির পাশাপাশি ফুল চাষ করে অনেকে অর্থ উপার্জন করে থাকে এ সকল কথা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন ভাই।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য প্রদান করার জন্য, এবং যশোর জেলায় নাম করা জায়গা গদখালী সেখানে অনেক ফুল চাষ হয় এবং ফুল চাষ করে অনেক টাকা উপার্জন তারা করে থাকে।

 last year 

আপনার তোলা দুটি ফুলের ছবি আসলেই ভাই অসাধারন হয়েছে ৷ তার সাথে দুুটো ফুলের অনেক কিছু বর্ণনা আপনি এখানে তুলে ধরছেন ৷ আর এই দুটি ফুল সবার পরিচিতি ৷ ফুল পবিত্র জিনিস ফুল পরিবেশের জন্য প্রাকৃতিক সৌন্দর্য ৷

যাই হোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 last year 

আপনার সুন্দর মন্তব্য জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 65697.93
ETH 3342.39
USDT 1.00
SBD 2.63