কচুরিপানা ফুলের ফটোগ্রাফি।

in Incredible Indialast year (edited)

বন্ধুরা বরাবরের মত আজো নতুন আরেকটি ফটোগ্রাফি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি আজকের ফটোগ্রাফি কচুরিপানা ফুলের কচুরি ফুল আমরা সবাই চিনি এই ফুলটি আমরা সাধারণত ভাবে দেখতে পাই খাল বিলে ও নদী তে।

IMG_20230415_094012.jpg

কচুরিপানা ফুল একসাথে মেলাগুলো ফুটে থাকে দেখতে অনেক সুন্দর দেখায় কচুরিপানার গাছ পানিতে সব সময় ভেসে বেড়ায় এই পানির উপরে ফুলগুলো দেখতে অনেক সুন্দর দেখায়।

IMG_20230415_094013.jpg

কচুরিপানা গাছ ও ফুলগুলো একসাথে মেলা করে ভেসে বেড়ায় একটি গাছ যে কোন পানিতে থাকলে সেই জায়গা থেকে অনেক গুলো গাছ জন্ম নিয়ে থাকে আল্লাহ তায়ালার কি রহমত গাছগুলো পানির উপরে সব সময় ভেসে বেড়াই।

IMG_20230415_094005.jpg

গাছটি সবুজ রঙের হয়ে থাকে অনেক গুলো লম্বাও হয়ে থাকে গাছের মাঝে যখন ফুলগুলো ফুটে থাকে দেখতে আরো অনেক সুন্দর দেখায় এটাও প্রাকৃতিকের সৌন্দর্যের একটি অংশ।

IMG_20230415_094006.jpg

প্রাকৃতিক সৌন্দর্য আমরা কখনোই দেখে শেষ করতে পারবো না কারণ আমাদের চোখের সামনে সব সময় প্রাকৃতিক সৌন্দর্য চলে আসে যেগুলো দেখলে আমরা অনেকটা আনন্দিত হয়ে থাকে।

IMG_20230415_093957_1.jpg

এই গাছের শেকড়ের গোড়ায় সব সময় মাছেরা এসে থাকে কারণ এই গাছটি যে জায়গায় থাকে সেই জায়গাটি পানি অনেকটা ঠান্ডা থাকে যার কারণে মাছেরা একটু বেশি এই গাছের গোড়ায় বসে থাকে।

IMG_20230415_093957.jpg

আজ যখন এই ছবিগুলো উঠাতে গিয়েছিলাম তখন ছবিগুলো দেখতে আমার কাছে অনেক সুন্দর দেখাচ্ছিলো ছবিগুলো পানিতে থাকার সত্বেও বেশ কিছুদিন চেষ্টা করার পরে আজ ছবিগুলো উঠাতে পেরেছি।

IMG_20230415_093950.jpg

আজ আমার কাছে অনেক ভালো লাগছে কারন আমি ছবিগুলো দীর্ঘদিন যাবত চেষ্টা করে ছবিগুলো উঠাতে পারছিলাম না কারণ পানির উপরে ভেসে থাকা ফুলগুলো ছবি তুলতে গেলে একটু কষ্ট হয়ে যাচ্ছিলো।

IMG_20230415_093944.jpg

যাইহোক আজ ছবিগুলো তুলে নিজের কাছে অনেক সুন্দর লাগছে কারণ ছবিগুলো অনেক কষ্ট করে উঠাতে পেরেছি এটাই নিজের একটি আনন্দর ব্যাপার।

IMG_20230415_093939.jpg

কিছু জিনিস দেখতে ভালো লাগলেও সব সময় সেই জিনিসটি নেয়া সম্ভব হয়ে ওঠে না কারণ হয় সময়ের সমস্যা থাকে না হলে সেই জিনিসটা অপারের হাতে চলে যায় তেমন এই ভুলটি দেখে প্রতিদিনই আমার ভালো লাগে মনে হয় ছবিটি আমি উঠাবো কিন্তু।

IMG_20230415_094006.jpg

যেকোনো একটি সমস্যার কারণে ছবিটি তোলা সম্ভব হয় না কিন্তু আজ সেই অসম্পূর্ণ কাজটি সম্ভব করতে পেরে খুবই ভালো লাগলো।

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

DeviceName
AndroidVivY77 /v2169 vivo
Camerafocal length:26mm(equivalent to 35mm focal length film)
LocationMalaysia 🇱🇷🇱🇷🇱🇷
Short by@Md bayezid123

@baizid123

Sort:  
 last year 

ছোট ভাই অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আবারো তুমি আমাদের মাঝে শেয়ার করলে আসলে কচুরিপানার এই অসাধারণ ফুলের ছবিগুলো দেখতে অনেক ভালো লাগে আর এটা যখন একসাথে অনেকগুলো কচুরিপানার ফুল দেখা হয় সেগুলো দেখতে এতটাই মনমুগ্ধকর হয় যেটা ভাষায় প্রকাশ করার মত নয়।

তবে আমি একটি জিনিস খেয়াল করলাম তোমার ফটোগ্রাফির নলেজটি দিন দিন কিন্তু অনেক ভালো হচ্ছে অনেক ভালো ফটোগ্রাফি করতে পারছো তুমি এভাবে চালিয়ে যাও ভবিষ্যতে অবশ্যই ভালো কিছু পাবে।

#miwcc

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Loading...
 last year 

কচুরি পানা ফুলের গাছ সাধারনত আমরা পুকুরে বা নদীতে দেখতে পেয়ে থাকি ৷ এই ফুল গুলো পুকুরে বা নদীতে ভাসমান অবস্থায় থাকে ৷ যদি কচুরি পানা ফুল পানিতে ভাসমান অবস্থায় না থাকে তাহলে এই ফুল গুলো শুকিয়ে মরে যাবে ৷

যাই হোক ভাই আপনি এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ৷

#miwcc

 last year 

ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করার জন্য।

 last year 

আরে বাহ,,, আপনি দেখছি অসম্ভব সুন্দর কিছু কচুরিপানা ফুল এর ফটোগ্রাফি,,,,, আমাদের সাথে শেয়ার করেছেন।

কচুরিপানা ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে! তাই আপনি সেগুলো আমাদের সাথে শেয়ার করেছেন,,,, আসলে প্রকৃতির মধ্যে যা কিছু আছে সব কিছুই সুন্দর।

আমরা হয়তোবা মাঝে মাঝে সেই সৌন্দর্য উপলব্ধি করতে পারি! আবার মাঝে মাঝে করতে পারি না,,, এটাই হচ্ছে আমাদের সমস্যা।

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

#miwcc

 last year 

অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

আপনার ফটোগ্রাফি গুলো আসলেই মনোমুগ্ধকর,,,,, এমন ফটোগ্রাফি সাধারণত প্রফেশনাল ফটোগ্রাফি দারাই সম্ভব,,,, ফটোগ্রাফি গুলো যেমন হয়েছে তা বলে ভাষায় প্রকাশ করার মতন নয়,,,,

এমন সৌন্দর্য কেবল নদী মাত্রিক এলাকায় সর্বচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। কারণ কচুরিপানার ফুল নদীতে বেশি হয়ে থাকে। আপনি আমাদের মাঝে এমন সুন্দর একটি পোস্ট করার জন্য ধন্যবাদ।

আশা করি আপনার ফটোগ্রাফি গুলো আরো হবে এবং আমাদের মাঝে শেয়ার করতে পারেন এমন সুন্দর সুন্দর ফটোগ্রাফি,,,,, আপনার জন্য শুভ কামনা রইল।

#miwcc

 last year 

আপনার ফটোগ্রাফি গুলো আসলেই মনোমুগ্ধকর,,,,, এমন ফটোগ্রাফি সাধারণত প্রফেশনাল ফটোগ্রাফি দারাই সম্ভব,,,, ফটোগ্রাফি গুলো যেমন হয়েছে তা বলে ভাষায় প্রকাশ করার মতন নয়,,,,

ছবিগুলো আমার নিজের মোবাইল থেকে ধারণ করা আপনাদের কাছে ভালো লাগলে সেটাই আমার সবচাইতে বড় উপহার।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

#miwcc

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 55350.85
ETH 2319.50
USDT 1.00
SBD 2.33