হ্যালো বন্ধুরা আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম।
বন্ধুরা আজ নতুন আরেকটি পোস্ট নিয়ে চলে আসা আপনাদের মাঝে, আজ আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো বলে চলে আসা। বিষয়টি হলো আমাদের বাংলাদেশের গ্রাম গঞ্জে বিয়ে কিভাবে অনুষ্ঠিত হয়, সেই বিষয়ে কিছু কথা শেয়ার করব বলে আজ চলে আসা। |
বিয়ে একটি ছেলে এবং একটি মেয়ে তাদের জীবনে অনেক স্বপ্ন নিয়ে এই বিয়ে অনুষ্ঠিত হয়, পরিবারের দেখা মেয়ে বিয়ে করতে হলে। প্রথম ছেলের বাড়ি থেকে ছেলের গার্জিয়ান মেয়ে দেখতে যাই, গার্জিয়ান দের মেয়ে দেখে পছন্দ হয়ে গেলে তারপরে ছেলে যাই মেয়ে দেখতে। |
Source
ছেলে মেয়ে একে অপরকে পছন্দ হয়ে গেলে ছেলে মেয়ে দুজনের মত নিয়ে বিয়ে নির্ধারিত করা হয়, বিয়ের দিন ঠিক হওয়ার দুই দিন আগে মেয়ের বাড়ি গায়ে হলুদ এবং ছেলের বাড়ি গায়ে হলুদের ব্যবস্থা করা হয়। |
গায়ে হলুদের দিন অনেক হাসি ঠাট্টা নাচ গান সবকিছু করে, দাদি এবং নানী অথবা ছোট ছোট ভাই ও বোনেরা খুব আনন্দ উপভোগ করে গায়ে হলুদের দিন। গায়ে হলুদের পরে বিয়ের দিন ছেলের বাড়ি থেকে গোসল করে এবং রং বাজি ফুটিয়ে দুইটি বা তিনটি গাড়ি করে বিয়ে করতে যায়। |
Source
বিয়ে বাড়িতে পৌঁছানোর আগে গেটের সামনে মেয়ে পক্ষ দাঁড়িয়ে থাকে, মেয়ের বান্ধবী বা মেয়ের বোনেরা মিষ্টি এবং শরবত নিয়ে দাঁড়িয়ে থাকে। এবং তারা নতুন বরের কাছে দাবি রাখে কিছু টাকার, টাকা না দেওয়া পর্যন্ত গেট ছাড়ে না তার ভেতরে বর পক্ষ এবং মেয়ে পক্ষ অনেক আনন্দ করে টাকা নিয়ে তর্ক করতে থাকে। |
সব শেষে টাকা দিয়ে বর পক্ষকে ভেতরে প্রবেশ করতে হয়, এবং বারের জন্য অনেক বড় একটি আসুন বানানো হয়। এবং আত্মীয়-স্বজনদের জন্য চিয়ার টেবিল ব্যবস্থা করা হয়, আত্মীয়-স্বজন সবাই বসে গেলে সবাইকে সাদা পানি এবং শরবত দেওয়া হয়। |
তারপরে কাজী সাহেব এসে তিন কবুল ছেলেকে এবং মেয়েকে বিয়ে করিয়ে দেয়, বিয়ে শেষ হলে মোনাজাত শুরু করে এবং সবাইকে মিষ্টি মুখ করাই। তারপরে মেয়ের আব্বার সাথে এবং ভাইয়ের সাথে এবং নানার সাথে এবং সব আত্মীয়-স্বজনদের সাথে পরিচয় করিয়ে দেয় ছেলেকে।তারপরে বর পক্ষকে মেয়ে পক্ষ খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। খাওয়া-দাওয়ার মাঝে বরের জুতা চুরি করে নিয়ে যাই মেয়ের বান্ধবীরা। |
Source
এবং বরের দুলাভাই দের সহো হাত ধোয়া তে আসে খাওয়া-দাওয়া শেষে, ছেলের এবং ছেলের দুলাভাই দের পুরো হাত সাবান দিয়ে রেখে দেয়। সেখানে মেয়ের ভাইয়েরা আসে এবং টাকা না দেওয়া পর্যন্ত হাত ধুয়ে দেয় না সাথে অনেক হাসি-ঠাট্টার কথা হয়। |
ছেলের দুলাভাই টাকা দিয়ে হাত ধুয়ে নেয় কিছু সময় পর মেয়ে এবং ছেলেকে দুধ পান করতে নিয়ে যায়। যাওয়ার সময় গিয়ে দেখে ছেলের জুতা নাই এবং মেয়ের বান্ধবীরা এসে ছেলেকে বলে দুলাভাই কি খুঁজছেন জুতা হারিয়ে গেছে নাকি। এবং অনেক হাসি ঠাট্টার কথা হয় পরে ছেলের পক্ষ টাকা দিয়ে বান্ধবীদের কাছ থেকে জুতা নিয়ে নতুন বৌয়ের ওখানে নিয়ে যায়। |
বিয়ে বাড়িতে ঝগড়া হাসি ঠাট্টা আনন্দ রং মাখানো সবকিছু হয়, বিয়ে বাড়িটা আনন্দ আর আনন্দ থাকে। সবশেষে বর পক্ষ যখন চলে আসবে বৌ নিয়ে সেই সময় মেয়ের আব্বু এসে মেয়ের হাত সেই ছেলেটির হাতে দিয়ে অনেক কান্নাকাটি করে। মেয়ের মা এসে অনেক কান্নাকাটি করে এবং ছেলেকে বলে বাবা আমার মেয়েকে তুমি সব সময় সুখে রেখো। |
এভাবেই আমাদের বাংলাদেশে গ্রাম গঞ্জে বিয়ে অনুষ্ঠিত হয়ে থাকে খুবই আনন্দ এবং মজা করা হয় আমাদের গ্রাম গঞ্জে বিয়ে বাড়িতে। এবং বিয়ের পরের দিন ছেলের বাড়ি এসে বৌ ভাত করা হয় ছেলের সব আত্মীয়-স্বজনদের নিয়ে। |
ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন
@baizid123
খুবই খুবই ভালো লাগলো ছোট ভাই তোমার আজকের এই পোস্টটি। খুব সুন্দর ভাবে তুমি আজকে আমাদের গ্রামের বিয়ের অনুষ্ঠানের পুরো প্রসেসটি তোমার লেখার মাধ্যমে শেয়ার করলে। কিভাবে ছেলে মেয়ে দেখা হয়, কিভাবে একে অপরকে পছন্দ করা হয়, কিভাবে বাড়ির গার্জিয়ানরা মেয়েকে ছেলেকে পছন্দ করে, অবশেষে গায়ে হলুদ তারপরে বিয়ে ঠিক হয় পুরো বিষয়টি তুমি সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছো।
ফুটিয়ে তুলেছ আমাদের গায়ের একটা সুন্দর বিয়ের মুহূর্ত, আর অবশ্যই এটা ঠিক বিয়ে শুধু একটি ছেলে বা একটি মেয়ের স্বপ্ন নয়. এই স্বপ্ন পুরো পরিবারের, সবাই স্বপ্ন দেখে তার ছেলে-মেয়ে একটা ভালো জায়গায় বিয়ে দিবে সবাই স্বপ্ন দেখে এমন ছেলের কাছে বিয়ে দেবে সে যেন সৎ ও পরিশ্রমী হয়।
ধন্যবাদ তোমাকে এত সুন্দর করে পুরো বিষয়বস্তু তুলে ধরার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি খুবই মনোযোগ সহকারে পড়ে সুন্দর একটি মন্তব্য উপহার দেওয়ার জন্য।
আসলে গ্রাম অঞ্চলের বিয়ের অনুষ্ঠান গুলো এমন ভাবেই হয়! বিশেষ করে আপনি কিভাবে বর্ণনা করেছেন,, সেভাবেই একটা বিয়ে অনুষ্ঠিত হয়।
আপনি খুব সুন্দর ভাবে গ্রাম অঞ্চলের বিয়ের অনুষ্ঠানের কথা,,,, আপনার লেখার মধ্যে তুলে ধরেছেন! যেটা আসলে আমরা প্রত্যেকেই যারা গ্রামে থাকি,,,, তারা সবাই দেখে থাকে।
অসংখ্য ধন্যবাদ এই বিষয়টা সুন্দরভাবে আবারও আমাদের সাথে উপস্থাপন করার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভালো থাকবেন।
ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি ভালোভাবে পড়ে সুন্দর একটি মন্তব্য উপহার দেওয়ার জন্য।