গাছ লাগান এবং পরিবেশ বাঁচান।steemCreated with Sketch.

in Incredible Indialast year

গাছ লাগান এবং পরিবেশ বাঁচান গাছ থেকে আমরা সৌন্দর্য উপভোগ করতে পারি। এবং গাছ থেকে আমরা অক্সিজেন নিতে পারি। আমাদের আশেপাশে যদি গাছ না থাকতো তাহলে আমরা হয়তোবা আর বেঁচে থাকতাম না।

adult-1868109_1280.jpg
Source

গাছ আমাদের জীবনের একটি অংশ কারণ গাছের পাতা বাতাস ধরে রাখে। যে বাতাস গুলো আমাদের নিঃশ্বাসের সাথে আমরা ব্যবহার করি। গাছ উপযুক্ত বয়স না হলে কখনো মারবেন না।

একটি গাছ মারলে সেই জায়গায় দুইটি গাছ লাগানো উচিত আমাদের। এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে গাছ যতো বেশি আমরা গাছ রোপন করব তত বেশি আমাদের প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকবে।

প্রতিটা জিনিসে একটি জীবন আছে গাছের একটি জীবন আছে। আমরা ভাত খাই বলে বেঁচে আছি গাছ পানি পাই বলে বেঁচে আছে। শুধু গাছ রোপন করলে কখনো গাছ বাঁচবে না। গাছের প্রতি যত্ন নিতে হবে আমাদের সবাইকে।

investment-5241253_1280.jpg
Source

একটি গাছ আপনি রোপন করলেন কিন্তু সেই গাছকে। কখনো তার মাটিতে আপনি একটু পানি না দিলে সে গাছ বেঁচে থাকবে না। আমরা যদি দীর্ঘদিন না খেয়ে থাকি তাহলে আমরা কখনো বাঁচবো না। ঠিক তেমনি গাছের প্রতি যত্ন নিতে হবে আমাদের সবাইকে।

এবং আমরা এখন দেখে থাকি শহর অঞ্চলে গাছ-গাছালি খুবি কম আছে। কারণ তারা গাছ মেরে সেই জায়গায় বড় বড় ঘরবাড়ি তৈরি করে। যার জন্য আমাদের নিশ্বাস নিতে অনেক কষ্ট হয়। এবং অনেক মিল ফ্যাক্টরি আছে যা থেকে দূষিত ধোয়া বের হয়। যেগুলো আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর।

যদি শহরে একটু গাছ থাকতো তাহলে ওই ধোয়া গুলো উড়ে চলে যেতে পারতো। ওই বিষাক্ত ধোয়া আমাদের শরীরের ভেতরে ঢুকলে আমরা রোগে আক্রান্ত হয়ে থাকি। আমাদের উচিত আমাদের চারিপাশে গাছ-গাছালি রোপন করা এবং একটি গাছ তার উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত সেই গাছটি না মারা।

trees-3294681_1280.jpg
Source

গাছ আমাদের জীবনের একটি অংশ এই কথাটি বলার কারণ। ওই গাছ থেকে আমরা অক্সিজেন পাই এবং যেকোনো একটি ফুল ফল হয়। গাছ থেকে আমাদের দেশে যেকোনো ফল পেতে গেলে সেই গাছটি আমাদের অবশ্যই রোপন করতে হবে।

যদি আমরা গাছ রোপন না করি তাহলে কখনো আমাদের সৌন্দর্য বাড়বে না। পৃথিবীতে সৌন্দর্য বাড়াতে গেলে অবশ্যই গাছ রোপন করা লাগবে। প্রাকৃতিক সৌন্দর্য রাখতে গেলে গাছ রোপন করা লাগবে। চারিপাশে সবুজ গাছ গাছালি মুগ্ধ হাওয়া পেলে আমাদের শরীর সব সময় ভালো থাকবে।

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

@baizid123

Sort:  

Congratulations...!!! Your Post Selected Got Upvote %
By: Urdu Community curated by @yousafharoonkhan


Join our steemit Facebook page steemit community to promote the steemit all over the world, and keep continue your quality writing content on steemit


image.png

Subscribe URDU COMMUNITY

Quick Delegation Links

50SP100SP150SP200SP500SP1000SP1500SP2000SP

Our mission to promote Steemit in Urdu Community to all over the world
Stay together
Join the Urdu Community with more confidence.
Steem On

Join our steemit Facebook page steemit community

 last year 

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

গাছ লাগান এবং পরিবেশ বাঁচান গাছ থেকে আমরা সৌন্দর্য উপভোগ করতে পারি। এবং গাছ থেকে আমরা অক্সিজেন নিতে পারি। আমাদের আশেপাশে যদি গাছ না থাকতো তাহলে আমরা হয়তোবা আর বেঁচে থাকতাম।একদম ঠিক বলেছেন ভাই।তাই আমাদের উচিত গাছ অপ্রয়োজনীয় ভাবে কর্তন না করে বেশি বেশি গাছ লাগাতে হবে।তাহলে আমাদের পরিবেশের ভারসাম্য ঠিক থাকতে।তাই তো বলা হয় বেশি বেশি গাছ লাগান পরিবেশ বাচান। তাই গাছ লাগিয়ে সেই গাছ পরিচর্যা করতে হবে।আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য ভালো থাকবেন ভাই

 last year 

জি ভাই গাছ আমাদের পরিবেশের জন্য অনেক প্রয়োজন আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। এবং আমাদের আশেপাশে যত বেশি গাছ থাকবে তা তো আমরা অক্সিজেন নিতে পারব। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য আমার পোষ্টের মাধ্যমে জানানোর জন্য।

Loading...
 last year 

Amigo tiene mucha razón es importante que cuidemos el medio ambiente si el no podríamos respirar y hay personas que lo que hacen es ensuciarlos con sus mala acciones. Saludos y bendiciones.🤗

 last year 

অসংখ্য ধন্যবাদ আপনাকে খুবি সুন্দর একটি মন্তব্য উপহার দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65834.02
ETH 2696.36
USDT 1.00
SBD 2.87