আজকের রসুনের ফুল এর ফটোগ্রাফি

in Incredible Indialast year
গ্রাম্য অঞ্চলে রসুনের ফুল বলা হয়ে থাকে এই ফুলটি এই ফুলটি আপনারা সবাই চিনেন ফুলটি দেখতে অনেক সুন্দর হয় এই ফুলটি কবিরাজি ঔষধ হিসাবে তৈরি হয়ে থাকে এবং লিভার ঔষধে বেশিরভাগ ব্যবহার করে থাকে কবিরাজেরা।

IMG_20230422_085114.jpg

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা বরাবরের মতো আবারো নতুন আরেকটি ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করব আজকের ফটোগ্রাফিটি অনেক ভালো লাগবে।

IMG_20230422_085130.jpg

IMG_20230422_085126_1.jpg

আজকের এই ফুলটি দেখতে অনেক সুন্দর এই ফুলটির কিছু বর্ণনা আজ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আশা করব আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন বন্ধুরা কিছু বর্ণনা ফুলটির জেনে নেওয়া যাক।

IMG_20230422_085125_1.jpg

IMG_20230422_085126.jpg

ফুলটির বিভিন্ন ধরনের নাম আছে কিন্তু আমাদের বাংলাদেশের গ্রাম্য অঞ্চলের রসুনের ফুল বলা হয়ে থাকে এবং এই ফুল গাছ টি বেশিরভাগ মানুষ টবে চাষ করে থাকে ফুল গাছটি অনেক লম্বা হয়ে থাকে ফুলটি অনেক লম্বা হয়ে থাকে।

IMG_20230422_085125.jpg

IMG_20230422_085120_1.jpg

এবং বিভিন্ন পার্কে ও শিশু গার্ডেনে দেখা যায় এই ফুলটি, ফুলটি আমি মালয়েশিয়াতে দেখে একটু অবাক হয়েছিলাম কারণ এই ফুলটি প্রতিটা মানুষের বাড়ি আমি খেয়াল করে দেখেছি লাগানো আছে।

IMG_20230422_085120.jpg

IMG_20230422_085114.jpg

টবে ফুল গাছ রোপন করতে গেলে বিশেষ কিছু নিয়ম মানার কোন প্রয়োজন নাই শুধু খেয়াল রাখতে হবে গাছটি নষ্ট যেন না হয়ে যায় বিশেষ করে টবে পানি জমে থাকলে গাছটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে গাছটির যতটুকু পানি প্রয়োজন থাকে এতটুকু পানি দেওয়ার চেষ্টা করতে হবে সব সময়।

IMG_20230422_085107.jpg

IMG_20230422_085106.jpg

রসুনের ফুল গাছটি অনেকটা আনারস গাছের পাতার মত এবং গাছের গোড়া থেকে লম্বা করে তার একটি ডাল বের হয়ে থাকে সেই ডালের মাথায় অনেক সুন্দর কিছু ফুল ফুটে থাকে ফুলের মাথা ছয়টি সুর দেখা যায় দেখতে অনেক সুন্দর দেখায়।

IMG_20230422_085114.jpg

IMG_20230422_085107.jpg

IMG_20230422_085106.jpg

ফুল প্রাকৃতিক সৌন্দর্য এই কথাটি আমরা সবাই জানি কিন্তু ফুল সবাই চাষ করতে পারি না এবং সেই সময় আমাদের থাকে না অনেকের ক্ষেত্রে কিন্তু ফুল পরিবেশকে আরো বেশি সৌন্দর্য গড়ে তুলতে সাহায্য করে।

IMG_20230422_085130.jpg

IMG_20230422_085126_1.jpg

আমরা সবাই ফুলকে ভালোবাসি কিন্তু ফুল গাছ রোপন করতে অনেকেই চাই না আবার অনেকেই ফুল গাছ রোপন করতে খুবই ভালোবাসে আমি বাড়ি থাকতে ফুল গাছ রোপন করতে খুবই ভালোবাস তাম ফুল গাছ রোপন করতে আমার খুবই ভালো লাগে।

IMG_20230422_085120_1.jpg

IMG_20230422_085114.jpg

পরিবেশকে বেশি সুন্দর যোগ গড়ে তুলতে সাহায্য করি এবং বাড়ির সাইডে বেশী বেশী করে ফুল গাছ লাগাই তাতে করে পরিবেশ আরো বেশি সৌন্দর্য থাকবে।
বন্ধুরা আজ আর বেশি কিছু লিখব না এখানেই শেষ করছি কথা হবে নতুন আরেকটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে সে পর্যন্ত আপনার সবাই ভালো এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।
DeviceName
AndroidVivY77 /v2169 vivo
Camerafocal length:26mm(equivalent to 35mm focal length film)
LocationMalaysia 🇱🇷🇱🇷🇱🇷
Short by@bayezid123
Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 last year 

Thank you

Loading...
 last year 

আপনার রসুন ফুলের ফটোগ্রাফি সত্যি অসাধারণ ছিলো। সেই সাথে আপনার লিখাটিও অনেক দারুন ছিলো। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি ও লিখনির জন্য।

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

সত্যি কথা বলতে,,, আমাদের এদিকে রসুন গাছ রোপন করা হয় না। যার কারণে হয়তোবা আমরা এই রসুন ফুল গুলো দেখতে পাই না। আমার জীবনে প্রথম,,, আমি আপনার পোস্টে। এই রসুন ফুল গুলো দেখতে পেয়েছি,,, ফুলগুলো অসম্ভব সুন্দর।

আপনি দেখছি প্রত্যেকদিন আমাদের সাথে নতুন কিছু শেয়ার করার চেষ্টা করেন। আপনার প্রত্যেকটা পোস্ট,, ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ,,, আজকের রসুন ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল,,,ভালো থাকবেন।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপু অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনার জন্য ও অনেক অনেক শুভকামনা রইলো।

 last year (edited)

বা আপনি তো রসুন ফুলের সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে রসুন ফুলের ফটোগ্রাফিটা অনেক সুন্দর হয়েছে এক কথায় অসাধারণ।আপনার আজকের ফটোগ্রাফিতে রসুন ফুল দেখতে অনেক সুন্দর লাগছে। আমি এই রসুন ফুল দেখছি। তাও এখানে মনে হচ্ছে আপনার ফটোগ্রাফিতে রসুনের ফুলটা আরো বেশি সুন্দর লাগছে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর পোস্ট দেওয়ার জন্য ভালো থাকবেন

 last year 

খুবই সুন্দর ভাবে একটি মন্তব্য উপস্থাপনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62468.23
ETH 2442.12
USDT 1.00
SBD 2.61