মানুষকে ঠকালে নিজেও একদিন ঠিক ঠকতে হয়।

in Incredible Indialast year

আমার সকল স্টিম প্ল্যাটফর্মের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন।

আশা করি আপনারা সবাই সৃষ্টিকর্তার আশীর্বাদে ভালো আছেন আজ বারে সোমবার খুব সুন্দর এবং ভালোভাবে আজকের দিনটা আপনাদের সকলের কাটবে এই আশা কামনা করি।

rickshaw-7697293_1920.jpg

Source

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZxhJZmvhD4xoYFdjDShoCCanSWBCc5vTE2aDbEXpKBbt6SjkZUP8ZBUi7PsreuV1HkoHJ7zTZhuAmah2g...SXP4nyW7XApNw3Eiu87QdmaY22LEPMSZJ9ZRYvWuHqVpSLwedGjoWxk5MZzZFL37fFn3aNCF77z3eLPhC4uSN7FWYqKT3FNDhjsHgZshrjJPoQMdWZmQdRY75G.png

মানুষকে ঠকানো আদেও আমাদের ঠিক নয় মানুষের মনে অনেক কষ্ট পায় এই কষ্ট পেয়ে মানুষ আমাদেরকে অনেক অভিশাপ দিয়ে থাকে সেই অভিশাপ থেকে মুক্তি পেতে গেলে অনেক কষ্ট হয়ে যায়।

সত্যের জয় সবসময়ই হয়ে থাকে এই কথাটি আমাদের সব সময় মনে রাখতে হবে আমরা ক্ষমতার জোরে অনেক পাপ কাজ করে সেগুলো লুকিয়ে রাখার চেষ্টা করি।

কিন্তু আমরা এই কথাটি ভুলে যাই পাপ কোনদিন বাপকেও ছাড়ে না পাপ করলে তার খেসারত একদিন দিতেই হবে পাপের টাকায় চললে ক্ষণিকের জন্য বেশ কিছুদিন ভালো থাকা যায়।

ভাল থাকতে থাকতে এমন বড় একটি বিপদ চলে আসে পাপের টাকায় যে ধনসম্পদ উপার্জন করে সেগুলোও চলে যায় এবং নিজের ব্যক্তিগতভাবে যে টাকা-পয়সাগুলো থাকে সে গুলোও চলে যায়।

কিসের এত অহংকার এই দুনিয়াতে আমরা করি আমরা এত টাকা পয়সার বড়াই করি কিন্তু এই কথাটি আমরা ভুলে যাই এখনো পর্যন্ত আমাদের একটি ফোঁড়ার টাকাও হয়ে ওঠেনি।

আমরা অনেক ক্ষেত্রে অনেক মানুষকে ঠকিয়ে নিজেরা খুব আরামে থাকার চেষ্টা করি কিন্তু আমরা ভুলে যাই অভিশাপ মানুষকে ধ্বংস করে নিয়ে আসে আমরা মানুষের সাথে এতটাই খারাপ ভাবে টাকা-পয়সা মেরে কেটে নিয়েছি।

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZxhJZmvhD4xoYFdjDShoCCanSWBCc5vTE2aDbEXpKBbt6SjkZUP8ZBUi7PsreuV1HkoHJ7zTZhuAmah2g...SXP4nyW7XApNw3Eiu87QdmaY22LEPMSZJ9ZRYvWuHqVpSLwedGjoWxk5MZzZFL37fFn3aNCF77z3eLPhC4uSN7FWYqKT3FNDhjsHgZshrjJPoQMdWZmQdRY75G.png

মানুষ আমাদেরকে সামনের দিকে সম্মান করলেও পেছনে অনেক গালি দেয় কারণ আমরা অনেকেই গালি দেয়ার মত কাজ করে থাকি বিশেষ করে আমরা গরীব মানুষের প্রতি অত্যাচার একটু বেশি করি।

গরিব মানুষকে ঠকানোর জন্য আমরা সব সময় লেগে থাকি যেমন একজন মানুষ আমাদের জমিতে জন দিতে আচ্ছে আমরা চিন্তা করি তাকে দশটা টাকা কিভাবে কম দিতে পারি এবং কাজ একটু বেশি করিয়ে নিতে পারি।

rickshaw-6870211_1920.jpg
Source

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZxhJZmvhD4xoYFdjDShoCCanSWBCc5vTE2aDbEXpKBbt6SjkZUP8ZBUi7PsreuV1HkoHJ7zTZhuAmah2g...SXP4nyW7XApNw3Eiu87QdmaY22LEPMSZJ9ZRYvWuHqVpSLwedGjoWxk5MZzZFL37fFn3aNCF77z3eLPhC4uSN7FWYqKT3FNDhjsHgZshrjJPoQMdWZmQdRY75G.png

এবং একটি গাড়িতে উঠে আমরা অনেক জায়গায় চলে যাই ঘোরাফেরা করার জন্য যাওয়ার পরে আমরা গাড়িওয়ালা কে কিভাবে ২০-৩০ টাকা কম দেবো সেই চিন্তাটা আমাদের আগে থাকে অথচ আমরা যেখানে বেড়াতে গিয়েছি ফাও খরচ অনেক টাকায় করে ফেলছে কিন্তু।

এবং ফুটপাতে অনেক গরিব মানুষ অনেক কিছুই বিক্রি করে থাকে আমরা তাদের সাথে দরদাম করতে থাকি সবসময়ই কিন্তু বড় একটি দোকানে গেলে সেখানে লেখা আছে এক দরে জিনিস নিতে হবে।

আমরা কিন্তু সেই দোকানদারটি যে দামটি আমাদেরকে বলছে আমরা সেই দামেই জিনিসটা নিয়ে চলে আসি কিন্তু ওই কাজটি আমরা যদি ফুটপথ দোকান থেকে নিতাম তাহলে অনেক কথাই বলে নিতাম।

বা তাকে কয় টাকা কম দিতে পারব এই কথাটি আমরা সব সময় ভাবতে থাকতাম এজন্য আমরা সব সময় গরিবের পেটে লাথি মারার জন্য উঠে পড়ে লেগে থাকি বাস্তবটি বড়ই কঠিন এই বাস্তব দুনিয়ায় সত্তর ভক্ত নরমের যম প্লাস মানুষকে ঠকিয়ে কখনো সুখী হওয়া যায় না।

7b4bio5hobgskW8qdPdvSqcwwJTvbiCMpGmRey1Rtd8H5qzHv5nuKCTcbEA3mTv626sLb8W6oq79CgzUytmox9NGDUAoPT3WVWQgJiFjsyNUgfQ8A9cFNua5zLzaaRNA4bimqwDeP2wLnDYiGE3yh5WmeeM3.gif

আমরা ১০-২০ টাকা অন্য মানুষকে কম দিলেও আমাদের ১০-২০ হাজার টাকা অনেক ক্ষেত্রে চলে যায় এখন কিন্তু আমরা কমাতে পারি না কারো টাকা এভাবেই চলছে আমাদের দুনিয়ার নিয়ম বাস্তব দুনিয়াটা বড়ই কঠিন।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ3fuFhVxaTfdCeTHAagbZLQvmcS1ebsePc1Kxi6FrCuk5QQyt1UUd6viVrFZ2aG1Ln9R8p7f7N5c2zzrt...gZYhGToRkRkkXY7JcJ5xuJqwF9F5Xch7bBLZk723uSjyXrXtSyvif7BaVizVjELGkZmBCtf4JC5k3rjuwDwwJWdwfJJFxC4quXsHMh4EmBxYrHxPkBPsH5r1Xt.png

যাইহোক বন্ধুরা কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি আজ এ পর্যন্তই কথা হবে নতুন আরেকটি গল্প নিয়ে সে পর্যন্ত আপনার সবাই ভালো এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

@baizid123

2Uw3wR9XRL7QRf1Yz5V5PmnuCnNFXzPmiV5yyUxHF3GLpw2vBjGBCVgtgXa2mUrLmZHhbsJATGwmNH9kdvLYxotVmic7gjENPkjBN83WB1Rci1xq6C2mUW4Jy3rag6...zDL1aFcSAGFAutxBYCFwusk4pTxTY2NJF2fr3CVEF8EQxLit6ZRWQREzCLPkJuGrP6oFwqpbWb8EWBy9bmJi9Lkrr62YiJe6zBH3X3AUvNzKGitnHLARP3iWCD.gif

Sort:  
 last year 

ধন্যবাদ ভাইয়া, এমন শিক্ষানীয় একটি লেখা আমাদের সাথে ভাগ করার জন্য।

একটি প্রবাদ আছে "অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকেই পড়তে হয়"। এর ব্যাখ্যা বিরাট। সময় সল্প, তাই আমি সেদিকে যেতে চাচ্ছি না। তবে একটা কথা বলতে চাই, মানুষকে ঠকিয়ে কেউ কখনও বড় হতে পারেনি আর কখনও পারবেও না। এটা শুভংকরের ফাঁকি মাত্র।

তাই আমি মনে করি যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকুই বুঝিয়ে দেয়া উচিত।

#miwcc

 last year (edited)

এটাই বাস্তব ভাইয়া নিজে গর্ত খুড়লে সেই গর্তে আমরা হচর খেয়ে পড়ে যাই এমন আমরা মানুষকে ঠকালে একদিন ঠিকই আমরাও ঠকতে হবে যাইহোক আপনার মন্তব্যটি পড়ে খুবই ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন।
#miwcc

Loading...
 last year 

ঠিক বলেছেন ভাই অন্যজনকে ঠকালে নিজেও একদিন ঠকতে হবে এটা প্রমানিত আমি নিজেই ৷ তার জন্য বলবো এই চিন্তা ধারা ঝেড়ে ফেলে নেওয়াই ভালো ৷ অন্যজন কে কাদিয়ে নিজে কোন দিন সুখি হতে পারবে না মানুষ ৷

আপনি আমাদের জন্য একটি বড় ধরনের শিক্ষনিয় পোস্ট শেয়ার করেছেন পড়ে খুবই ভালো লাগলো ভাই ৷

আপনাকে অসংখ্য ধন্যবাদ ৷ ভালো থাকবেন ৷

#miwcc

 last year 

এভাবেই মানুষ শেখে আপনি নিজে ঠকেছেন বলে আপনি আজ শিখতে পেরেছেন আপনি যদি সেই কাজটি আর না করেন তাহলে আপনার নিজেকে অনেক ভালো লাগবে।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া অনেক সুন্দর একটি মন্তব্য উপস্থাপনা করার জন্য।

#miwcc

 last year 

বর্তমান সময়ে এমন অনেক মানুষ দেখা যায়। যারা যতটুকু সম্ভব অন্য আরেকজন মানুষকে ঠকিয়ে দেয়ার চেষ্টা করে।

তারা হয়তো বা ভুলে যায়। তাদের সামনে দিন আছে। তারাও একদিন কারো না কারো কাছে নিশ্চয়ই ঠকে যাবে।

একদমই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। আমরা যখন কোথাও ঘুরতে যাই। তখন গাড়িওয়ালা কে কিভাবে ১০ থেকে ১৫ টাকা কম দেয়া যায়। সেই চিন্তাটা আগে আমাদের মাথায় আসে।

এই চিন্তাটা আমরা করি না যে আমরা যেখানে ঘুরতে গিয়েছি অথচ সেখানে অযথা অনেকগুলো টাকা খরচ করেছি। খাওয়া-দাওয়া করেছি, আড্ডা দিয়েছি বিভিন্ন জিনিস দেখেছি সেগুলো দেখতেও তো আমাদের টাকা খরচ হয়েছে।

কিন্তু যে মানুষটা আমাদেরকে কঠোর পরিশ্রম করে গাড়ি চালিয়ে। আমাদের কাঙ্খিত স্থানে আমাদেরকে পৌঁছে দিয়েছে। সে মানুষটাকে ১০ টাকা দিতে আমাদের গায়ে বাঁধে।

কাউকে ঠকানো উচিত নয়। কাউকে ঠকালে নিজেকেও ঠকে যেতে হবে। এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা, এটাই নির্মম পরিণতি।

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা বিষয় আমাদের সাথে উপস্থাপন করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

#miwcc

 last year 

বর্তমান সমাজে যতদিন যাচ্ছে তাতো আমাদের মানসিক চিন্তাধারা অনেক নিচে নেমে যাচ্ছে এভাবেই চলছে আমাদের বাস্তবতা জীবন চলছে এভাবেই আমাদের সমাজের কিছু মানুষ তারা টাকা পয়সা ওয়ালা মানুষ হলেও মনের দিক থেকে তারা অনেক ছোট।

যাইহোক আপু অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

#miwcc

 last year 

আপনি মানুষকে ঠকাবেন কিন্তু আপনি কোনদিন ঠকবেন না সেটা কি ঠিক আপনি মানুষকে ঠকালে অবশ্যই আপনি একদিন ঠকবেন এটাই হয়ে আসছে সারা জীবন ধরে আসলে আপনার এই গল্পটি আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য।

#miwcc

 last year 

এই মানুষের চিন্তাটা আমাদের সবার বদলানো উচিত আমরা অপরকে না ঠকালে আমরাও ইনশাল্লাহ কোনদিন ঠকবো না।

যাইহোক আপনার সুন্দর মন্তব্য পেশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

#miwcc

 last year 

লোক ঠকানো অনেক বড় একটি অন্যায় যেটা আমরা প্রতিনিয়তই করে থাকি। আমরা শুধু সুযোগ খুঁজতে থাকি যে কিভাবে মানুষকে ঠকানো যায় আমরা এটা ভাবি না যে আমরা যদি তাকে ঠকাই সে যে অভিশাপ দেবে তার দ্বারা আমাদের এর চেয়েও বেশি ক্ষতি হতে পারে।

তাই আমাদের এই অভ্যাসটা সকলেরই পরিবর্তন করা উচিত। ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পোস্ট উপস্থাপন করার জন্য।

#miwcc

 last year 

মানুষ অভ্যাসে দাস আমরা যদি এই অভ্যাসটা পরিবর্তন করে অবশ্যই অভ্যাসটা ভালো হয়ে যাবে পাশাপাশি মানুষের ভালবাসা ও আমরা অর্জন করতে পারব।

অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর একটি মন্তব্য উপস্থাপনা করার জন্য।

#miwcc

 last year 

অবশ্যই ভাই এটা আমাদের পরিবর্তন করা উচিত। ধন্যবাদ আপনাকে

#miwcc

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66625.38
ETH 3619.34
USDT 1.00
SBD 2.89