সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।

in Incredible Indialast year (edited)

সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি,,একটি ভুল সারা জীবনের কান্না হয়ে দাঁড়ায় আমাদের জীবনে,, আমাদের জীবনে আমরা কিছুটা সময় চলে যাওয়ার ভয়ে শুধু ছুটতে থাকি জীবনের ঝুঁকি নিয়ে।

people-2566201_1920.jpg
Source

আমাদের চলার পথে রাস্তা ঘাটে শুধু অ্যাক্সিডেন্ট হয়ে থাকে সময়ের মূল্য দিতে গিয়ে কিন্তু আমরা একটি বার ভেবে দেখি না যে জিনিসের পিছে আমি ঘুরছি জীবনের ঝুঁকি নিয়ে আমার সেই জীবন টা যদি না থাকে তাহলে এত ছোটা ছুটি করে আমার কি লাভ।

আপনি সময়ের মূল্য দিতে গিয়ে আপনার ফ্যামিলি কে পথে নামিয়ে আনতে পারেন অথবা আপনার এমন একটি দুর্ঘটনা ঘটে গেলো যে আপনার জীবনের উপর দিয়ে আপনি সারা জীবন কান্না করছেন আপনি কিছু টা সময় অপেক্ষা করলে হয়তোবা আজ আপনার জীবনের ঝুঁকিটা থাকতো না।

বেশি দুর্ঘটনা ঘটে আমাদের জীবনে দুইটা জিনিসের উপর দিয়ে এক বাস দুই ট্রেন কারণ এই দুইটি জিনিস বেশি এক্সিডেন্ট হয়ে থাকে সাধারণ মানুষের কিন্তু আমরা যদি একটু মাথা খাটিয়ে ধৈর্য ধরে বসে থাকতাম তাহলে আমাদের জীবনে হয়তো বা কখনো দুর্ঘটনা আসতো না।

কখনো কেউ বলতে পারবে না কার জীবনে দুর্ঘটনা ঘটে যাবে তবুও নিজেরা যদি একটু সচেতন থাকি তাহলে নিজেদের জীবন নিরাপদ থাকবে বাস একটি যাবে আবার আরেকটি আসবে শুধু একটু ধৈর্যের প্রয়োজন এবং সময়ের ব্যবধান ট্রেন একটি যাবে আবার আরেকটি ট্রেন চলে আসবে একটু সময়ের অপেক্ষা করুন।

আপনি সেই সময়ের মূল্য দিতে গিয়ে দৌড়ে গিয়ে বাস বা ট্রেনে ধরতে গিয়ে আপনার জীবনে অনেক বড় একটি দুর্ঘটনা চলে আসতে পারে আপনি সারা জীবন আপনার কান্না করে বাঁচতে হতে পারে।

accident-2161956_1920.jpg
Source

আমরা সব সময় রোডে চলার সময় যদি একটু ভেবে চলি তাহলে হয়তো বা আমাদের জীবনে দুর্ঘটনা আসতে পারে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি জীবন যদি না থাকে তাহলে সেই সময় নিয়ে কোন মূল্য থাকবে না।

একটি দুর্ঘটনা থেকে একটি ফ্যামিলি পথে চলে আসতে পারে বা একটি দুর্ঘটনা থেকে আপনার জীবন টি চলে যেতে পারে বা একটি দুর্ঘটনা থেকে আপনার শরীরের যে কোন একটি অঙ্গ অচল হয়ে যেতে পারে আপনার সারা জীবন টি অন্ধ মতো করে বাঁচতে হতে পারে।

বন্ধুরা সব সময় নিজের যত্ন নিজে নিতে হবে আমাদেরকে নিজের ভালো নিজেকে বুঝতে হবে সময় চলে গেলে সময় আবার আসবে কিন্তু জীবন চলে গেলে আর কখনো ফিরে আসবে না।

ধৈর্য মানুষকে অনেক কিছু উপহার দিয়ে যায় ধৈর্য ধরলে অনেক ভালো ফল পাওয়া যায় ধৈর্য শীল মানুষকে সৃষ্টিকর্তা পছন্দ করে।

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

@baizid123

Sort:  
Loading...

অনেক সুন্দর ব্যাখ্যা দিয়েছেন সময় ও জীবন সম্পর্কে।জীবনে ধৈর্য্য ধারন করতে হবে এবং বেঁচে থাকার প্রকৃত অর্থ খুঁজতে হবে।তাহলেই সময় এমনি এসেই ধরা দেবে,ধন্যবাদ ভাইয়া।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

আপনি জিবন ও সময় সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন যা পড়ে খুব ভালো লাগল। কারন আমাদের সব সময় সময়ের থেকে জীবনের মূল্য বেশি দিতে হবে। এবং রাস্তাঘাটে সাবধানে চলাচল করতে হবে। তাহলেই আমরা সড়ক দুর্ঘটনাকে একদম কমিয়ে ফেলতে পারব। সড়ক দুর্ঘটনা কমানোর উপায় গুলো আপনি উল্লেখ করে দিয়েছেন সে উপায়গুলো মেনে চললে সত্যিই সড়ক দুর্ঘটনাকে একদম কমিয়ে ফেলা সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার পোস্টটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66049.89
ETH 3374.89
USDT 1.00
SBD 2.63