পরবাসী জীবন কতটা কঠিন।steemCreated with Sketch.

in Incredible Indialast year

হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম।

IMG_20230706_115003.jpg

IMG_20230706_114954.jpg

বন্ধুরা আজ আপনাদের মাঝে এক ভিন্ন ধরনের ফটোগ্রাফি নিয়ে চলে আশা। সব সময় আমি ফুল বা সৌন্দর্য কোন জিনিসের ফটোগ্রাফি নিয়ে চলে আশি কিন্তু আজ কিছু কষ্টের ফটোগ্রাফি নিয়ে চলে আশা।

IMG_20230706_115056.jpg

IMG_20230706_115040.jpg

বন্ধুরা আজ আপনাদের সাথে শেয়ার করব পরবাসী জীবন কতটা কঠিন। বন্ধুরা যে ছবিগুলো দেখতে পাচ্ছেন ছবিগুলো ধারণ করা ঠিক ১১ টার সময় আমাদের মালয়েশিয়ায় প্রচন্ড রোদ ছিলো রোদের তাপমাত্রা সব সময় মালয়েশিয়ায় একটু বেশি থাকে।

IMG_20230706_115017.jpg

IMG_20230706_115010.jpg

এই টানা রোদ্দুরের মাঝে হাজারো পরবাসী পরিশ্রম করে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য কষ্ট করে যায়। আমরা সবাই জানি পরিশ্রম করলে মানুষ কখনো ছোট হয়ে যায় না। পরিশ্রম করলে সমাজের কাছে সব সময় মাথা উঁচু করে বাঁচতে পারি আমরা।

IMG_20230706_115008.jpg

IMG_20230706_114959.jpg

আসলে প্রবাসীদের জীবন এমন একটি জায়গায় থাকে তারা সব সময় দেশের চিন্তাটা মাথায় নিয়ে বেঁচে থাকে। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষেরা সব সময় ভেবে থাকে বিদেশের বুকে প্রবাসীরা অনেক সুখে আছে। বাস্তব জীবনে প্রবাসীরা বাংলাদেশে যখন পরিবারের সাথে কথা বলে সব সময় মুখে মিষ্টি একটি হাসি নিয়ে কথা বলে।

IMG_20230706_114954.jpg

IMG_20230706_114951.jpg

কিন্তু প্রবাসীর মনে অনেক দুঃখ ভরা কষ্ট নিয়ে থাকে এই কষ্ট পরিবারের সামনে আনে না। কারণ প্রবাসী জানে পরিবারের সামনে কষ্ট আনলে পরিবারের মানুষও কষ্ট পাবে। তাই সব সময় হাসি মুখে পরিবারের সাথে কথা বলার চেষ্টা করে।

IMG_20230706_114843.jpg

IMG_20230706_114833.jpg

প্রবাসী ২৪ ঘন্টার ভেতরে ১৩ ঘন্টা বা ১২ ঘণ্টা কাজ করে এসে নিজে রান্না করে খেতে হয়। এই প্রবাসী জীবন এক দিন না খেয়ে থাকলে কেউ বলবে না এসে ভাত খেয়ে নাও নিজের খাওয়া নিজেকে খেতে হবে ১৩ ঘন্টা ডিউটি করে এসে রান্না করে।

IMG_20230706_114951.jpg

IMG_20230706_114948.jpg

একদিন জ্বর এসে অসুস্থ হয়ে থাকলে তাদের মাথায় একটু পানি দিবে এমন মানুষ দেখা যায় না। শরীর যদি অনেক অসুস্থ থাকে কেউ ডাক্তারের কাছে নিয়ে যায় না। প্রবাসী নিজেকে নিজের প্রতি ভালোবাসা দেখাতে হয়। নিজে অসুস্থ শরীর নিয়ে মাথায় পানি দিতে যেতে হয়। নিজে অসুস্থ শরীর নিয়ে ডাক্তারের কাছে যেতে হয়।

IMG_20230706_115003.jpg

IMG_20230706_114954.jpg

যে ফটোগুলো দেখছেন এই ফটোগুলো দেখে বুঝতে পারবেন প্রবাসী জীবন কতটা কঠিন। দুই মিনিট দাঁড়িয়ে কেউ একটু পানি খাবে সেই সময় টুকু তারা পায় না। রেস্ট টাইম দেয়া হয় সেই সময়ের মধ্যে সব কিছু শেষ করে আবার কাজে চলে যেতে হবে।

IMG_20230706_115010.jpg

IMG_20230706_114959.jpg

একটু দেরি করে গেলে বসের কাছে গালাগালি শুনতে হবে। সেই ভয়ে সব প্রবাসীকে ঠিক টাইম মতো কাজে উঠতে হবে। এতোটা পরিশ্রম করেও বাংলাদেশ থেকে আমরা অনেকে তাদের মনটা ভালোভাবে পায় না। আজ যে ফটোগুলো শেয়ার করেছি আপনারা দেখলে বুঝতে পারবেন প্রবাসী জীবন কতটা কঠিন।

বাংলাদেশ থেকে যারা প্রবাসীদের কাছে আবদার করে তারা একটু বুঝতে পারবে ভালোভাবে তার ভাই বা তার আব্বু কতোটা পরিশ্রম করছে। এই পরবাসী জীবনে অনেকে প্রবাসীদের কাছে অনেক কিছু আবদার করে থাকে সব সময় তারা সব আবদার পূরণ করতে পারে না। কিন্তু যাদের আবদার গুলো পূরণ করতে পারে না তাদের কাছে অনেক ছোট হয়ে থাকতে হয় প্রবাসীদের।

DeviceName
AndroidVivY77 /v2169 vivo
Camerafocal length:26mm(equivalent to 35mm focal length film)
LocationMalaysia 🇱🇷🇱🇷🇱🇷
Short by@bayezid123

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

@baizid123

Sort:  
 last year 

সত্যিকার অর্থে প্রবাসী জীবন সত্যি অনেক কষ্টের। হাজার কষ্টের মাঝেও তারা মুখে হাসি নিয়ে কাজ করে যায় , পরিবারের জন্য সব কষ্ট নিরবে সহ্য করে, পরিবারের জন্য টাকা পাঠায় পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। কিন্তু তারা যে ঠিক কতটা কষ্টে থাকে, কতটা কষ্ট করে উপার্জন করে সেটা একমাত্র তারাই জানে। এজন্য বলব পরিবারের প্রত্যেকের উচিত যেন তারা কোনভাবে কোন কথাই কষ্ট না পায়। তাহলে তারা একটু হলেও শান্তিতে থাকতে পারে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।

 last year 

প্রবাস জীবন অনেক কঠিন আমরা জেনেও না জানার অভিনয় করে চলে থাকি। যারা একটু বুঝবে প্রবাসী জীবন কতটা কঠিন তারা কখনো প্রবাসীর সাথে কষ্ট পাওয়ার মত কোন কথা বলবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য আমার পোষ্টের মাধ্যমে শেয়ার করার জন্য।

 last year (edited)

ভাই আপনার পোস্ট টা পড়ে বুঝতে পারলাম এবং ছবি গুলো দেখে বুঝতে পারলাম প্রবাস জীবন মানে অনেক কষ্টের জীবন। তারা পরিবার পরিজনের জন্য শত কষ্ট সহ্য করে যায়। এছাড়া প্রবাস জীবন এমনই যে এই জীবনে দুঃখ পাওয়া যায় না। তবে প্রবাস জীবনের সঙ্গী হয় কষ্ট এবং এমন ভাবে লেগে থাকে যে পিছুই ছাড়তে চাই না। দুঃখ এবং কষ্টের মাঝে যে বিশাল ব্যবধান তা প্রবাসীদের মতো অন্য কেউ অনুভব করতে পারে না। প্রবাসে প্রবাসীরা যা অর্জন করেন সেটা অর্থ কিংবা শিক্ষা যাই হোক না কেন সেটা তার অতুলনীয় কষ্টের ফসল ছাড়া কিছুই না। প্রবাস মানে জীবনের সাথে যুদ্ধ, শুধু অজানাকে জানার আর অচেনাকে চেনা নয়, জীবিকা ও জীবনের তাগিদে, সোনালী স্বপ্নের হাতছানিতে মানুষ প্রবাসী হয়। হাজার কষ্ট মেনে নিয়েও দেশে প্রিয়জনের মুখে হাঁসি ফোটাতে চায়।তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য। ভালো থাকবেন

 last year 

প্রবাসীরা সব সময়ই তার নিজের দুঃখ কষ্ট নিজের মনের ভিতরে লুকিয়ে রেখে পরিবারের মুখে হাসি ফোটাতে চাই এবং আপনি অনেক সুন্দর একটি মন্তব্য উপহার দিয়েছেন আমার পোষ্টের মাধ্যমে যেটা দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোষ্টের মাধ্যমে অনেক সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য।

 last year 

দূর প্রবাস সম্পর্কে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন এখানে নিজের স্বাস্থ্যের দিকে নিজেকে খেয়াল রাখতে হয় কারণ এখানে আপনার স্বাস্থ্য থেকে খেয়াল রাখার জন্য তেমন কেউ নাই।

শুধু তাই না সারাদিন এই কঠিন পরিশ্রম করার পরে ঘরে ফিরে এসে নিজের রান্নাবান্না করে নিজেকে খাওয়া লাগে।

কথাগুলো আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ছোট ভাই তোমাকে অনেক ধন্যবাদ।

 last year 

আমি যেহেতু জানি আপনিও একজন প্রবাসী প্রবাস জীবন কতোটা কঠিন আপনি খুব ভালোভাবে জানেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই অনেক সুন্দর একটি মন্তব্য আমার পোষ্টের মাধ্যমে উপহার দেওয়ার জন্য।

Loading...
 last year 

সত্যি, প্রবাস জীবন অনেকটা কষ্টের৷ কারণ, দেশে প্রিয়জনদের রেখে প্রবাসে গিয়ে কাজ করতে হয়। প্রিয়জনদের সাক্ষাতে দেখা হয় বহুকাল, যেটা অনেক কষ্টের একটা বিষয়। ভালো থাকবেন ভাই,আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

আপন মানুষদের থেকে দূরে থাকা অনেক কঠিন বাংলাদেশ থেকে যে সময় খবর আসে তাদের প্রিয়জন মানুষ অসুস্থ বা কোন সমস্যা হয়েছে সেই সময়টুকু একজন প্রবাসীর কাটে সেই কষ্টের অনুভব শুধু বুঝতে পারে অন্য আরেকটি প্রবাসী।

অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য আমার পোষ্টের মাধ্যমে শেয়ার করার জন্য।

কিন্তু প্রবাসীর মনে অনেক দুঃখ ভরা কষ্ট নিয়ে থাকে এই কষ্ট পরিবারের সামনে আনে না। কারণ প্রবাসী জানে পরিবারের সামনে কষ্ট আনলে পরিবারের মানুষও কষ্ট পাবে। তাই সব সময় হাসি মুখে পরিবারের সাথে কথা বলার চেষ্টা করে।

ভাইয়া আপনি একদম সত্যি কথা বলেছেন। আমিও চার বছর ওমান ছিলাম একজন প্রবাসী হিসেবে আমিও আপনার মত হতভাগ্য প্রবাসী ছিলাম।

পরিবারের জন্য সবটুকু সুখ উজাড় করে দেয় আর পরিবারের সকলের কষ্ট গুলো হাসিমুখে গ্রহণ করে নেয় এর নামই প্রবাসী।

 last year 

আপনি একজন প্রবাসী ছিলেন আপনি খুবই ভালোভাবে বুঝতে পারেন প্রবাসী জীবন কতটা কঠিন।

সুন্দর একটি মন্তব্য আমার পোষ্টের মাধ্যমে উপহার দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

সত্যিকার অর্থে আমরা একজন প্রবাসীকে দেশের একজন যোদ্ধা মনে করতে পারি! কারণ তারা কত কষ্ট করে আমাদের জন্য টাকা পাঠায়,,,, সেটা একমাত্র তারাই জানে।

পরিবারকে খুশি রাখার জন্য তারা নিজেদের খুশি তাকে বিলিয়ে দেয়! এর মত আত্মত্যাগ হয়তোবা আর কিছুই হতে পারে না! আসলে ভাই প্রবাসীদের কষ্ট বলে কখনো শেষ করা যাবে না! তবে আপনি আজকে যে বিষয়গুলো উল্লেখ করেছেন,,,,, এগুলো আসলে সত্যিই দেখার মত।

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত কষ্টের মধ্যে থেকেও,,,, আমাদের মাঝে রোজ একটি করে পোস্ট শেয়ার করার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভালো থাকবেন।

 last year 

প্রবাসী মানে ত্যাগ আমরা যারা প্রবাসী জীবন কাটাচ্ছি তারাই শুধু জানে তারা কতটুকু ত্যাগ করতে পারে, যদি আমাদের পরিবার একটু বুঝতো তাহলে হয়তোবা আমাদের অনেক প্রবাসী ভাইদের সাথে কখনো খারাপ ব্যবহার করতো না।

আমার পোস্টটি খুবই মনোযোগ সহকারে পড়ে সুন্দর একটি মন্তব্য উপহার দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

পরবাসী জীবন আসলেই অনেক কষ্টের যারা যায় প্রবাসে তারাই শুধু বুঝে যে প্রবাস জীবন কতটা কষ্টের ৷ প্রবাসে অনেক রোদের মধ্যে কাজ করতে হয় সেখানে আপন বলতে কেউ থাকে না নিজ নিজ মত করে কাজ করতে হয় ৷ কোন ধরনের ফাকি দেওয়া যাবে না কাজের মধ্যে ৷ তাছাড়াও পরিবার ছেড়ে থাকতে হয় প্রবাসে ৷ সব মিলিয়ে এই প্রবাস জীবন টা আসলেই অনেক কষ্টদায়ক ৷

যাই হোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 last year 

যারা এই প্রবাসী জীবন পার করছে বা যারা এসেছে তারাই জানে কত কঠিন ভাবে বাঁচতে হয়, দিনশেষে রুমে এসে নিজেদের কাজগুলি যখন নিজেদের করে নিতে হয় তখন সবচেয়ে বেশি খারাপ লাগে। এবং এখানে নিজের বলতে কেউ নেই নিজের ভালোটা নিজেকে বুঝতে হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার পোষ্টের মাধ্যমে সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58613.96
ETH 3153.58
USDT 1.00
SBD 2.43