পরিস্থিতি যেমন হোক না কেনো সব কিছু মানিয়ে নিতে হবে।

in Incredible Indialast year

যেখানে যেমন পরিবেশ সেখানে ঠিক তেমন ভাবে আমাদের চলতে হবে পরিস্থিতির শিকার আমরা পরিস্থিতি যেখানে যেমন ঠিক সেই ভাবে আমাদেরকে মানিয়ে নিতে হবে আমাদের জীবনে চলতে গেলে পরিস্থিতির শেখার আমরা সবাই হয়ে থাকি।

ছোট্ট একটি উদাহরণ আমরা গ্রাম্য অঞ্চলে একটি পানির বোতল কিনে খায় ১৫ টাকা দিয়ে কিন্তু ওই পানির বোতলটি যখন আমরা গাড়িতে চলার সময় কিনতে হয় ২০ টাকা দিয়ে আবার ওই পানির বোতলটি বড় একটি রেস্টুরেন্টে খেতে গেলে কিনতে হয় ৫০ থেকে ৬০ টাকা দিয়ে আবার আমাদের বাংলাদেশ এয়ারপোর্ট এর মধ্যে একই পানির বোতল কিনতে হয় ১০০ টাকা দিয়ে।

bottles-60475_1920.jpg

Source

কিন্তু পানির বোতলটি একি শুধু জায়গা পরিবর্তন গায়ের স্টিকার আছে একি শুধু জায়গার পরিবর্তন আছে এবং শুধু পরিস্থিতিতে পড়ে আমাদের দাম কম বা বেশি দিয়ে কিনতে হয় ঠিক তেমনি আমাদের জীবনে চলার পথে পরিস্থিতি যেখানে যেমন থাকবে তেমন ভাবে আমাদেরকে মানিয়ে নিতে হবে।

সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে হবে না হলে সব জায়গায় গিয়ে ঠকতে হবে আমাদেরকে জীবনে চলার পথে অনেক বাধা আসে সেই বাধাকে মানিয়ে নিতে হবে আমাদেরকে আপনি যেখানে যাবেন ঠিক সেই ভাবে সেই পরিবেশে মিশে থাকবেন।

দেখবেন আপনার জীবনে কখনো দুঃখ কষ্ট নেমে আসবে না পরিস্থিতিকে মানিয়ে নিতে শিখতে হবে আমাদের সবাই কে মানুষ দেখে শেখে অথবা ভুল করে শেখে মানুষকে হাতে পায়ে ধরে কখনো শেখানো যায় না।

bottles-4276208_1920.jpg
Source

আমাদের জীবনে চলতে হবে ঠিক ওই পানির বোতলের মতন করে আপনি দেখবেন আপনার জীবনটা অনেক সুন্দর হবে আপনি সব সময় পানির বোতলের স্টিকার হয়ে ঘুরবেন দেখবেন জীবনটা অনেক সুন্দর হবে।

নিজের দক্ষতার ওপরে বিশ্বাস রাখতে হবে সব সময় আপনি নিজের প্রতি নিজেকে বিশ্বাসটি যখন হারিয়ে ফেলবেন ঠিক সেই সময় আপনার জীবনে চলে আসবে কষ্টের দিন সেই সময় থাকবে না আপনার পাশে কেউ।

জীবনে মাথা গরম করে কখনো একটি সিদ্ধান্ত নেবেন না পরিস্থিতিকে আগে বুঝতে শিখুন রাগ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় রাগ মানুষকে ধ্বংসের পথে নিয়ে চলে আসে পরিস্থিতির সাথে মিশে থাকুন।

পৃথিবীটা বড় অদ্ভুত আপনার নিজের কাছে নিজেকে কখনো ছোট করে দেখবেন না সব সময় মনে করবেন আপনি একটি অনেক স্পেশাল নিজের প্রতি নিজেকে বিশ্বাস রেখে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করুন।

নিজের প্রতি নিজেকে বিশ্বাস থাকলে অন্য লোক আপনাকে অনেক স্পেশাল মনে করবে নিজের দক্ষতা দিয়ে মানুষের মাঝে মিশে থাকুন ভালোবাসার অভাব হবে না আপনার জীবনে।

অন্য মানুষকে আপনার দক্ষতা না বুঝিয়ে আপনি নিজে আপনার দক্ষতা আগে বুঝতে শিখুন দেখবেন জীবনে অনেক সুখ শান্তি পাবেন।

Sort:  
Loading...
 last year 

সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে হবে না হলে সব জায়গায় গিয়ে ঠকতে হবে আমাদেরকে জীবনে চলার পথে অনেক বাধা আসে সেই বাধাকে মানিয়ে নিতে হবে আমাদেরকে আপনি যেখানে যাবেন ঠিক সেই ভাবে সেই পরিবেশে মিশে থাকবেন।

পরিস্থিতি বুঝে আমাদের মতামত পরিবর্তন করতে হয়! পরিস্থিতির উপর নির্ভর করে! আমাদের অনেক কিছুই নিজেদের মধ্যে মানিয়ে নিতে হয়! তা না হলে আমরা সব জায়গায় কখনোই টিকে থাকতে পারবো না।

সমাজ পরিবার যেখানেই হোক না কেন! আমাদের জীবনের সমস্যা থাকবেই! কারণ সমস্যা ছাড়া মানুষের পৃথিবীতে বসবাস করতে পারে না! ঠিক তেমনি আপনার জীবনে যখন কোন সমস্যা আসবে! সেই পরিস্থিতির উপর নির্ভর করেই,,, আপনাকে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে! ভেবেচিন্তে যাতে সেই সিদ্ধান্ত গ্রহণ করার ফলে,,, কারো কোনো ক্ষতি না হয়! আপনারাও যাতে কোন ক্ষতি না হয়।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,,,, এত সুন্দর একটা টপিক আমাদের সাথে তুলে ধরার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! সৃষ্টিকর্তা আপনাকে সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক,,, ভালো থাকবেন।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপু অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 65697.93
ETH 3342.39
USDT 1.00
SBD 2.63