"আজ 51.522 স্টিম পাওয়ার আপ করলাম"

in Incredible India2 years ago (edited)

IMG_20221227_112636.jpg

(পাওয়ার আপ করার পর আমার পাওয়ার ওয়ালেটের ছবি)

প্রিয়,
পাঠকগণ,

লেখার শুরুতেই আমি ক্ষমাপ্রার্থী। গত দু-তিন দিন সঠিকভাবে এই কমিউনিটির নিয়ম মেনে কাজ না করতে পারার জন্য।

আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং বড়দিন সকলে খুব আনন্দে কাটিয়েছেন। আর আজকের দিনটা অনেক সুন্দর ভাবে শুরু করেছেন।

জীবন নিয়ে, সময় নিয়ে, পরিস্থিতি নিয়ে আমরা যত কিছুই ভাবি না কেন, যত পরিকল্পনাই করি না কেন, জীবন কিন্তু নিজস্ব গতিতে, নিজের নিয়ম মেনেই চলে। ফলস্বরূপ আমাদের সবকিছু মানিয়ে নিয়ে নিজেদের পরিকল্পনা বদলে ফেলতে হয়।

গত দুদিন পোস্ট না করতে পারার পাশাপাশি আমি আপনাদের পোস্ট গুলো পড়ে নিজের মন্তব্যও জানাতে পারিনি। এমনকি পাওয়ার আপ ও করতে পারিনি।

তাই আজ আমি কাজের শুরুতেই পাওয়ার আপ করেছি।

IMG_20221227_111608.jpg

(পাওয়ার আপ করার আগে আমার ওয়ালেট)

IMG_20221227_111648.jpg

IMG_20221227_111710.jpg

(পুরো স্টিম পাওয়ার আপ করলাম)

IMG_20221227_112603.jpg

এবার আসি অন্য কথায়। আমি যেদিন থেকে এই প্ল্যাটফর্মে যোগদান করেছি, আমি চেষ্টা করেছি নিজের সবটুকু চেষ্টা দিয়ে কাজ করার।

কারন আমি বিশ্বাস করি যেকোনো কাজকে সম্মান করা উচিৎ। আর এই কাজটির প্রতি শুরু থেকেই আমার আলাদা ভালোলাগা তৈরি হয়েছিল।

নিজের অনেক ব্যস্ততার মধ্যেও আমি চেষ্টা করেছি এই প্ল্যাটফর্মে নিজের কাজটি সঠিক ভাবে করার। কিন্তু গত কয়েকদিন নিজের কাজের জন্য আমি নিজেই লজ্জিত।

আমি জানি এখানে কাজ করা বা না করার জন্য অন্য কারোর অনুমতির প্রয়োজন হয়তো নেই, কিন্তু যখন আমার সকলে এক জায়গায় কাজ করি তখন আমাদের নিজস্ব কিছু দায়িত্ব তৈরি হয়ে যায় ।

আর আমি নিজে যখন বুঝতে পারছি আমি নিজের দায়িত্ব গুলো সঠিক ভাবে পালন করতে পারছি না। আমার নিজের ভিতরে একটা অস্বস্তি বোধ হয়। মনে হয়, আমার কারনে হয়তো সমস্ত কাজ সঠিক ভাবে সম্পন্ন হচ্ছে না।

আর নিজের সেই খারাপ লাগার জায়গা থেকেই আজকে আমার এই পোস্ট। খুবই ব্যক্তিগত কিছু কারনে আমি এমন পরিস্থিতিতে রয়েছি, যেখানে দাড়িয়ে আমি আমার কাজটি সঠিক ভাবে করতে পারিনি।

পরিস্থিতি আজ খারাপ আছে,তবে কাল ভালো হবে। এটাই জীবনের নিয়ম। তাই ধৈর্য্য ধরে একটু ভালো সময়ের জন্য অপেক্ষা করছি। প্রার্থনা করবেন যাতে খুব তাড়াতাড়ি এই পরিস্থিতি সামলে নিয়ে আবার নিজের সবটুকু দিয়ে কাজ করতে পারি।

আপনাদের লেখা পড়তে পারি, সেখান থেকে অনেক কিছু শিখতে পারি। পাশাপাশি নিজের মনের কথা আপনাদের সকলের সাথে ভাগ করে নিতে পারি। সকলে খুব ভালো থাকবেন। সকলের দিনটি অনেক শুভ হোক।

Sort:  
Loading...
 2 years ago (edited)

Blockchain platform এর জন্য power up খুব বেশি গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন বা ভবিষ্যতে কাজ করার ইচ্ছা থাকলে power up এর কোনো বিকল্প নাই।

 2 years ago 

ধন্যবাদ ‌‌আপনাকে‌। আমিও সুনীতা ম্যামের কাছে সেটা শুনেছি।এই‌ প্ল্যাটফর্মে আমি দীর্ঘ সময় ‌কাজ‌ করতে চাই।তাই চেষ্টা করছি ছোট ছোট পদক্ষেপ নিয়ে ‌‌এগিয়ে‌ যাওয়ার ‌‌।

Congratulations!
This post has been upvoted through steemcurator07.
We support quality posts anywhere and any tags.
Curated by : @sduttaskitchen

TEAM 4 CURATORS

 2 years ago 

Thank you @steemcurator07 & @sduttaskitchen ma'am for supporting my post.

 2 years ago 

আসলে পরিস্থিতি কার কখন কোন দিকে চলে যায় এটা বলা খুবই দুরহ। থাকার চেষ্টা করবেন তবে খুবই ব্যস্ততার মধ্যে থাকলে সেটা ভিন্ন কথা যেমন কিভাবে আপনি কিছুদিন অনেক ব্যস্ততার মধ্যে ছিলেন।

তবে ধন্যবাদ জানাই আপনাকে অনেক বড় একটি এমাউন্ট পাওয়ার অপ করেছেন এখান থেকে আমরা নিজেদেরকে উৎসাহিত করতে পারি।

 2 years ago 

সত্যিই তাই ‌‌পরিস্থিতি কখন কোনদিকে নিয়ে যায়,বোঝা খুবই মুশকিল। ধন্যবাদ আপনাকে জেনে ‌‌‌‌‌ভালো লাগলো আমার কাজে কেউ উৎসাহ পাচ্ছে। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67807.24
ETH 2423.65
USDT 1.00
SBD 2.33