দাদা মুভিটা সত্যিই অনেক অসাধারণ। কিছু দিন আগে আমিও এই মুভিটি দেখেছি। পুরো মুভিটা সাসপেন্সএ ভরা। মুভিটির নায়ক তার রোল সত্যিই খুব ভাবে ফুটিয়েছে। প্রথমে তো আমি বুঝতেই পারিনি যে আসল অপরাধী নায়ক নিজেই। আমার মতে নায়ক সাইকো ছিল।
ধন্যবাদ দাদা এতো সুন্দর ভাবে মুভিটার রিভিউ কারার জন্য। ভালো থাকবেন।
যেহেতু আপনি মুভিটা দেখেছেন এবং আমার রিভিউ পোস্ট করেছেন তাই বলা যায় গল্পটা আপনার জানা, খুবই ভালো লাগলো মুভিটা আপনার কাছে ভাল লেগেছে এটা জানতে পেরে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটা মন্তব্য আমাকে উপহার দেয়ার জন্য।