বাংলাদেশের স্বাস্থ্য সঞ্চালক কেন্দ্র: মহাখালী, ঢাকা।

in Incredible India2 years ago

হ্যালো বন্ধুরা, এই কিছুদিন খুব ব্যস্ত ছিলাম, কারণ অফিসিয়াল প্রশিক্ষণ এ চার দিন ঢাকায় ছিলাম। যাইহোক ঢাকায় থাকার দরুন বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের সঞ্চালক হিসাবে পরিচিত মহাখালী সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। যেহেতু আমি স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে চাকরি করি তাই আমার জন্য মহাখালী খুব গুরুত্বপূর্ণ এলাকা।

মহাখালী যাবার আগে আমার প্রশিক্ষণ এর প্রতিষ্ঠানটা একটু ঘুরে দেখি।

IMG20230208085114.jpg

DeviceName
AndroidRealme GT Neo 2
LocationBangladesh
Shot by@anupam007

প্রতিষ্ঠানটির নাম "National Heart Foundation and Research Institute"

PXL_20230207_092805497.jpg

DeviceName
AndroidRealme GT Neo 2
LocationBangladesh
Shot by@anupam007

বাংলাদেশে হৃদরোগের সর্বোচ্চ চিকিৎসা এবং সাপোর্ট এখানে পাওয়া যায়। যেহেতু বাংলাদেশে হৃদরোগ অতিরিক্ত হারে বৃদ্ধি পেয়েছে তাই এখানে প্রতিদিন প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষ চিকিৎসা নিতে আসেন।
যাইহোক, আমার প্রশিক্ষনের কিছু মুহূর্ত দেখা যাক..

IMG20230208114442.jpg

DeviceName
AndroidRealme GT Neo 2
LocationBangladesh
Shot by@anupam007

PXL_20230208_054350507.jpg

DeviceName
AndroidRealme GT Neo 2
LocationBangladesh
Shot by@anupam007

IMG20230207114802.jpg

DeviceName
AndroidRealme GT Neo 2
LocationBangladesh
Shot by@anupam007

এবার বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের প্রাণ কেন্দ্র মহাখালীর দিকে যাওয়া যাক।

PXL_20230208_084758189.jpg

DeviceName
AndroidRealme GT Neo 2
LocationBangladesh
Shot by@anupam007

বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর: বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সকল জেলা, উপজেলা স্বাস্থ্য কেন্দ্র এখান থেকে নিয়ন্ত্রিত হয়। দুঃখের বিষয়, স্বাস্থ্য অধিদপ্তরের নামের সামনে ক্যাবলের জঞ্জালে নামটা প্রায় ঢেকে গেছে। দৃশ্যটা দেখে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের স্বাস্থ্যের প্রত্যেকটি দপ্তরের অভ্যন্তরীণ জঞ্জাল যা স্বাস্থ্য সেবাকে বিঘ্নিত করছে। এই জঞ্জাল পরিষ্কার করে সামনে এগিয়ে যাওয়া এবং সেবার মান বৃদ্ধি করা গুরুত্বপূর্ণ।

যাইহোক আর একটু সামনে এগিয়ে যাই

PXL_20230208_081237378.jpg

DeviceName
AndroidRealme GT Neo 2
LocationBangladesh
Shot by@anupam007

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান: বাংলাদেশের সাধারণ মানুষের শারীরিক স্বাস্থ্য এবং পুষ্টি সম্পর্কিত সকল সিদ্ধান্ত এখান থেকেই নেওয়া হয়।

আরেকটু সামনে গেলে দেখা যায়....

PXL_20230208_081337069.jpg

DeviceName
AndroidRealme GT Neo 2
LocationBangladesh
Shot by@anupam007

NIPSOM ( National Institute of prevention and Social Medicine): বিভিন্ন রোগের বিস্তার প্রতিরোধ সম্পর্কিত সমস্ত তথ্য এবং নির্দেশনা এখান থেকে দেয়া হয়।

এর পাশাপাশি অবস্থান করছে...

PXL_20230208_081450421.jpg

DeviceName
AndroidRealme GT Neo 2
LocationBangladesh
Shot by@anupam007

INSTITUTE OF PUBLIC HEALTH: এটাও বাংলাদেশের জনগণের স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।

এর পাশেই অবস্থিত...

PXL_20230208_081524325.jpg

DeviceName
AndroidRealme GT Neo 2
LocationBangladesh
Shot by@anupam007

ঔষধ প্রশাসন অধিদপ্তর: বাংলাদেশে প্রচলিত সমস্ত ঔষধের প্রয়োগবিধি, নিয়ন্ত্রণ এবং নীতিমালা এখান থেকে চূড়ান্ত করা হয়।

এখান থেকে কিছুক্ষণ সামনে হাঁটলে দেখতে পাওয়া যায়...

PXL_20230208_090230481.jpg

DeviceName
AndroidRealme GT Neo 2
LocationBangladesh
Shot by@anupam007

নার্সিং এন্ড মিডওয়াইফারি অধিদপ্তর : কিছুদিন আগে পর্যন্ত নার্সিং স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে ছিল।‌‌ বছর দুয়েক আগে এটি আলাদা অধিদপ্তর হিসেবে আত্মপ্রকাশ করে যার মূল অফিস এটি।

আরেকটু সামনে এগিয়ে দেখতে পেলাম...

PXL_20230208_090839712.jpg

DeviceName
AndroidRealme GT Neo 2
LocationBangladesh
Shot by@anupam007

সংক্রামক ব্যাধি হসপিটাল: সকল রকমের ছোঁয়াচে রোগের চিকিৎসা এবং নির্মূল প্রক্রিয়া এই প্রতিষ্ঠানে হয়ে থাকে।

এর পাশে অবস্থান করছে...

PXL_20230208_091003475.jpg

DeviceName
AndroidRealme GT Neo 2
LocationBangladesh
Shot by@anupam007

কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট: কমিউনিটি ক্লিনিক মাননীয় প্রধানমন্ত্রীর আইডিয়া থেকে সৃষ্ট একটি প্রতিষ্ঠান যার মূল অফিস এখানে অবস্থিত।

আর একটু সামনে এগিয়ে যে প্রতিষ্ঠানটি, সেখানে আমি এই চার দিন অবস্থান করেছিলাম.....

IMG20230207073048.jpg

DeviceName
AndroidRealme GT Neo 2
LocationBangladesh
Shot by@anupam007

প্রকৌশল ও প্রশিক্ষণ ভবন: এখানে বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রশিক্ষণ হয়, বিশেষ করে জুনিয়র মেকানিকদের প্রশিক্ষণ এখানে হয়। তবে এখানে থাকার ব্যবস্থা আছে। স্বাস্থ্য বিভাগের সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীরা প্রশিক্ষণ নিতে আসলে এখানে থাকার সুবিধা পায়। খুব কম খরচে এখানে থাকা ও খাওয়ার ব্যবস্থা হয় যা আমাদের মত প্রশিক্ষণপ্রার্থীদের জন্য অনেক উপকারী।

যাইহোক প্রশিক্ষণ শেষ করে বাড়ি চলে এসেছে, আপনাদের সাথে তথ্যগুলো শেয়ার করে খুব ভালো লাগলো, আশা করি আপনাদের ও ভালো লেগেছে।
আজ এখানেই শেষ করছি, আশা করি পরবর্তীতে ভালো ভালো টপিক নিয়ে হাজির হবো।
সবাইকে ধন্যবাদ।

Sort:  
Loading...
 2 years ago 

আসলেই কি সত্যিই এতগুলো মানুষ একসাথে ওখানে চিকিৎসার জন্য যায়। উনাদের চিকিৎসার ব্যবস্থা আপনার লেখাটি পড়ে, যা বুঝতে পারলাম অনেক ভালো। আর যেখানে চিকিৎসার ব্যবস্থা ভালো। সেখানেই মানুষ চিকিৎসার জন্য যায় এটাই স্বাভাবিক।

তার সাথে আপনি স্বাস্থ্য কমপ্লেক্সের অনেকগুলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। সেগুলো বেশ ভালো লাগলো।

খুবই ধন্যবাদ এত সুন্দর একটা লেখা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57159.76
ETH 2351.81
USDT 1.00
SBD 2.38