গ্রাম বাংলার বিয়ে নিয়ে কিছু কথা
বিসমিল্লাহির রাহমানির রাহিম
সকল বন্ধুরা প্রথমে আমার সবাই সালাম নিবেন,আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই গ্রাম বাংলার বিয়ের কিছু কথা।
আজ বিকেল বেলা তেমন একটা ভালো লাগছিল না
শুয়ে আছিলাম। বিকেলে বাহিরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে ঘরের চালে যদি টিপটিপ করে বৃষ্টি পড়ে তাহলে আমার অনেক ভালো লাগে ওই টিপটিপ শব্দটা।
আমাদের বাড়ির পাশে একটা বিয়ে ছিল বৃষ্টির কারণে সে জায়গায় যেতে চেয়েছিলাম না। তো কিছুক্ষণ পর দেখি হঠাৎ করে বৃষ্টিতে থেমে গেল। ঘরের সবাই গেল আমি আর থাকলাম না আমিও তাদের সাথে গেলাম। বৃষ্টির সিজনে যদি বিয়ে হয় তাহলে জানেন তো কি অবস্থা হয়।
তো শেষ পর্যন্ত আমরা বিয়ে বাড়িতে পৌঁছালাম সেখানে দেখি কত মানুষের বির। বির তো থাকবেই বিয়ে বাড়ি কথা বলে ছেলে বাড়ি থেকে বরযাত্রী আসলো। এই বিয়েটা কিন্তু বিকেলের দিকেই হচ্ছে বিকেল পাঁচ সময়, মেহমান আসার পর তাদের নাস্তা খেতে দিল আর ওদিকে তারা সবাই মিলে মেয়ে সাজাচ্ছে।
আর ওদিকে ছেলে মেয়েকে গোসল করতে যা যা লাগে সেগুলো সবাই সাজাচ্ছে। বিয়ে বাড়িতে কিছু না কিছু নিয়ে গুনসুটি লেগে থাকেই কিছুক্ষণ তাদের দুই পক্ষের ভিতরে রাগারাগি হয়েছিল।আর এদিকে আমার ছেলেটা নিজের নেমে হাঁটার জন্য অস্থির হয়ে গেছে আমি ওকে আমার কোলে থেকে নামিয়ে দিনা কারণ এত মানুষের ভিড়ে কি অবস্থায় না হবে।
তারপরে সব মোটামুটি গুজ হয়ে গেল ছেলে এবং মেয়েকে এবার গোসল করতে নামানোর জন্য সবাই রেডি হলো। নামানোর আগে সবাই মোটামুটি জামাই এবং বউয়ের কিছু ছবি তুলে নিল। অবশেষে এখন গোসল করাতে নামিয়ে নিল এরপর ওদের গোসল করালো সবাই মিলে। গোসল করানোর ভিতরে গ্রাম বাংলা যে গানগুলা আছে সবাই সে গুলো বলল।
তারপর গোসল শেষ করল গোসলের শেষ করে দুই রাকাত করে নামাজ পড়ানো। নামাজ শেষ করে জামাই কে এবং মেয়েকে দুধ পান করানো। এই রকম করে তাদের আরো অনেক নিয়ম পালন করল। এরপরে আমরা ওই বাড়িতে থেকে চলে এসেছি সবাই মিলে।তারপর ঘরে এসে আমি মাগরিবের নামাজ পড়লাম ।
বন্ধুরা আজ এ পর্যন্তই জানিনা আমার পোস্টটি আপনাদের ভালো লাগবে কিনা। আপনাদের ভালোলাগা না লাগা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার লেখা যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি। ""আল্লাহ হাফেজ ""
আমাদের গ্রাম বাংলার বিয়ে অনেক সুন্দর ভাবে হয়ে থাকে গ্রামের বিয়েতে গেলে অনেক আনন্দ উপভোগ করা যায় এবং অনেক নিয়ম মেনে চলতে হয় গ্রামের বিয়েতে, যাইহোক অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টে ফলো করে কমেন্ট করার জন্য
Saludos y bendiciones.
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
আপনাকে অনেক ধন্যবাদ
বিয়ে বাড়িতে সবার মন অনেক ভালো থাকে এবং সবাই অনেক খুশি থাকে। এ কারণ কি জানেন। বিয়ে বাড়িতে যারা বিবাহিত থাকেন তারা তাদের বিয়ের কথা ভাবেন। মনে মনে করেন যে আমাদেরও এক সময় এভাবে বিয়ে হয়েছিল। আর যারা বিয়ে বাড়িতে অবিবাহিত থাকেন । তারা চিন্তা করে যে আমাদেরও ঠিক এভাবেই একদিন বিয়ে হবে। 😄
হুম এটা ঠিকই বলেছেন।
আপনাকে অনেক ধন্যবাদ আমার পোস্টটি পরে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। থ্যাঙ্ক ইউ
অসাধারণ লাগলো আপনার পোস্ট টা পরে, আজকাল এর যুগে এমন সাধারন ভাবছল বিয়ে দেখা যায় না বললেই চলে, কিন্তু আপনার এইখানে খুব সামাজিকতা, ধর্ম, ও সৌন্দর্য নিয়ে খুব সুন্দর ভাবে আনুষ্ঠানিকতা পালন করা দেখে সত্যি অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইলো।
বিয়ে মানে আনন্দ, বিয়ে মানে উল্লাস, বিয়ে মানে স্মৃতি আমাদের গ্রাম বাংলায় বিয়েতে গোসল করানোর সময় অনেকে গিত বলে তখনই বিয়ে বাড়ির আনন্দ তা দ্বিগুণ হয়ে যায়।
পাশের বাসায় বিয়ে কিন্তু আপনি বাড়িতে থাকতে পারেননি, কারণ বিয়ে মানে আনন্দ। সেজন্য আপনি আনন্দ দেখার জন্য উপভোগ করার জন্য ভাগাভাগি করার জন্য গিয়েছে। গ্রাম অঞ্চলে বিয়ে হলে এরকমটাই হয় পাশের বাড়ির যত মানুষ আছে। সবাই আসে অনেক আনন্দ করে অনেক ভালো লাগে এই মুহূর্তগুলো।
আপনাকে ধন্যবাদ জানাই গ্রামাঞ্চলের বিয়ের সম্পর্কে এত সুন্দর ভাবে আলোচনা করার জন্য।
এখনকার যুগে এরকম আর বিয়ে দেখা যায় না। কিন্তু যেনে ভালো লাগলো যে আপনাদের ওইখানে গ্রাম বাংলার মতোই বিয়ে হয়েছে।আর বিয়েতে অনেক উপকরণ ব্যবহার করা হয়েছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।
বিয়ে নিয়ে আপনার লেখা পড়তে পড়তেই বর কনের একসাথে গোসলের ছবিটা চোখে পরলো।এমনটা আজকাল দেখাই যায় না বলতে গেলে।এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
আপু আমার পোস্টটা পড়ার জন্য আপনাকে অনেক থ্যাঙ্ক ইউ
গ্রাম বাংলার বিয়ে মানে অনেক আনন্দ ৷ একটি বিয়ে বাড়িতে অনেক মেহমান আসে সবাই মিলে বিয়েতে অনেক নাচগান করে থাকি আমরা ৷ তারপর খাওয়া দাওয়ার আয়োজন করা হয়ে থাকে ৷ বিয়ের গেট মন্ডপ বেশ সুন্দর করে সাজিয়ে থাকি আমরা ৷ সব মিলে দেখা যায় আমরা অনেক আনন্দ করি বিয়ে বাড়িতে ৷
ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷