Better Life With Steem || The Diary game || 20/4/2024

in Incredible India2 months ago
GridArt_20240420_221039980.jpg

আজকে সকালে ছেলে ঘুম থেকে উঠেছে কান্না করতে করতে এবং সারাদিনটা ওর কান্নাতেই গেল। অনেকদিন ধরে এতটা গরম পড়ছে যে না সহ্য করার মতন। সকালবেলা থালা-বাসন গুলো ধুইলাম এরপর ঘরটা ঝাড়ু দিয়ে কিছুটা সময় আবার বিশ্রাম নিলাম এরপর শরীল থেকে ঝরঝর করে ঘাম পরছে।

IMG_20240420_193648.jpg

ফ্যানের নিচে বসে কিছুটা সময় বিশ্রাম নিলাম এবং এর ফাঁকে এক প্যাকেট এনার্জি বিস্কুট খেলাম কারণ,সকালে ঘুম থেকে উঠে সকালে কাজে লেগে পড়েছি কিছুই খাওয়া হয়নি। তাই এক প্যাকেট বিস্কুট খেয়ে তারপর সকালে নাস্তার জন্য লাচ্ছি সেমাই রান্না করি, তারপর সকালে লাচ্ছি সেমাই দিয়ে নাস্তা করি।

খাওয়া-দাওয়া শেষ করে প্রিজ বাটি গুলো ধুয়ে রেখে তারপর তরকারি আলার কাছ থেকে তরকারি রাখি। আজকে শুধু তরকারির ভিতরে ঢেঁড়স আর ধনে পাতা রেখেছি আর কিছুই রাখিনি। তারপর দুপুরে রান্না করার জন্য আমি সবকিছু গুছিয়ে নিয়ে রান্না করা শুরু করে দি।।

IMG_20240420_182717.jpg

রান্না করার সময় ভীষণ ক্লান্ত লাগছিল এবং অনেক পানির পিপাসাও লাগছিল তাই তরমুজ খেয়ে ক্লান্তি ও পানির পিপাসা দূর করি। তরমুজ খেতে খেতে রান্না করাও শেষ করি। এরপর গোসল করে নামাজ আদায় করি।। আজ আমি ছেলেকে গোসল কড়াইনি, ওর বোন ওকে গোসল করিয়ে এবং জামা-কাপড় পড়িয়ে একদম সাহেবের মতো করে দিলো।

IMG_20240420_154248.jpg

নামাজ শেষ করে আমি ছেলেকে দুপুরের ভাত খাওয়া দাওয়া করাই এরপর আমরাও মা মেয়ে খেলাম। খেয়ে শুইলাম এবং চোখের কেবল ঘুমটা লেগে আসলো। এর মাঝেই সাহেব চলে এসে পড়লো তারপর শুয়া থেকে উঠে যাই আর তার জন্য ভাত বেড়ে আনি। এরপর সেও খাওয়া দাওয়া করে আজ অনেকটা সময় রেস্ট নিলো এবং ঘুমিয়ে পড়ল।

সাহেব ঘুমিয়ে গেল আমি আর ঘুমাইনি শুয়ে মোবাইল ব্যবহার করছিলাম। এরপর আসরের আজান দেওয়ার পর ওযু করে নামাজ পড়ি, নামাজ পড়ে বাইরে শুকনো কাপড়-চোপড় গুলো এনে গুছিয়ে রেখে তারপর ঘরটা সুন্দর করে ঝাড়ু দি।। এরপর সাহেব ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে বেরিয়ে পড়ে সে যাওয়ার পাঁচ মিনিট পরেই মাগরিবের আজান দিল।

IMG_20240420_193559.jpg

মাগরিবের আজান দেওয়ার পর আমি অজু করে নামাজ পড়ি, নামাজ শেষ করে বসেছি এরমধ্যে ছেলে মেয়ে বলে আম্মু কাপ আইসক্রিম খাবো তারপর আমি ওদের দুই ভাই বোনের জন্য দুইটা আইসক্রিম এনে দি।।সন্ধ্যার সময় ওরা দুই ভাই বোনে আইসক্রিম খেলো আর আমি আলু দিয়ে মুড়ি মেখে খাই।

আমি মুড়ি মাখা খেয়ে আমার বোনের সাথে কিছুক্ষণ কথা বলে পোস্ট লেখা শুরু করি। আজকে পোস্ট লেখতে প্রায় অনেকটা সময় লেগেছে,,এরপর এশার আজান দেওয়ার পর নামাজ পড়ে ছেলেকে রাতের খাবার খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দি। আমিও আর রাতের খাবার খেতে তেমন একটা লেট করিনি ছেলেকে খাওয়া দাওয়া করিয়ে আমরাও সঙ্গে সঙ্গে খেলাম। খেয়ে বিছানা রেডি করে শুয়ে পড়ি এবং শুয়ে কিছুক্ষণ মোবাইল ব্যবহার করে ঘুমিয়ে পড়ি।। বন্ধুরা আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ।

আশা করছি আমার পোস্টটি ধৈর্য সহকারে সবাই পড়বেন আর পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ
Sort:  
Loading...
 2 months ago 

বর্তমানে এত বেশি গরম যা বলার মত নয়। আর এরকম গরমে কাজ করতেও ভালো লাগেনা। এই গরমের মাঝে তরমুজ খুব ঠান্ডা জাতীয় ফল। গরমের সময় আইসক্রিম খেতে অনেক ভালো লাগে।

সারাদিনের কার্যক্রম গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

আপনি সকাল বেলা উঠেই ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছিলেন। তনে যে বিশ্রী রকমের গরম পরেছে এর মাঝে কাজ করাটা আসলেই খুব কষ্টকর।।
আজকে আপনার লাচ্ছা সেমাই যে নাস্তা করেছেন।
এরপর নিচে গিয়ে ঢেঁড়স ও ধনেপাতা পাত নিয়ে আসেন আর তরমুজ খেতে খেতে রান্না শেষ
করেন। এত গরমে অবশ্য তরমুজ খেতে ভালোই লাগে।
ছেলে মেয়েদের জন্য আইসক্রিমও নিয়ে এসেছেন। তরমুজ আর আইসক্রিম দুটোই গরমের জন্য বেস্ট খাবার।
ভালো লাগলো আপনার দিনলিপি পড়ে। এত সুন্দর করে আপনার দিনলিপি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ভালো থাকবেন সব সময় শুভকামনা রইল আপনার জন্য

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.030
BTC 66965.80
ETH 3465.03
USDT 1.00
SBD 3.20