Better Life With Steem || The Diary game || 19/1/2024

in Incredible India2 years ago

হ্যালো স্টিমেট বন্ধুরা

GridArt_20240119_221142771.jpg

আশা করি আল্লাহর রহমতে সকল বন্ধুরা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সারা দিনের সকল কার্যক্রম দিনলিপি গুলো।

সকালবেলা

IMG_20240119_183218.jpg

আল্লাহর নাম স্মরণ করে ঘুম থেকে সকাল ছয়টার সময় উঠি এবং অজু করে ফজরের নামাজ আদায় করি। নামাজ কালাম পরে আর শুয়ে থাকিনি কারণ আজকে একটু গরম গরম লাগছিল তো কম্বলের ভিতর ঢুকিনি। মা সকালবেলা ডিম ভাজি এবং চিনি পরোটা বানাইছিল ওগুলো দিয়ে সকালে নাস্তা করি।

IMG_20240119_183339.jpg

ভাবছিলাম আজকে একটু বাজারে যাবো কিছু কেনার জন্য আর সেই কেনাকাটা হলো। আমার ছেলের জন্য পাঙ্গাস মাছ এবং ছোট ভাইয়ের জন্য একটা শীতের টুপি। এই শীতের সৃজন ওকে একটি টুপি কিনে দেওয়া হয়েছে এখন ওটা ওর কাছে পূরণ হয়ে গেছে বলছে আরেকটা টুপি কিননে।যেহেতু আজকে শুক্রবার ছিল তেমন একটা দোকানপাট খোলা থাকবে না কিন্তু কিছু করার নেই আজকে বিকেলেই আমার ভাই মাদ্রাসায় যাবে তার জন্য।

IMG_20240119_183136.jpg

বাজারে উঠে প্রথম গিয়েছি মাছের কাছে কিন্তু দুঃখের বিষয় আজকে পাঙ্গাস মাছ পেলাম না অন্যান্য মাছ উঠেছে। মাছ না পেয়ে মনটা ভীষণ খারাপ লাগলো কারণ কালকে আমার ছেলে মাছ খাবে বলে অনেক কান্না করছিল। বাসায় দুই পদের মাছ আছে সেগুলো হল কাঁটাযুক্ত মাছ। বেশি কাটা মাছগুলো আমি ভয়ে খাওয়াইনি কারণ গলায় লেগে যেতে পারে। পাঙ্গাস মাছটা অনেকটাই মাংসের মতোন ভিতরে শুধু একটা কাটা তার জন্য মাছটা খাওয়াতে কোন ভয় লাগে না এবং তৃপ্তি করে খেতেও পারে। অনেকে আছে পাঙ্গাস মাছটা পছন্দ করে না কিন্তু আমি হেব্বি পছন্দ করি। এবং আমার হাজবেন্ড ও মেয়ের তাদের জাতীয় মাছ হলো পাঙ্গাস।

IMG_20240119_183305.jpg

মাছ না পেয়ে তারপর গেলাম শীতের টুপি কেনার দোকানে অনেক খুন বেচে তারপর একটা ভাইয়ের মন মতন টুপি পেলাম। আজকে শুক্রবার ছিল তার জন্য দোকানপাট বেশি একটা খুলেনি বেশি একটাই বন্ধ ছিল। তারপর টুপি নিয়ে ওই দোকান থেকে এসে পড়েছি।

IMG_20240119_183102.jpg

তারপর ভাইকে জিজ্ঞেস করি কিছু খাবে কিনা সে মাথা নাড়ানো কিছুই খাবে না বলে। ও কিছু না বলাতে আমি ওকে একটা হোটেলে নিয়ে গেলাম। তারপর বললাম ডাল পরোটা খাবে বললো হ্যা ওগুলোই খাইয়ে দিলাম। ও হ্যা আরেকটা কথা তো আপনাদের সাথে বলতে ভুলে গিয়েছিলাম আজ কিন্তু একটা ছোট করে পিকনিকের মত আয়োজন করেছি। বাজার থেকে আমার যেতে দেরি হয়েছে তার জন্য আমার বোন ফোন দিল আর বলে আপু আসতে কত দেরি হবে। ও ফোন দেওয়ার পর আমি তাড়াহুড়ো করে গাড়ি স্টেশনে আসলাম তখন বাজে সাড়ে এগারোটা। গাড়ি স্টেশনে গাড়ি পেলাম না প্রায় ১৫ মিনিটের মতন দাঁড়িয়ে আছিলাম তার অনেকক্ষণ পর একটা অটো পেলাম সেটা চড়ে আসলাম।

দুপুর +বিকেল

IMG_20240119_182654.jpg
IMG_20240119_183550.jpg

পিকনিকের খাবারের আইটেম ছিল তেমন একটা বেশি কিছু না। খিচুড়ি ভাত আর হলো ডিম ভুনা তেমন কোন মানুষ ছিল না যেমন আমার ছেলে মেয়ে আমার ছোট ভাই এবং বাড়ির বাচ্চারা মিলে এরকম করে আট জন খেয়েছে। তবে খিচুড়ি ভাত রান্নাটা বেশ ভালোই লাগছিল। এরপর খাওয়া দাওয়া তিনটার ভিতরে শেষ হয়ে গেল ছোটদের খাওয়ার আনন্দ দেখে খুব ভালো লাগলো। খাওয়া-দাওয়া শেষ করলে এবং আমার ভাইয়ের মাদ্রাসায় যাওয়ার ও সময় হয়ে গেলে। আজকে তো আমার ছেলে ওর মামাকে পেয়ে বিকেলবেলা ঘুমাইনি ওর মামার পিছে সারাক্ষণই আছিল। বিকেল বেলার ভাইকে এগিয়ে দিয়ে আসি তারপর একটা গাড়িতে করে চলে যায় মাদ্রাসাতে। ওকে এগিয়ে দিয়ে আসরের নামাজটা পড়ে নিলাম।আজ ছেলে তো ওর মতন দুজন খেলার সঙ্গি পেয়ে সে তো আজকে খেলায় মন দিল ঘুমলোনা।

সন্ধ্যা +রাত

IMG_20240119_194652.jpg

মাগরিবের আজান দেওয়ার পর অজু করে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে উঠে এক কাপ চা খেলাম। সন্ধ্যেবেলা আমার ছেলে - মেয়ে ওরা দুই ভাই বোন মিলে কবিতার ছলে দুষ্টুমি করে সেগুলো দেখে আমি পোস্ট লিখতে বসি । আজকে পোস্ট লেখাটা তাড়াতাড়ি শেষ করেছি কারণ ছেলে বিকেলবেলা ঘুমাইনি সন্ধ্যা বেলা ঘুমিয়ে পড়বে তার জন্য তাড়াতাড়ি করে আমার কাজটা শেষ করে তারপর ওকে রাতের খাবার খাইয়ে দি। আজকে কি খেয়াল করেছেন কাল রাত থেকেই তেমন একটা শীত লাগে নি অনেক গরম লাগছিল। আমি তো কোন সোয়েটার পড়িনি। যাইহোক এশার নামাজ পড়ে নিলাম তারপর রাতের খাবার সবাই খেলাম। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসে কথা বললাম এবং যার যার মতন তারা ঘুমাতে গেলাম।

আমার পোস্টটি ধৈর্য সহকারে পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
Sort:  
Loading...
 2 years ago 

আপনি সকালে উঠে আপনার নামাজ আদায় করে নিয়েছেন । আপনার মা সকালে আপনাদের জন্য ডিম ও চিনি পরোটা বানিয়েছেন। তা দিয়ে আপনারা সকলে নাস্তা করেছেন

আপনার ছোট ছেলের জন্য পাঙ্গাস মাছ এবং ছোট ভাইয়ের জন্য টুপি কেনার জন্য আপনি মার্কেটে গিয়েছিলেন। সেখানেগিযে ডাল পরোটা খেয়েছেন। কাজ শেষে অটোতো করে বাসায় চলে এসেছেন ।
আপনারা বাড়িতে এসে আট জন মিলে পিকনিক করেছেন। আসলে পিকনিকে খাবার বেশি না হলেও এই যে আনন্দের এই মুহূর্তগুলো খুব ভালো লাগে। আর শীতের দিনে গ্রাম অঞ্চলে এমনকি শহরেও পিকনিকের আয়োজন করা হয়। আপনার দিনলিপি পড়ে খুবই ভালো লাগলো ।

 2 years ago 

আসলে এটা পিকনিক না বলতে পারেন এটা হল ছোটদের আনন্দটুকু ধরে রাখার জন্যই আয়োজনটা করেছি। থ্যাংক ইউ কমেন্ট এর মাধ্যমে আপনার মূল্যবান একটি মতামত জানিয়ে দিলেন।

 2 years ago 

আপনি একদম ঠিক কাজ করেছেন, ছোট বাচ্চাদের কাটা যুক্ত মাছ খুব সাবধানে খাওয়ানো উচিত।বাজারে মাছ আর টুপি কিনতে গিয়ে, মাছ পাননি তারপর টুপি কিনেছেন।তারপর ভাইকে নিয়ে ডাল পরোটা খেয়েছেন।। খুব সুন্দর ভাবে আপনি আপনার দিনলিপি তুলে ধরেছেন।

 2 years ago 

আমি সব সময় আমার ছেলে প্রতি অনেক সতর্ক হয়ে চলি। কারণ ও ছোট মানুষ না বুঝে অনেক কিছু করতেই পারে। বাজারের পাঙ্গাস মাছ না পেয়ে অনেক কষ্ট নিয়ে বাড়িতে এসেছি তো মনে মনে এটা বুঝছিলাম যে শনিবার আমাদের এখানে হাটের দিন তো শনিবার কিনে নিবো। ভাইকে একটা টুপি কিনে দিয়ে এবং ডাল পরোটা খেয়ে চলে এসেছি ।
থ্যাঙ্ক ইউ আমার পোস্টটি পড়ে আপনার খুব সুন্দর একটি মতামত জানিয়ে দিলেন ।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ

 2 years ago 

ছোট ভাইকে নিয়ে বাজারে গিয়েছেন। আসলে ছোট মানুষ যখন আমরা কিছু জিজ্ঞেস করে খাবে কিনা। হয়তোবা লজ্জায় বলতে পারে না। তার পরেও আপনি আপনার ভাইকে নিয়ে হোটেলে নাস্তা খাইয়েছেন।

দুপুরবেলায় আপনারা বাড়ির সবাই মিলে পিকনিক করেছেন। ছোট বাচ্চাদেরকে নিয়ে পিকনিক করতে বেশ ভালই লাগে। ধন্যবাদ আপনাকে আপনার একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 2 years ago 

তবে আপু এটা ঠিক বলেছেন আমার ভাই অনেক লাজুক। যদি বলি তোমার কিছু লাগবে কিনা বা খেতে কি কি দরকার হয় ওগুলো মুখ থেকে কখনো বের করে না আমরা নিজে থেকে যেটাই দেই সেটাই নিয়ে নেয়।
দুপুরবেলা বাড়ির সকল বাচ্চাদের নিয়ে পিকনিক খেয়েছি খুব ভালো লাগলো ওদের আনন্দ দেখে।
থ্যাংক ইউ আপু আমার পোস্টটি পড়ে খুব সুন্দর একটি কমেন্ট করলেন।

 2 years ago 

এই শীতের অন্যতম আকর্ষণ পিকনিক। আপনাদের পিকনিক দেখে ভালো লাগলো। ডিম খিচুড়ি ঠান্ডার সময় অনেক মজার লাগে তবে সাথে আচার থাকলে বেশি ভালো হতো।

 2 years ago 

ঠিক বলেছেন খিচুড়ির সাথে আচারটাই খুব মানায় এবং আচার দিয়ে খিচুড়ি খেতে খুব স্বাদ লাগে। তবে দুঃখের বিষয় আচার আছিলো না শেষ হয়ে গিয়েছে তার জন্য ডিম ভুনা করে খেয়ে নিলাম। থ্যাঙ্ক ইউ

 2 years ago 

খুব সুন্দর একটি দিন কেটেছে আপনার আপনার ছেলের মত আমিও পাঙ্গাস মাছ বেশ পছন্দ করে তবে সেটা হতে হলে আমাদের পুকুরের। এটা কাটাবিহীন একটা মাছ খেতে ও বেশ সুস্বাদ। ভাইকে নিয়ে বাজারে গিয়েছিলাম এবং ভাই কিছু খাবে না বললে আপনি হোটেলে নিয়ে গেলেন। এই জায়গাটাতে এসে আমার ছোট ভাইয়ের কথা মনে পড়ে গেল।
এরপরে বাড়ি ফিরে এলেন এবং ছোট্ট একটা পিকনিকের আয়োজন করছিলেন এবং খুব সুন্দরভাবে এটা সম্পূর্ণ করেছেন। ধন্যবাদ খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

সকাল ছয়টায় উঠে নামাজ পরে নিয়েছেন ।পর বড্ডা চিনি পরাতা ও ডিম ভাজি দিয়ে নাস্তা করে নেনএর হাল্কা তেল দিয়ে এরপর বাজারে গিয়েছিলেন কোন কজে। নিজের ছেলের জন্য পাঙ্গাস আর গেন্জি কিনতে।
ভালো লাগলো আপনার লেখা পড়ে। শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাজারে গিয়েছেন। বাজারে কি আপনার ছেলের জন্য পাঙ্গাস মাছ এবং আপনার ছোট ভাইয়ের জন্য টুপি কিনেছেন। ছোট বাচ্চারা সবাই পাঙ্গাস মাছটাকে অনেক পছন্দ করে কারণ কাটা থাকে না এজন্যই। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি কার্যলিপি উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আসলে আমি যেটা মনে করি ছোট বাচ্চাদের জন্য পাঙ্গাস মাছটা অনেক ভালো। কারণ পাঙ্গাস মাছে কাটা কম থাকে এবং বাচ্চাদের খাওয়াতে গেলে কোন কাটার ভয় থাকে না। আর মাছটা একদম মাংসের মতোন।
থ্যাঙ্ক ইউ খুব সুন্দর একটি কমেন্ট করলে।

 2 years ago 

আজ বাজারে গিয়েছিলাম কিছু কেনাকাটার জন্য আর হ্যাঁ পাঙ্গাস মাছ আমার অনেক পছন্দ কিন্তু বাসায় বাবা-মার তেমন পছন্দ না।। আপনি বাজার পাঙ্গাস মাছ পাননি তাই একটু মন খারাপ ছিল কিন্তু কি করার।। আর বাসায় সবাই মিলে ছোট একটি পিকনিকের আয়োজন করেছেন এটা আমরা মাঝে মাঝে করি অনেক মজা লাগে।।

 2 years ago 

সত্যি বড় আশা নিয়ে বাজারে গিয়েছিলাম যে ছেলের জন্য পাঙ্গাস মাছ কিনবো তবে সেই আশা পূর্ণ হয়নি সব মাছ উঠেছে কিন্তু পাঙ্গাস মাছ ওঠেনি। নিরুপায় মাছের বাজার থেকে চলে আসলাম এবং এদিকে কিছু কেনাকাটা করলাম। আর পিকনিকটা আমাদের বাড়ির ছোটরা এবং আমাদের ঘরে ছেলে মেয়ে ছোটরা মিলে আয়োজন করেছে এবং আয়োজনটা খুব ভালোই হয়েছে।
থ্যাঙ্ক ইউ আমার পোস্টটি পড়ে আপনার খুব সুন্দর একটা মতামত জানিয়ে দিলেন।

 2 years ago 

আর একদিন যেয়ে ছেলের জন্য পাঙ্গাস মাছ নিয়ে আসবেন।। আমিও বাজারে গেলে পাঙ্গাস মাছ নিয়ে আসব আমার অনেক প্রিয়।।।

আজকে আপনি সকাল বেলা বাজারে গিয়েছিলেন বাজার করার জন্য কিন্তু দুঃখের বিষয় হলো আপনি যে মাছ টা কেনার জন্য গিয়েছিলেন সেটা বাজারে উঠে নি।আর শীতের একটি টুপি কেনার জন্য গিয়েছিলেন। আর আপনাদের পিকনিকের আইটেম গুলো রান্না অনেক ভালো হয়েছে দেখে বোঝা যায়।আমাদের সাথে এতো সুন্দর একটি দিনের কার্যক্রম গুলো ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 111147.03
ETH 4319.04
SBD 0.84