Better Life With Steem || The Diary game || 17/1/2024

in Incredible India2 years ago

হ্যালো স্টিমেট বন্ধুরা

আশা করি আল্লাহর রহমতে সকল বন্ধুরা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সারা দিনের সকল কার্যক্রম দিনলিপি গুলো।

GridArt_20240117_234414426.jpg
সকালবেলা
IMG_20240117_193806.jpg
IMG_20240117_193830.jpg

ভোর সকালে ফজরের আজান শুনে ঘুম ভাঙলো। অজু করে ফ্রেশ হয়ে ফজরের নামাজ পড়ে নিলাম। নামাজ পড়াবার কিছুক্ষণ মুহূর্তের জন্য আবার ঘুম পড়ে গেলাম। যখন ঘুম থেকে উঠেছি তখন সকাল সাড়ে আটটা বেজে গেল। তাও আমি নিজে ঘুম থেকে ওঠেনি মা ডাক দিয়েছে তা ডাক শুনে উঠেছি। মা বললো আজকে তো তোমার বাজারে যাওয়ার কথা ছিল তারপর আমি উঠে বসলাম এবং তাড়াতাড়ি করে রওনা দিলাম। ছেলের কেক থেকে এক পিস কেক খেলেম তাড়াতাড়ি করে কারণ আমার সঙ্গে যে যাবে সেই রেডি হয়ে এসেছে। তারপর বাসা থেকে নয়টার সময় বের হয়েছি। মেইন রাস্তায় উঠলাম সঙ্গে সঙ্গে গাড়ি পেয়ে গেলাম।

IMG_20240117_102859.jpg
IMG_20240117_105323.jpg

বাজারে কিছু প্রয়োজনীয় কাজ ছিল সেইটুকু করে সকাল সাড়ে দশটার ভিতরে এসে পড়েছি। ছেলের জন্য চিপস এনেছি এবং আমাদের জন্য কতগুলো সিঙ্গারা এনেছি। এই পূফস চিপস আমি খুব পছন্দ করি আর ছেলের জন্য চিপস কিনলে এই পূফস চিপসটাই কেনা পরে সবসময়।

দুপুর +বিকেল
IMG_20240117_132516.jpg

মা রান্না জন্য সব কিছু গুছিয়ে নিলো তারপর আমি কোটা বাচাগুলো সব কিছু করে দিলাম তারপর মা রান্না করতে বসলো। উঠোনে রোদ থাকতে ছেলেকে তাড়াতাড়ি করে গোসল করে দিলাম এবং রোদে দাড় করালাম। ওর সর্দি জ্বরের জন্য দুই তিন দিন ধরে গোসল করানো হয় না শুধু হাত মুখ ধুয়ে দেওয়া হয়। তাই আজকে তাড়াতাড়ি গোসল করিয়ে দিলাম। এবং আমিও গোসলটা তাড়াতাড়ি করে সেরে নিলাম। মার রান্না হয়ে গেল এবং সে গোসল করতে রওনা দিল। এইরি মাঝে আব্বু এসে পড়ল এবং চার কেজি মাছ নিয়ে আসলো তারপর মা আর গোসল করতে গেলে না কারণ ওই মাছ গুলো কেটে কুটে ধুয়ে ফ্রিজে রাখতে হবে।

IMG_20240117_182115.jpg

আমি যেহেতু আগে গোসল করে এসেছি এবং জোহরের নামাজটা পড়ে নিলাম। তারপর ছেলেকে দুপুরে খাবার খাইয়ে দিলাম এবং আমিও তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। মার আজকে দুপুরে খাবার খেতে লেট হলো একলা একলা সব মাছগুলো কুটেছে। আমি মাছগুলো কাটতে বসতে পারিনি কারন ছেলেকে ভাত খেয়ে দেওয়ার পর সে ঘুমের জন্য তারা দিচ্ছিল। ছেলে ঘুম পড়লে ওর পাশে শুয়ে থাকলাম এবং কিছু বন্ধুদের পোস্টে কমেন্ট করলাম। কিছুক্ষণ পরে আসরের আযান দিয়ে দিল তারপর আসরের নামাজ পড়ে আসি। ছেলে ঘুম থেকে উঠে যায় এবং আজকে উঠে কান্নাকাটি করেনি আমাকে পেয়ে তারপর ওকে নিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম।

সন্ধ্যা+ রাত
IMG_20240117_193747.jpg

আযান দেওয়ার পর মাগরিবের নামাজটা পড়ে নিলাম কিছুক্ষণ বসে থাকলাম। তারপর ছোট বোনকে বললাম মুড়ি চানাচুর মেখে আনতে তারপর সন্ধ্যা বেলা সবাই মুড়ি - চানাচুর মাখা খেয়ে নিলাম। আমি আমার কাছে গেলাম এবং পোস্ট লিখতে বসলাম।পোস্ট লেখা শেষ হয়ে যাওয়ার পর এশা নামাজ পড়ে নিলাম তারপর ছেলেকে ভাত খাইয়ে দিলাম। আজকের পোস্ট লেখা এবং ছেলেকে খাওয়া দাওয়া করাটা তাড়াতাড়ি করেছি কারণ আজ আমাদের বাংলাদেশের রাত নটায় হ্যাং আউটের অনুষ্ঠান হবে আছে তার জন্য সবকিছু তাড়াতাড়ি করেছি। এবং আমিও রাতের খাওয়া-দাওয়া করে প্রস্তুতি নিলাম হ্যাংআউটের অনুষ্ঠানের জন্য। আজকে সারা দিনের কাটানো মুহূর্তগুলো এখানে শেষ করছি।

আমার পরিচিত ধৈর্য সহকারে পড়া যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন ভালো থাকুন (আল্লাহ হাফেজ)
Sort:  
Loading...
 2 years ago 

পবিত্র আযানের ধ্বনি শুনি আপনার ঘুম ভেঙে গেল এবং আপনার মা আজকে আপনাকে বাজারে যাওয়ার জন্য বললেন। তাই খুব তাড়াহুড়া করে এক পিস কেক খেয়ে বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন ।
সকাল সাড়ে দশটার ভিতরে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাড়িতে চলে আসলেন। আপনার আম্মুর রান্না করার শেষে গোসল করার জন্য রওনা হয়েছিলেন তখন আপনার আব্বু ৪ কেজি ইলিশ মাছ নিয়ে আসলেন ।তাই আম্মু গোসল না করে সেই মাছগুলো কাটার জন্য বসে গেলেন। আসলে গোসল করার পরে মাছ কাটতে আর ভালো লাগেনা এবং সন্ধ্যা আযানের পরে ছোট বোনকে দিয়ে চানাচুরমুরি মাখালেন তা সবাই মিলে খুব আনন্দের সাথে আপনারা দিনটি পার করলে ।সেটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ।

 2 years ago 

আসলে দিদি ঠিক বলেছেন আমার কাছে গোসল করার পর মাছ কাটা বা কোন কাদামাটি কাজ করা আমার কাছে একটু ভালো লাগে না। তাই মাকে বললাম তুমি গোসল করার আগে মাছগুলো কেটে নাও তাহলে খুব ভালো হবে। আর হ্যাঁ তবে এটাও ঠিক আমার ছোট বোন চানাচুর মুড়ি মেযখে এনেছে সবাই মিলে আনন্দ সহকারে খেলাম।
অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটিতে খুব সুন্দর একটি কমেন্ট করলেন।

 2 years ago 

সকালবেলা ঠান্ডার সময় ঘুম থেকে উঠতে অনেক বেশি দেরি হয়ে যায়। আজকে আপনার ক্ষেত্রেও সেটাই হয়েছে। আপনার মা রান্না বান্না করা শেষ করা মাত্রই আপনার বাবা মাছ কিনে নিয়ে এসেছে। আমাদের এখানে এই ঝাটকা মাছগুলো এখন দেখা যায় না বললেই চলে। আপনি মাছ কাটতে বসতে পারেননি কারণ আপনার ছেলেকে খাওয়াতে বসিয়েছেন।

ছোট বাচ্চাদেরকে খাওয়াতে বসালে অনেক বেশি সময় লাগে, এটা আমিও জানি ধৈর্য সহকারে তাদেরকে খাওয়াতে হয়। তাকে খাইয়া আবার ঘুম পাড়িয়ে দিয়েছেন। সন্ধ্যায় আপনার বোনকে বলেছেন চানাচুর মাখিয়ে আনার জন্য। সবাই মিলে মজা করে খেয়েছেন। ধন্যবাদ আপনাকে আপনার একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 2 years ago 

ধন্যবাদ আপনার দিনালিপি শেয়ার করার জন্য।ভোর বেলা ঠান্ডা পানি দিয়ে নামাজ পড়াটা শক্ত ঈমানের পরিচয় বহন করে। অত:পর নামাজ পড়ে ছেলের কেক খেয়ে নিলেন। বাজার থেকে সিংগাড়া কিনলেন। এদিকে বাসায় রান্নার কাজে হেল্প করলেন। বাবারা এমনই হয়, মাঝে মাঝেই বলা নাই কওয়া নাই এই গাদা মাছ নিয়ে চলে আসে। আর মায়েরা সব কাজ লক্ষী মেয়ের মত করে।

 2 years ago 

আপনাদের ওখানে কি সুন্দর সকালবেলায় সিঙ্গারা পাওয়া যায়। আমাদের এখানে আবার সন্ধ্যার আগে পাওয়া যায় না। ছেলেও খাবে আর আপনিও খাবেন, ছেলের বাবাকে আর দিতে হবে না। আব্বু কি এতগুলো ইলিশ মাছ নিয়ে এসেছেন?

 2 years ago 

ভোরবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে আপনি আবার শুয়ে পড়লেন। অথবা ৯ টার দিকে একটা কাজে গেলেন। চিজ পাফ চিপস আমিও খুব পছন্দ করি। আপনার বাবা ৪ কেজি মাছ নিয়ে আসলেন এবং আপনার মা সে মাছগুলো কাটলেন। আপনি বাচ্চার জন্য সময় দিতে পারলেন না। সন্ধ্যার দিকে মুড়ি মাখা খেলেন এরপর হ্যাংআউটে জয়েন করলেন রাতে। সব মিলিয়ে আপনি বেশ ব্যস্ত দিন পার করেছেন।

 2 years ago 

এই চিজ চিপসটা আমিও অনেক পছন্দ করি। আমি যদি কোন চিপস খাই তাহলে এই চিপসটাই বেশিরভাগ খেয়ে থাকি। ঠিকই বলেছেন আমার ছেলের জন্য আমি মাকে কাজে সাহায্য করতে পারেনি। ধরেন আমি যদি মাকে সাহায্য করতাম তাহলে আমি আর মাছ কাটতে পারতাম না ছেলে মাছ হাতে লাগাতো এবং দৌড়োদৌড়ি করতো এবং অনেক ঝামেলা হতো। তারপর মা বলে তার চেয়ে বরং তুমি ওকে ভাত খাইয়ে দাও আমার সাথে মাছ কাটতে হবে না।
থ্যাঙ্ক ইউ আমার পোস্টটি সম্পূর্ণ ধৈর্য সহকার পরে খুব সুন্দর একটি কমেন্ট করলেন।

 2 years ago 

খুব সকালে ঘুম থেকে উঠলেন নামাজ আদায় করলেন এবং, আবার শুয়ে পড়লেন। বাবার বাড়িতে থাকা এই একটা সুবিধার বিষয়।
আর শ্বশুর বাড়িতে থাকলে, শুয়ে থাকার সময় থাকলেও মন চায় না মনে হয় যেন কাজ পড়ে আছে। আজ নিজের প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে। বেশ ভালো লেগেছে আপনার চোখ দুটো।
এরপরে বাড়ি ফিরে এলেন, আপনার বাবাও কিছু মাছ নিয়ে আসলো এবং আপনার মা কেটে দিয়ে ফ্রিজে সংরক্ষণ করলো। সন্ধ্যায় আপনার বোন ঝালমুড়ি তৈরি করে খাওয়ালো খুব সুন্দর একটি দিন কেটেছে আপনার।

 2 years ago 

আপনি খুব ভোরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে আবারও ঘুমিয়ে আছেন। তারপর আপনার মা আপনাকে ঘুম থেকে ডেকে তুলে দিয়েছে কারণ আপনার বাজারে যাওয়ার কথা ছিল। পরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আপনি বাজারে গিয়েছেন আবার সাড়ে দশটার মধ্যে বাসায় চলে এসেছেন। বাজার থেকে আসার সময় আপনার ছেলের জন্য আপনি চিপস এবং সিঙ্গারা কিনে নিয়ে এসেছেন। দুপুরবেলা আপনার মা মাছ রান্না করার জন্য সব কিছু রেডি করেছিল। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি দিনে কার্যলিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঘুম থেকে মা ডাকে উঠলাম এবং ফ্রেশ হয়ে কিছু খেয়ে বাজারে গেলাম কারণ কিছু কেনাকাটার জন্য। এই এই চিস চিপস আমার ছেলে খুব পছন্দ করে পছন্দ করে। আর মায়ের পাশে মেয়ে থাকলে যতটুকু সাহায্য করা দরকার ঠিক আমি ততটুকুই মাকে কাজে সাহায্য করি।
থ্যাঙ্ক ইউ আমার পোস্টে আপনি খুব সুন্দর একটি কমেন্ট করেলেনএবং আপনার মতামতি জানিয়ে দিলেন।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 111528.14
ETH 4322.76
SBD 0.83