🌿মেহেদি পাতার উপকারিতা 🌿

in Incredible Indialast year (edited)

বিসমিল্লাহির রাহমানির রাহিম
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভাল আছি।মেহেদি পাতা কার না ভালো লাগে বলুন আমরা সকলে মেহেদি পাতাটা পছন্দ করি।তাই আমি আপনাদের সাথে মেহেদি পাতার সম্পর্কে কিছু শেয়ার বলতে চাই

IMG_20230916_160728.jpg

আমরা ছোট বড় সকলে এই মেহেদী পাতাটা খুব পছন্দ করে থাকি।কিংবা ছেলেরা মেয়েরা এমন কি বৃদ্ধমানুষেরা এই মেহেদি পাতাটি খুব পছন্দ করে থাকে। এই মেহেদী পাতাটি রঙে রঙিন হয়ে যায় এর জন্য সবাই বেসি এই পাতাটিতে পছন্দ করে।এই পাতাটি বেটে যদি আমরা হাতে পাই যে কোন অঙ্গে লাগাই না কেন আমাদের সৌন্দর্য বেড়ে যায়।তাই সব মানুষের পাতাটির লাগাতে অনেক আগ্রহীত।

IMG_20230916_160543.jpg

IMG_20230916_160922.jpg

আমাদের গ্রাম অঞ্চলের বিয়ে বাড়িতে মেহেদি পাতাটি খুব প্রয়োজন হয়। এবং এই পাতাটি সবাই পছন্দ করে। ছোটবেলায় আমরা এ পাতাগুলো নিয়ে পাটায় বেটে একদম ভালো করে মিহীন করে আমরা হাতে পায়ে লাগাতাম। দু হাত ভরে এগুলো খুব আনন্দ সহকারে লাগাতাম। অনেক সময়ে মা পাটায় মেহেদি পাতাগুলো বাটতে দিতো না তখন আবার কি করতাম টিউবালের এর পাশে গিয়ে বেটে সবাই মিলে হাতে লাগাতাম। এবং অল্প অল্প করে চুলেও দিতাম এ পাতাগুলো বেটে দিলে নাকি চুলের অনেক উপকার হয়

মেহেদি পাতার কিছু উপকারিতা হলো
মেহেদী পাতা বেটে নিয়ে চুলে দিলে চুলের গোড়া অনেক মজবুত হয়।
এই পাতার বেটে তার সঙ্গে কিছু মেথি বেটে মেখে দিলে তাহলে চুলের গোড়া থেকে খুশকি দূর হয়ে যায়।
এবং চুলের গোড়া থেকে যে দুর্গন্ধ থাকে সেটাও বেরিয়ে যায়।এই পাতা বেটে আমার মাথার তালুর উপরে দিলে মাথা অনেক ঠান্ডা রাখে।মেয়েদের সৌন্দর্য রাখে এই মেহেদী পাতা।

IMG_20230916_160931.jpg

শুধু আমাদের এই পাতার রূপচর্চায় নয় বহু রোগের প্রতিরোধের ক্ষমতা দূর করে এই মেহেদি পাতা। মেহেদি পাতার রস সরিষার তেল মিশিয়ে ঘাড়ে মালিশ করলে ব্যথা দূর হয়ে যায়। এমনকি গরুর ঘাড়ের ব্যথাও কমে যায়। পায়ের তলায় পাতা বাটার প্রলেপ দিলে চোখে কুটে উঠে না। পাতা বেটে পুরানো একজিমায় লাগালে একজিমা ভালো হয়ে যায়।অনেকে আবার এই পাতাগুলো পাকা চুলে ব্যবহার করে।তাহলে পাকা চুলগুলো রং হয় অনেক সৌন্দর্য বৃদ্ধি করে।সাদা স্রাবের ক্ষেত্রে ২৫ গ্রাম মেহেদি পাতা সিদ্ধ করে সেটে ডুস নিলে চুলকানি ও সাদা স্রাব এর প্রমশন হয়।

IMG_20230916_160619.jpg

IMG_20230916_160742.jpg

আবার মুখের গলায় যদি কোন ক্ষত হয় মেহেদি পাতার সিদ্ধ পানি খানিক্ষণ করে মুখে রাখলে সেরে যাবে। কানে পুজ হলে এই পাতার রস দুই ফোটা করে দিলে তার থেকে ৪/৫ দিনের মতো তা বন্ধ হয়ে যায়।আমাদের শরীরে যদি দাউদ দেখা যায় তাহলে মেহেদি পাতার রস দিলে দাউদের অনেক সমস্যা দূর হয়।

IMG_20230916_161212.jpg

এই যে আমার হাতে দেখুন একদম তাজা মেহেদি পাতা। আমার তাজা মেহেদি পাতাগুলো সব কাজে ব্যবহার করে থাকে তাহলে আমাদের ক্ষতিগুলো থেকে মুক্ত পেতে পারি।এই পাতায় কোন ক্ষতি হয় না বরং অনেক উপকার হয়।এই মেহেদি পাতাগুলো আমরা নিঃসন্দেহে সব ওষুধের কাজে ব্যবহার করতে পারি।

বন্ধুরা আপনাদের সাথে মেহেদি পাতার উপকারিতা বলে খুব ভালোই লাগলো যদিও আপনারা এই পাতাটি অনেক উপকার জেনেও থাকেন তো আমার পোষ্টের মাধ্যমে আপনারা আবার জানতে পারলেন। সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ

আমার পোস্টটি ধৈর্য সহকারে পড়ার জন্য সবাইকে থ্যাংক ইউ

I am a bengali so my mother tongue is bangla. I'm not very good at English. So I feel comfortable writing in Bengali. Today I am sharing with you some benefits of henna leaves.

Sort:  
Loading...
 last year 

আপনি ঠিক এই বলেছেন, মেহেদী পাতা আমাদের সকলের পরিচিত হলেও, এর উপকারিতা সম্পর্কে অনেকেই যানেন না। এমনকি আমিও এত বিস্তারিত উপকারিতা সম্পর্কে জানতাম না। আপনার এই পোস্টটি পড়ে মেহেদী পাতা সম্পর্কে অনেক তথ্য জানতে পারলাম।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি উপকারী পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনার জন্য শুভকামনা রইলো।

 last year 

আমাদের বাড়িতে দুইটা মেহেদী গাছ আছে। মেহেদি পাতার সামান্য উপকারিতা সম্পর্কে আমার ধারণা ছিল। কিন্তু আজকে আপনার পোস্ট পড়ার পর মেহেদি পাতা সম্পর্কে। এবং এর উপকারিতা সম্পর্কে বিস্তারিত আরো অনেক কিছু,,, জানতে পারলাম।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, মেহেদী পাতার উপকারিতা সম্পর্কে আমাদের সাথে আলোচনা করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

 last year 

থ্যাংক ইউ আপু আমার পোস্টটিতে আপনার একটি মূল্যবান মতামত দেওয়ার জন্য।

 last year 

মেহেদি পাতা দিয়ে আমিও ছোটবেলা অনেক খেলা করেছি। আমি মাঝেমধ্যে মেহেদি পাতা মাথায় দিতাম আর মাথা অনেক ঠান্ডা হত।

আপনি মেহেদী পাতার অনেক উপকারীর কথা বলেছেন। যেখানে আমি অনেক কিছু জানতাম না আজকে আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টি পড়ে সুন্দর একটি মতামত দিলেন।

 last year 

আপনাকেও ধন্যবাদ আপু ভালো থাকবেন।

 last year 

থ্যাঙ্ক ইউ

 11 months ago 

মেহেদী পাতা শুধু হাত রাঙাতে ব্যবহৃত হয় এটাই এত দিন ধরে জানতাম। কিন্তু এর মানব দেহের জন্য অনেক উপকারী তা আপনার পোস্ট পড়ে জানতে পারলাম। আপনি যেমন বলেছেন এটি চুলের জন্য উপকারী আমি বাড়িতে চেষ্টা করে দেখবো। ধন্যবাদ আপনাকে এত উপকারী একটি পোস্ট করার জন্য।

 11 months ago 

অসংখ্য ধন্যবাদ আমার পোষ্টের মাধ্যমে অনেক কিছু জানতে পেরেছেন শুনে অনেক ভালো লাগলো থ্যাঙ্ক ইউ।

মেহেদি পাতা চুলে দিলে চুলের গোড়া শক্ত হয়। মেহেদি পাতার উপকারিতা বলতে আমি শুধু এটাই জানতাম কিন্তু আপনার পোস্টটি পরে আমি আরো অনেক কিছু জানতে পারি এর উপকারিতা সম্পর্কে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 57726.29
ETH 2446.50
USDT 1.00
SBD 2.39