You are viewing a single comment's thread from:

RE: নিজের পেশাকে সম্মান করতে শিখুন

in Incredible India28 days ago (edited)

অসাধারণ একটা স্টোরি আমাদের সাথে শেয়ার করেছেন বন্ধু।আসলে আমরা গ্রামের মানুষের একটু নেগেটিভিটি বেশি।কিন্তু যারা প্রকৃত অর্থে সুন্দর মনের মানুষ তারা কখনোই।তাদের পেশাকে ছোট করে দেখে না।আপনি যে খালার ব্যাখা দিয়েছেন সেই রকম হাজার হাজার খালা রয়েছে যারা আড়ালে থেকেই এভাবে আমাদের জন্য কাজ করে যাচ্ছে।কিন্তু আমাদেএ ভিতর অনেকেই তাদের অসম্মান করে।যেটি খুবই দু:খজনক আর আর ভয়ংকর বেয়াদবি।

Sort:  
 28 days ago 

আসলে আপনি একদম ঠিক বলেছেন, যারা প্রকৃত অর্থের সুন্দর মনের মানুষ তারা কখনো নিজের পেশাকে অসম্মান করে না। গ্রামের মানুষরা অল্প একটুতেই সম্মান নিয়ে চিন্তা করে। কিন্তু এটা আসলে ঠিক নয় নিজের পেশাকে সবসময় সম্মান করা উচিত। আসলেই আমাদের ম্যাচের খালা অনেক টাকা-পয়সা থাকা সত্ত্বেও এভাবে পরিশ্রম করে যাচ্ছে।
আমার পোস্ট পড়ে সুন্দর মন্তব্য ব্যক্ত করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 66704.41
ETH 3487.40
USDT 1.00
SBD 2.99