Better Life With Steem | | The Diary Game | | 28 June, 2024

in Incredible India4 months ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন। আশা করছি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই অনেক ভালোই আছেন।আপনাদের দোয়ায় আমিও বেশ ভালোই আছি।আজকে আমার অতিবাহিত দিনটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।


IMG_20240628_200412.jpg


সকালে ঘুম থেকে আজকে উঠি ১০ টার দিকে।কারণ আমি গতরাতে সারারাত জেগে ছিলাম।ব্যক্তিগত সমস্যার কারণে ঘুমানোর সুযোগ আর হয়নি।৫ টার দিকে ঘুমাইছিলাম।তাই সকাল বেলা সেই রকম একটা ঘুম দিয়েছি।এরপর আমি ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে সকালের খাবার খেয়ে নিই।বাইরে হঠাৎ করেই জোরেসোরে বৃষ্টি শুরু হয়ে গেলো।এদিকে আমার আজকে অনেক কাজ করতে হবে। বেশ কিছু পোশাক পরিষ্কার করে দিই।আজকে আবার জুমার দিন।তাই নামাজের জন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়া প্রয়োজন। এরপর আমি ১২ টার মধ্যে আমার সকল আনুসাঙিক কাজকর্ম শেষ করে তারপর গোসল সেরে নিই।


IMG_20240628_200505.jpg


এরপর আযান হলে আমি মসজিদে চলে যাই।সেখানে যাওয়ার পর খুতবা শুনি।আসলে শুক্রবার দিন জুমার নামাজের এই খুতবার বিশাল বড় ফজিলত আছে তা আমাদের সকলের বোধগম্য। তাই আমি সব সময় চেষ্টা করি এই জুমার দিনে একটু আগেই মসজিদে উপস্থিত হওয়ার। এরপর নামাজ শেষ করে আসার সময় দেখতেছি অনেকেই মুসল্লীর কাছে দোয়াপ্রার্থী। আমি তাই দোয়াটা করেই মসজিদ থেকে বের হই।এরপর কিছু তোবারক ও পেয়েছিলাম।সেগুলার খুব সুন্দর একটা ছবি ক্যামেরাবন্দী করে রাখি।


IMG_20240628_200626.jpg


মসজিদ থেকে আসার পর আমি প্রথমেই দুপুরের খাবার নিয়ে আসি।এরপর খাওয়া সেরে নিই।খাওয়া শেষ করি আমি একটু বিশ্রাম করে নিই।এরপর মসজিদে দেওয়া তোবারক গুলো খেয়ে নিই।এরপর হঠাৎ আমার কলেজের এক বড় ভাইয়ের ফোন আসে।আমার কাছে থেকে আমার ফার্মাকোলোজি বইটা নেওয়ার জন্য। এরপর আমি ভাইকে কালুরমোড়ে আসতে বলি।


IMG_20240628_124028.jpg


আমিও বইটা নিয়ে সেখানে চলে যাই।এরপর ভাইয়ের সাথে অনেক্ষন গল্প।মানে ভাইয়ের জীবনের পরিস্থিতি আর আমার জীবনের পরিস্থিতি অনেকাংশে মিলে গেছে।তাই আমাদের গল্পটাও জমেছে।টানা ২ ঘন্টা আমরা সেখানে গল্প করছি।একের পর এক কয়েক কাপ চা খাইছি।এরপর ঝালমুড়ি খাই।এরপর আমি আমার মেসের উদ্দেশ্যে রওনা দিই।


IMG_20240628_220135.jpg


মেসে এসেই আমি আমার রান্নার খালাকে আজকের চাল দিয়ে দিই।এরপরে আমি কিছুক্ষণ বিশ্রাম করে নিয়ে বিকেল বেলা চলে গেলাম দিনাজপুর সরকারি কলেজের মাঠে। সেখানে গিয়েছিলাম মূলত আমার বন্ধু হামিমের ফোনে।হামিমের ছোট বোনকে সরকারি কলেজে সে ঘুরতে নিয়ে আসছে।কারণ হচ্ছে কয়েকদিন পর তাদের এইচএসসি পরীক্ষা শুরু হবে।আর পরীক্ষার সেন্টার এই দিনাজপুর সরকারি কলেজকেই বানানো হয়েছে।এরপর তাকে কলেজের বিভিন্ন যায়গায় ঘুরানোর পর আমরা নাস্তা করে নিই।


IMG_20240628_200915.jpg


এরপর আমরা যে যার মেসে চলে যাই।আমাদের মেসে এসেই দেখি আমার বন্ধু আফজাল বাসা থেকে চলে আসছে।আসলে ফরহাদ চলে যাওয়ার পর আমি একাই এখানে আছি।আজকে আফজাল এসে ফরহাদের যায়গাটা পূর্ণ হলো আর কি।আসলে আমি বিগত কয়েকদিন থেকে ভালোভাবে কমিউনিটিতে কাজ করতে পারছি না।তার কারণ হচ্ছে আমার ফোনের সমস্যা। অন্যসব কাজ কমবেশি চললেও টাইপিংয়ের অনেক বড় সমস্যা দেখা দিচ্ছে।আজকে ফোন ঠিক করতে যাওয়ার চেষ্টায় আছি।আজকের দিনলিপিটি অন্য আরেকজনের ফোনে নোট করা হয়েছিলো।

বি :দ্র: আগের দিনেই দিনলিপিটি লিপিবদ্ধ করা হয়েছিলো।তাই এটি প্রেজেন্ট টেন্সে উপস্থাপিত হয়েছে।



ধন্যবাদ

Sort:  
Loading...
 4 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া আপনি আপনার সারাদিনের কাজকর্ম নিয়ে আমাদের মাঝে অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন।

এবং আপনি আপনার বন্ধু চলে আসায় আপনার একা একা লাগছে এ কথাটা শুনেও অনেকটাই খারাপ লাগলো। আসলে অনেকদিন যদি একটি মানুষের সাথে থাকা হয় সে হঠাৎ করে যদি চলে যায় তাহলে অবশ্যই মনটা খারাপ লাগে।

ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি।

 4 months ago 

আসলে আমরা পুরো বাসায় দুইজন আছি বেশ কয়েকদিন যাবত। কিন্তু হঠাৎ করেই আমার বন্ধু তার বাড়িতে চলে যায়।এর ফলে আমি বেশ একাকীত্ব অনুভব করতে থাকি।তবে একদিন একরাত একা থাকার পর আমার আরেকজন বন্ধু চলে আসে।এরপর থেকে আর আমায় একাকীত্ব অনুভব হয়নি।আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 4 months ago 

আমি আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাবো যে আপনি আমার এই কমেন্টটি দেখার সাথে সাথে তার অনেক সুন্দর একটি রিপ্লাই আমাকে দিয়েছেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ।

 4 months ago 

রাতের বেলায় ভালো ঘুম না হলের শরীর দুর্বল হয়ে যায়। কয়েকদিন আগেও বৃষ্টির দেখা ছিলো না কিন্তু এখন প্রতিদিন একবার হলেও বৃষ্টি হচ্ছে। আজ আপনি মসজিদে গিয়েছিলেন, আসলে নিজস্ব ধর্মীয় স্থানে গেলে সকলের মন ভালো ও পবিত্র হয়ে যায়। মসজিদ থেকে এসে খাবার খেয়েছিলেন। এইচএসসি পরিক্ষা আজ থেকে শুরু হয়ে গিয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

 4 months ago 

আসলে ইদানীং প্রতিনিয়ত বৃষ্টি হয়েই চলেছে।তবে বৃষ্টি হওয়ারো প্রয়োজন ছিলো কারন অতিরিক্ত গরমে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে।ঠিক বলেছেন।নিজস্ব ধর্মীয় স্থানে গেলে সকলেরই মন ভালো ভালো হয়ে যায়।এইস এস সি পরিক্ষা শুরু হয়ে গেছে। আমাদের সকলেরই উচিত তাদের জন্য দোয়া করা।আপনার মন্তব্যটি ভালো লাগলো।ধন্যবাদ

 4 months ago 

রাতে ঘুম না হলে সকালবেলা ঘুমাতে হয় তা না হলে শরীর ঠিক থাকে না। তবে আপনি আপনার বন্ধুর সাথে অনেকটা সময় পার করেছেন। আসলে আমাদের সবার জীবনের গল্প একরকম। যখন একবার গল্প শুরু হয়ে যায় তখন শেষ করতে মন চায় না আপনি আপনার বন্ধু হামিম এর সাথে কিছুক্ষণ ঘোরাঘুরি করেছেন। কেননা তার বোনের পরীক্ষার সেন্টার আপনাদের সরকারি কলেজে হয়েছে। আশা করি ওনার পরীক্ষা বেশ ভালই হবে। ধন্যবাদ আপনার বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো আমাদের সাথে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 4 months ago 

রাতে ঘুম না হলে সকালে উঠতে ইচ্ছে করে না আর আমারও এমনটাই হয়ে থাকে।। আজকে বেশ কাজ করেছেন নিজের জামা কাপড় পরিষ্কার করেছেন এছাড়াও নামাজ পড়তে গিয়েছিলে।। অনেক সময় অনেকের জীবনের সাথে আমাদের জীবনের কিছু স্মৃতি মিলে যায়।।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.17
JST 0.028
BTC 69106.80
ETH 2468.44
USDT 1.00
SBD 2.43