Better Life With Steem | | The Diary Game | | 01 July, 2024
সবাই কেমন আছেন। আশা করছি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই অনেক ভালোই আছেন।আপনাদের দোয়ায় আমিও বেশ ভালোই আছি।আজকে আমার অতিবাহিত দিনটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।
আজকেও আমার বাবার ডাকেই আমার ঘুম ভাঙে।ঘুম থেকে উঠেই দেখি আমার মা সবার জন্য নাস্তা প্রস্তুত করে বসে আছেন।এরপর আমরা সবাই মিলে নাস্তা করে নিলাম।নাস্তা শেষে আমি কিছুক্ষণের জন্য একটু পড়তে বসেছিলাম।কারণ আকাশ অনেক খারাপ।ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে।
তাই বাইরে বের হয়ে বিয়ে উপলক্ষে কোনো কাজ করার আজকে এখনো সুযোগ হয়ে ওঠেনি।এরপর আমি পড়াশোনা করার এক পর্যায়ে আমার চাচাতো ভাই আপনাদের বাসায় চলে আসে।আমি তাদের সাথে শলাপরামর্শ করি যে কিভাবে আমরা এবারের বিয়ের ভিডিও তৈরি করবো,কেমন ক্যামেরা ভাড়া করবো আর সাউন্ড বক্স কোথায় থেকে ভাড়া করবো।
এসব ভাবতে ভাবতেই আমাদের বাড়িতে ডেকোরেশনের মানুষ চলে আসলো।সেই সময় বৃষ্টি একটু থেমেছিলো।এরপর আমি ওই ব্যাক্তির সাথে ডেকোরেশনের দামাদামি এবং জিনিসপত্রের গুনগুত মান সম্পর্কে আলোচনা করি।এরপর আমরা কোনো এক সময় একটা চূড়ান্ত পর্যায়ে চলে পৌঁছে যাই।
দুপুরবেলা বৃষ্টি নেই।আকাশটাও মোটামুটি ভালো।তাই একটু বাড়ির পাশের ইটভাটায় গেলাম।আমার সাথে গেলো আমার ছোট বোন।আমরা সেখানে খুব সুন্দর একটা সময় অতিবাহিত করি।এরপর আমার বোন আমাকে বেশ কিছু ফুল দেখিয়ে দেয় এবং ফটোগ্রাফি করতে বলে।ছবিতে দেওয়া ছবিগুলো আমি সেই সময় ফটোগ্রাফি করেছি।
আসলে ফুল গুলো অনেক ছোট ছোট ছিলো। কিন্তু আমি সেগুলোর ম্যাক্রো ফটোগ্রাফি করেছি।এরফলে এগুলোকে অনেক বড় দেখাচ্ছে।এরপর আমি বাসায় চলে আসি এবং গোসল সেরে নিই।গোসল করার পর আমি একটু বিশ্রাম করতে শুয়ে পড়ি। আসলে আমার মাথাটা আজকে একটু ব্যাথা করতেছিলো।কিন্তু ঘুমানোর পর সেটি অনেকাংশে কমে গেছে।
বিকেল হতেই আমার বাবা আমাকে একটা কাজ দিলো।আমাকে দুইটি বাড়িতে আমন্ত্রণ জানাতে যেতে হবে।আর আমার বাবা আজকে দাওয়াতের কাজে যেতে পারবেন না।কারণ তিনি আজকে গরু কিনতে যাবে।এরপর তিনি তার গন্তব্যে এবং আমি আমার গন্তব্যে যেতে লাগলাম।আমি আমার সাথে নিয়েছিলাম চাচাতো ছোট ভাইকে।ওর নাম রাকিব।
এরপর আমরা যাত্রা শুরু করার পরপরই বৃষ্টি শুরু হয়ে গেলো।আমরাও কোনোমতে গিয়ে একটা অটোরিকশায় চেপে বসি।এরপর আমরা কোন এক সময় সেখানে পৌঁছে যাই।সেখানে যাওয়ার পর আমাদের নাস্তা দেওয়া হয়।সেগুলো খেয়ে নিই।এরপর আমরা কিছুক্ষণ বিশ্রাম করার পর আবার আরেক আত্মীয়ের বাসার দিকে রওনা দিই।
যদিও আমাদের ভাত খাওয়ার জন্য অনেক জোরাজোরি করলেও আমরা খেতে সম্মতি দেইনি।এরপর আমরা আমাদের দায়িত্বে অর্পন করা দুই বাড়িতে দাওয়াত দেওয়ার কাজ শেষ করে ফেলি।আর আবার বাসার দিকে রওনা দিই।আসার পথে আবারো বৃষ্টি নামে।আমরা একটু করে ভিজে যাই।তবুও বিয়ের খুশিতে এসবে বিরক্তি আসছে না।
বাসায় আসার পথে এক বড় ভাইয়ের দেখা।সে ট্রাক্টরের ড্রাইভার। আমাদের দেখে সে ট্রাক্টরটি বন্ধ করে ভালো মন্দ জিজ্ঞেস করার পর আমাদের তার গাড়িতে উঠতে বলে।আমরাও সেই সুযোগ মিস করিনাই।আসলে এই রকম একটা আবহাওয়ায় আমার এমন একটা ভ্রমণ অনেক আনন্দের খোরাক হয়ে থাকে।যাই হোক, বাসায় এসে পৌঁছে গেলাম।
এরপর আমি ফ্রেশ হয়ে নিলাম।তারপর আমার মায়ের সাথে সবকিছু শেয়ার করলাম।কার বাসার রেস্পন্স কেমন ছিলো সেই বিষয়ে। এরপর আমি কিছুক্ষণ শুয়ে শুয়ে আমার দিনলিপি লিপিবদ্ধ করা শুরু করলাম।এরপর আমরা সবাই মিলে খাওয়া করি।খাওয়া শেষে আমি আমার পোস্টটি সম্পন্ন করি।আর এভাবেই আমার একটা সুন্দর দিনের সমাপ্তি ঘটে।
আপনার সারাদিনের কাজকর্ম সকল কিছু আমাদের সাথে শেয়ার করেছেন আপনি কোথায় কোথায় গিয়েছেন সে সকল বিষয়ে আমাদের সাথে শেয়ার করেছেন, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে এবং আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট মাঝে মাঝে শেয়ার করার জন্য।
একটানা কয়েকদিন বৃষ্টির ছোয়া পেয়ে প্রকৃতি যেন অনেকটা চাঙ্গা হয়ে গিয়েছে। আপনার ফটোগ্রাফিগুলো সত্যি অনেক সুন্দর হয়ে থাকে। একটা বিয়ে বাড়িতে কাজের কোনো শেষ নেই। আর তাছাড়া বিয়ে বাড়ির সব দিকে সব সময় নজর রাখতে হয় যেনো কোথাও ত্রুটি না থেকে যায়। রাস্তার দুপাশে গাছের ফটোগ্রাফিটা সত্যি অসাধারণ লাগছে।
আসলে বৃষ্টি হলে চারদিকের পরিবেশ অনেক ভালো তরতাজা হয়ে থাকে কিন্তু এর পিছনের গল্পটা সবার ক্ষেত্রে সহজ হয় না।আমরা যে কতো করে আল্লাহর নাম জপতেছি।যেন বৃষ্টি হওয়া বন্ধ হয়ে যায়।একইভাবে রাস্তার ফটোগ্রাফিটারো একটা গল্প আছে।সামনে ছবিটা সুন্দর হলেও পিছনে আমরা ভিজে ভিরে জার্নি করতেছিলাম😊।
বিয়ে মানেই বাড়ি তো অনেক ধরনের কাজ। আর ভিডিও করার বিষয়টা নিয়ে অনেক বেশি চিন্তাভাবনা করতে হয়। কেননা বর্তমান সময়ে ভালো ক্যামেরা প্রত্যেকটা জায়গায় আছে। তবে সবাই ভালোভাবে ভিডিও করতে পারে না। আপনাকে আমন্ত্রণ জানাতে যেতে হবে বিয়ের জন্য। তাই আপনি বেরিয়ে পড়েছেন। বড় ভাইয়ের সাথে কিছু মুহূর্ত পার করেছেন। মোটামুটি দিনটা অনেক বেশি ভালোই কেটেছে। এভাবেই ভালো থাকুন সবসময়। ধন্যবাদ সবার সাথে কাটানো মুহূর্ত আমাদের সাথে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।
বিয়ে মানে আনন্দ বিয়ে মানে উল্লাস।। আর এই বিয়ে নিয়ে থাকা অনেক পরিকল্পনা কিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু করা যায়।। বিয়ে হবে কিন্তু ক্যামেরা থাকবে না তা তো হয় না আর বর্তমান সময়ে যারা ক্যামেরা আছে দিয়ে ভিডিও করে তাদের অনেক মূল্য।।