চার দেয়ালে আবদ্ধ জীবন

in Incredible India12 days ago

আসসালামু আলাইকুম

একটা সময় আমাদের জীবনগুলো চার দেয়ালে আবদ্ধ হয়ে যায়।শৈশব কৈশোরে আমরা কতোই না ডানপিটে জীবন যাপর করি।কিন্তু বাস্তবতার কাছে হেরে যায় আমাদের দায়িত্বশীল বয়সটি।যে মানুষটি সব সময়ের জন্য স্বাধীনচেতা জীবন যাপনে অভ্যস্ত ছিলো সে কিনা পরিস্থিতির খাবলে পড়ে চার দেয়ালের মধ্যখানেই জীবনকে স্থির করে নেয়।


office-932926_1280.jpg

Source


সবার জীবনেই একটা সময় আসে যখন সে সাংসারিক বিষয়ে দায়িত্বপ্রাপ্ত হয়।তখন সে আর চাইলেই ভবঘুরে জীবনযাপন করতে পারেনা।তখন তাকে তার ক্যারিয়ারে মনোনিবেশ করতে হয়।সবাইকে সঠিক সময়ে কর্মস্থলে যেতে হয়।সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর সে মানুষটার যখন কোমরে ব্যাথা শুরু হয়ে যায় ঠিক সেই সময়েও দাঁড়িয়ে সে তার পরিবার পরিজনের কথা স্মরণ করে।দায়িত্বের চাপ বড়ই অদ্ভুত বিষয়। কখনো কখনো তার মনে হয় ইস যদি একটিবারের জন্য শৈশবের সেই দিনগুলোতে হারিয়ে যেতে পারতাম।আবার যদি মমতাময়ী মায়ের কোলে একটু ঠাই পেতাম।


meeting-2284501_1280.jpg

Source


প্রতিদিন একই যায়গায় একই সময়ে যাওয়া,,প্রতিদিন একই কাজ করা সত্যি খুবই কষ্টকর বিষয়। এর উপর আবার কর্মস্থলের বসের গালাগাল তো পিছুই ছাড়ে না।হাজারো ভালো কাজ করে যখন কোনো প্রশংসা পাওয়া কঠিন, ঠিক সেই মূহুর্তে একটা কাজ ভুল করলেই নেমে আসে হাজারো রকমের কটু কথা।ঠিক সেই সময় মানুষটি খেয়াল করে তাই শৈশবের কথা।ইস মায়ের কাছে কতোই না ভুল করেছিলাম কখনোই বকা দেয়নি কিন্তু একটা ভালো কাজ করলেই মাথায় তুলে নাচতেন।এ যেনো একেবারেই বিপরীতধর্মী দুটি দিক।


5c331c9bbefab6d219f2714c7e06120e4c3dab3bd60eb1df87ca00a463463a3d.0.JPG

Source


কখনো কখনো সেই দায়িত্ব এতোটাই কঠোরভাবে অর্পিত হয় যে একটা মানুষ নিজের সখ, স্বপ্ন,কামনা-বাসনা, আহ্লাদ আটখানা সবকিছু বিসর্জন দিতে বাধ্য হয়ে পড়ে।শুধুমাত্র তার পরিবারের কথা চিন্তা করেই।নিজের পরিধেয় বস্ত্রটি যে কতোদিনের পুরোনো সেটির বিষয়েও আর তার কোনো খেয়াল থাকেনা। প্রত্যেকের মানুষের জীবনে এমন একটা সময়ের আবির্ভাব হয়ে থাকে।কারো চাপটা একটু তুলনামূলক কম হতেও পারে।তবে এটা নিশ্চিত যে এই দিন আসবেই।


fe21bbe4f5eb4117133eeb2a05e88d116e0de4da31e082600bfa383475e5851e.0.JPG

Source


জীবনের যেহেতু শুরু আছে তাহলে অবশ্যই এর শেষ নিশ্চিত। এর ভিতরে চলার পথে কমন কিছু কঠিন বাস্তবতা আমাদের সামনে চলে আসে।জন্ম মৃত্যুর মতো এই বাস্তবতাগুলোও চিরসত্য। সবাই জীবনে এই রকম কিছু ধাপ আসবে।যেমন আপনার জীবনে খেলাধুলায় মেতে থাকার শৈশব আসবে এরপর ব্যাক্তিগত কিছু পরিবর্তন নিয়ে কৈশোর চলে আসবে।


72d55287b3c5a89a6f92fb740285ae19ba3492ff2dda4150c386cff8ff98b713.0.WEBP

Source


এরপর ধাপে ধাপে যৌবন আসবে অনেক দায়িত্ব কাধে তুলে দিতে।এভাবেই একদিন আপনি বৃদ্ধ হবেন আর পরপারে পাড়ি জমাবেন।এইসব সময়ের মধ্যে সব থেকে দায়িত্ববান সময়টি হচ্ছে যৌবনকাল।যে কালে আপনার কাধে অনেক দায়িত্ব অর্পিত থাকবে।যে কালে আপনি দিনের পর দিন চার দেয়ালের ভিতর বন্দী জীবন পার করবেন।এটাই চিরসত্য।


ধন্যবাদ

Sort:  
Loading...
 11 days ago 

প্রতিটি মানুষের জীবনে শৈশবকাল নিয়ে রয়েছে হাজারো স্মৃতি। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে পরিবারের চাপ ও নিজের ঘাড়ের উপরে পড়ে। পরিবারের সেই দায়িত্ব গুলো পালন করতে করতে একসময় মনে হয়, আবারও যদি সেই ছোটবেলায় ফিরে যেতে পারতাম। আজকে আপনার পোস্টে আপনি বাস্তব চিত্র তুলে ধরেছেন।

এরকম বাস্তব জীবনের পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64182.86
ETH 3531.12
USDT 1.00
SBD 2.53