Better Life With Steem || The Diary Game || 25 December 2023

in Incredible India9 months ago
2_20231227_111749_0001.png

বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

শীতের সকালে ঘুম থেকে উঠতে কারো মনে চায় না, সবাইতো চায় একটু দেরি করে উঠতে। কিন্তু প্রয়োজনের তাগিদে আমাদেরকে সকাল-সকালই উঠতে হয়, বিশেষজ্ঞদের মতে শীতের সকালের আবহাওয়া শরীরের জন্য অনেক উপকারী। তাই কষ্ট হলেও সকাল সকাল ওঠার অভ্যাস গড়ে তুলুন।

ঘুম থেকে উঠতে উঠতেই আমাদের ঠান্ডা পানির কাছে যেতে হয়, শীতের কারণে পানি পর্যাপ্ত ঠান্ডা হয়ে থাকে, তাই সাধ্য অনুযায়ী হালকা গরম পানি ব্যবহার করা ভালো। কিন্তু আমাদের মাদ্রাসায় ছাত্রসংখ্যা বেশি হওয়ার কারণে গরম পানির ব্যবস্থা করা যাচ্ছে না, যদি ছাত্র অল্প হতো তাহলে গরম পানির ব্যবস্থা করা যেত। তাই আমাদেরকে বাধ্য হয়েই ঠান্ডা পানি ব্যবহার করতে হয়।

ওযু করে ফজরে সালাত আদায় করে কিছু সময় কুরআনুল কারীম তেলাওয়াত করলাম, সকাল সকাল কোরআনুল কারীম তেলাওয়াত করলে সারাদিন অনেক ভালো কাটে, বিশেষ করে যারা পারেন সুরা ইয়াসিন তেলাওয়াত করবেন। তেলাওয়াত করতে করতেই হঠাৎ দেখলাম হুজুর ক্লাসে চলে আসলো, একটি মাত্র ক্লাস হল সাতটা ৪০ মিনিট পর্যন্ত।

এরপরে সকালের নাস্তা করে আমরা আবার ঘুমিয়ে পড়লাম, দিনটি ছিল সোমবার, যেহেতু মাদ্রাসার কানুন অনুযায়ী আমাদের হাফ ক্লাস হয়, তাই ৩০ মিনিট করে একটি করে ক্লাস হলো, ১২:৩০ মিনিটে ক্লাস শেষ হয়ে গেল। তখনই খাবার প্রস্তুত করা হলো আর নামাজের আগেই আমরা খাবার খেয়ে নিলাম।

1703653478356.jpg

অতঃপর মসজিদে গিয়ে জোহরের নামাজ আদায় করে কিছু সময় ইসলাহী বয়ান শুনলাম। ২ টা ৪৫ মিনিটে ইসলাহী বয়ান শেষ হয়ে গেল, তখন আমরা খেলতে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। আমরা সকল বন্ধুরা সেই কংকর মাঠে খেলতে গেলাম। কংকর মাঠে হেঁটে যেতে প্রায় ৩০ থেকে ৩৫ মিনিট সময় লাগে।

1703653587630.jpg
1703653342457.jpg

খেলতে যাওয়ার সময় আমরা সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, যাওয়ার সময় বন্ধুর সাথে সেলফি উঠলাম।

20231225_134439.jpg
20231225_134340.jpg

মাঠে গিয়ে সবাই খেলতে নামলো, আমিও খেলতে নামলাম। আমরা সবাই মিলে দুটি দল ভাগ করে খেলা শুরু করলাম। প্রথমে আমরা ব্যাটিং ছিলাম তাই কিছু সময় বসে রইলাম, খেলা ছিল ৮ ওভারে, প্রথম ম্যাচ আমরা হেরে গিয়েছিলাম। এরপরে আরেক ম্যাচ খেলা হল সেটিও ৮ ওভারে, দ্বিতীয় ম্যাচ আমরা জিততে সক্ষম হয়েছি।

20231225_155236.jpg

আমরা সেখানে খেলতে যাওয়ার সময় স্ট্যাম নিয়ে যায়নি, তাই সেখানে থাকা ইটগুলো দিয়ে আমরা স্ট্যাম বানিয়েছি। শুধু আমরা নয় বরং আরো অনেক লোকজন সেখানে খেলতে আসে প্রায় সবাই ইট দিয়ে স্ট্যাম বানিয়ে খেলে। আমরা মূলত মাঝে মাঝে খেলা করি শরীরচর্চার জন্য। একটু দৌড়াদৌড়ি না করলে শরীর অলস হয়ে যায় তাই শরীর চর্চার জন্য হালকা পাতলা খেলতেও হয়।

20231225_171615.jpg

খেলাধুলা শেষ করে মাদ্রাসায় এসে গোসল করে আসরের নামাজ আদায় করলাম, আসরের নামাজ পড়ে হালকা নাস্তা করার জন্য হোটেলে গিয়েছিলাম। আমি এবং আমার বন্ধু দুইজন হোটেলে গিয়ে হালকা নাস্তা করলাম, আমাদের হালকা নাস্তায় ছিল ছোলা বুট ও বেগুনি। ছোলা বুট শরীরের জন্য অনেক উপকারী একটি খাবার। কিন্তু বেগুনি শরীরের জন্য উপকারী নয়, বরং তা খেলে বিভিন্ন সমস্যা দেখা দেয়। তবুও খাই ভালো লাগে তাই।

মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে এশার নামাজ পর্যন্ত লেখাপড়া করলাম। এশার নামাজ পড়ে রাত্রে খাবার গ্রহণ করে ক্লাসে বসেই হ্যাংআউটে যুক্ত হলাম। অতঃপর যথা সময়ে ঘুমিয়ে পড়লাম।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328TqCvhjhspw5NBPbWMShaDD4yjYoZFwyWS9XH9YcrMyqTMGHiWpaGrwDGkXYMbDHgxptYZq3ueRpXapEAPkAuu3vPaZSXJ2USdTC.png

আজকের মত এখানে বিদায় নিচ্ছি, সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

DeviceName
AndroidSamsung A12
Camera48MP 5MP 2MP 2MP
LocationBangladesh 🇧🇩
Short by@abdulmomin

10% for beneficiary in community @meraindia account

25% to beneficiary @null account for price increase.

Sort:  
 9 months ago 

সর্বপ্রথম ধন্যবাদ জানাই আপনাকে আপনার সুন্দর একটি দিনের গল্প আমাদের সাথে তুলে ধরার জন্য, এবং আপনারা ক্রিকেট খেলতে গিয়েছিলেন যে মুহূর্ত গুলো আমাদের মাঝে তুলে ধরেছেন আসলে অনেক সুন্দর লাগছে বন্ধুদের সাথে খেলাধুলা করা অনেক আনন্দের একটি বিষয়। খেলাটি ছিলো ৮ ওভারে এবং আপনারা প্রথম ব্যাটিং ছিলেন তাই কিছু সময় বসে ছিলেন যাইহোক সুন্দর একটি দিনের গল্প আসলে অনেক ভালো লেগেছে বোঝা যাচ্ছে খুবই আনন্দের সাথে কাটিয়েছেন।

ঠিকই বলেছেন, শীতের সকালে ঘুম থেকে উঠতে মন এমনিতে চায় না। আরেকটু ঘুমায় এমন ভাব হয়। কিন্তু আমরা মুসলিম হিসেবে আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে গেলে। ঘুম পরিহার করে নামাজ আদায় করা উত্তম। ক্রিকেট আমার খুব পছন্দের একটা খেলা, আমি আমার ছোট ভাই মিলে খেলা করি। হ্যাঁ ঠিকই বলেছেন একটু দৌড়াদৌড়ি করলে শরীরটা ভালো থাকে বা একটু অলসতা কাটে। মাদ্রাসায় এসে গোসল করে কিছু হালকা নাস্তা করে নেন অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 9 months ago 

ভাই আপনার সারাদিনের কার্যক্রম অত্যন্ত চমৎকার ছিলো। আপনি পানি বিষয়ে যে কথাটি উল্লেখ করেছেন সেটি সত্যি কর্তৃপক্ষের নজরে নেয়ার মতো একটি বিষয়। কারণ এই শীতে ঠান্ডা পানি দিয়ে গোসল করা সত্যি কঠিন একটি বিষয়।

ভাই আপনি বিকেলে খেলতে বেড়িয়েছেন। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনার ফটোগ্রাফিগুলো দারুণ হয়েছে। ভালো থাকবেন ভাই।

 9 months ago 

শীতের সময় ঘুম থেকে উঠতে মন চায় না মনে হয় আরেকটু ঘুমায় এই রকম ভাব হয়। আমরা মুসলমান ঘুমকে পরিহার করে নামাজ পড়তেই হবে। আর ঠিক বলেছেন খেলাধুলা আমাদের শরীরের জন্য অনেক ভালো শরীর চর্চার জন্য অনেক ভালো এবং কিছু অলসতা দূর হয়ে যায়। ক্রিকেট খেলা শেষ করে মাদ্রাসায় এসে গোসল করে নিলেন তারপর আসরের নামাজ পড়ে নিলেন তারপর হোটেলে গেলেন কিছু হালকা নাস্তা করার জন্য। ছোলা বুট ও বেগুনের চাপ দিয়ে নাস্তা করলেন।

ধন্যবাদ আপনার সারাদিনে কার্যক্রম গুলো আমাদের সাথে উপস্থাপনা করেছেন।

Loading...
 9 months ago 

আপনার দিনটা বেশ আনন্দে কেটে গিয়েছে। তবে সত্য কথা মাদ্রাসার ছাত্র সংখ্যা বেশি থাকার কারণে। গরম পানির ব্যবস্থা করা যাচ্ছে না। কেননা একজনের জন্য যদি গরম পানি দেয়া হয় তাহলে অন্য জনের সমস্যা হবে, অন্যজন বলবে আমাকে কেন নয়। যাই হোক আপনারা সবাই মিলে ক্রিকেট খেলতে গিয়েছেন। সেখানে অনেক বেশি আনন্দ করেছেন এবং নাস্তা করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার একটা দিনের কার্যক্রম আমাদের সাথে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

আহা শীতের দিনের দুপুর বেলায় ক্রিকেট খেলা। কি সব দিন ছিল। বড্ড মিস করি সেই দিনগুলোকে। কিন্তু কি আর করা যাবে, ওই দিনগুলো তো আর ফিরে আসবেনা। আমরাও অনেক সময় ইট দিয়ে স্টাম্প বানিয়ে খেলেছি। আপনি সঠিক কথা বলেছেন যে ছোলার বুট শরীরের জন্য উপকারী কিন্তু বেগুনি একদমই উপকারী নয়। বেগুনি বরঞ্চ আমাদের অপকারই করে।

শীতের সকালটা স্নানের সময় বাদে খারাপ লাগে না আমার।আমি দুই একদিন বাদে বাকি দিনগুলো উপভোগ করি বলা চলে।আপনি সকালে স্নান সেরে মাদ্রাসায় গেলেন।সেখানে ক্লাস করলেন।
বিকালে খেলার মাঠে গিয়ে খেলাধূলা করলেন সন্ধ্যায় নাস্তা করলেন।সব মিলিয়ে একটা নিয়মমাফিক দিন পার করলেন।
আপনার পরবর্তী আকর্ষণীয় পোস্ট পড়ার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

শীতের সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হলেও উঠে যাওয়া উত্তম। আর আপনি কোরআন তেলাওয়াতের কথা বললেন আসলে এটি অভ্যাস করতে পারাটা খুবই জরুরী। আমি এখনো সক্ষম হইনি।তবে সৃষ্টিকর্তার কাছে রোজই প্রার্থনা করছি। যাতে উনি আমাকে তৌফিক দান করেন। আপনি বিকেলে একটু খেলাধুলা করলেন। যদি এটা নিছক খেলা থেকেও শরীরচর্চা টাই আপনার উদ্দেশ্য ছিল বেশি। অতঃপর আপনি সন্ধ্যার দিকে হালকা নাস্তা করলেন। আপনার ব্যস্ত দিনলিপি পড়লাম। ভালো লাগলো পড়ে।

 9 months ago 

একদম ঠিক বলেছেন শীতের সকালে ঘুম থেকে উঠতে মন চায় না। মনে চায় না আরে একটু সময় থাকি আর একটু সময় থাকি এ করতে করতে বেলা হয়ে যায়।

তবু উঠলেন নামাজ আদায় করলেন ক্লাস করলেন বিকেলে বন্ধুদের সাথে খেলা করলেন, এরপরে বন্ধুদের সাথে গিয়ে হোটেলে খাবার খেলেন। সুখ মিলে খুব সুন্দর একটি দিন পার করেছেন ধন্যবাদ আপনাকে

লেখাটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61852.16
ETH 2402.53
USDT 1.00
SBD 2.60