নিজের সততা বজায় রাখলে অনেক কিছুই অর্জন করা সম্ভব।

in Incredible India9 months ago

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

নিজের সততা বজায় রাখলে অনেক কিছুই অর্জন করা সম্ভব।:-

যে ব্যক্তি নিজের সততাকে বজায় রাখবে সে জীবনে অনেক কিছু করতে সক্ষম হবে। আর যে ব্যক্তি সততাকে বর্জন করবে সে যতই চালাক হোক না কেন পরিশেষে সে ঠকে যাবে। হয়তো সাময়িক সময়ের জন্য কিছু পেতে পারে কিন্তু তা বেশিদিন টিকে থাকে না, তাই সততা বজাই রাখা আমাদের একান্তই জরুরি।

pexels-rdne-stock-project-7005568.jpgpexels

দেখুন সততা মানুষকে কতদূর এগিয়ে নিয়ে যায়, কোন এক গ্রামে এক ধনাঢ্য ব্যক্তি, যার কোন কিছুর অভাব ছিল না, টাকা-পয়সা সুখ-শান্তি সবকিছুই তার ছিল। তবুও তার মনে একটি মাত্র দুঃখ ছিল তা হচ্ছে, তার কোন উত্তরাধিকারী নেই অর্থাৎ তার কোন সন্তানাদি নেই। তাই সে লোকটি চিন্তা করল আমরা যখন মারা যাব তখন আমাদের এত সয়-সম্পত্তি কে দেখবে কে নেবে? তাই তারা দুজন পরামর্শ করল আমরা একজন পালক ছেলে নেব। যে আমাদের উত্তরসূরী হবে।

তখন গ্রামের মধ্যে ঘোষণা করে দেওয়া হলো যে, আমাদের উত্তরাধিকারীর জন্য আমরা একটি ছেলে সন্তান নেব। এ কথা শোনার পরে গ্রামের গরিব দুখী সহ সকল ছেলেদেরকে তার মায়েরা ধনী ব্যক্তির বাড়িতে উপস্থিত করলো। সেই ধনী ব্যক্তি একটি পাত্রের মধ্যে কিছু বীজ রেখে দিল, এবং বলল সকল ছেলেরা এখান থেকে একটি করে বীজ নিয়ে যাও। বাড়িতে নিয়ে গিয়ে যত্ন করে রোপন করবে, যার গাছ সবচেয়ে বেশি বড় হবে তাকে উত্তরাধিকারী বানানো হবে।

pexels-akil-mazumder-1072824.jpgpexels

ধনী ব্যক্তির কথামতো সকল ছেলেরা একটি করে বীজ নিয়ে বাড়িতে চলে গেল। এবং সবাই একটি করে টপের মধ্যে বীজগুলো রোপন করলো। কিন্তু ছোট্ট একটি ছেলে যে গরিবের সন্তান, সেও তার বীজটি একটি টপের মধ্যে রোপন করে খুবই যত্ন করা শুরু করলো। কিন্তু দুঃখের বিষয় হল সকল ছেলেদের টপের মধ্যে গাছগুলো বড় হতে লাগলো কিন্তু সেই গরিব ছেলেটির টপের মধ্যে থেকে গাছের চারা বের হচ্ছে না। ছেলেটি আরও বেশি যত্ন নেওয়ার শুরু করল কিন্তু সময় যেতে যেতে প্রায় কয়েক মাস চলে গেল। এভাবে সময় যেতে যেতে ছয় মাস শেষ হয়ে গেল কিন্তু বীজ থেকে কোন চারা বের হচ্ছে না।

৬ মাস পরে যখন সবাই সেই ধনাঢ্য ব্যক্তির বাড়িতে চলে গেল, তখন দেখা গেল সবার টপ থেকে বড় বড় কাজ বের হয়েছে। কিন্তু সেই গরিব ছেলেটি টপ থেকে এখনো কোনো গাছ বের হয়নি। তাই ছেলেটি মনে মনে অনেক লজ্জিত হলো, এবং সে তার মায়ের সাথে অন্যদিকে ফিরে দাঁড়িয়ে রইলো। সকল ছেলেরা তাকে দেখে হাসাহাসি করতে লাগলো। কারণ সবার গাছ তো বড় হয়ে গিয়েছে, কিন্তু সেই ছোট্ট ছেলেটির লাগানো বীজ থেকে চারা এখনো বের হয়নি।

pexels-eva-bronzini-6261840.jpgpexels

তখন ধনাঢ্য লোকটি বললেন তোমরা হাসাহাসি বন্ধ কর। আমার উত্তরাধিকারী এই ছেলেটি, এ কথা শুনে সকল ছেলে এবং তার মা রেগে গেল। কারণ সে বলেছিল যার গাছ সবচেয়ে বেশি বড় হবে তাকেই উত্তরাধিকারী বানাবে। কিন্তু এখন তার উল্টোটা করছে। ঠিক তখনই ধনাঢ্য ব্যক্তি বললেন, আমি তোমাদেরকে কোন বীজ দেইনি বরং কুচি পাথর দিয়েছিলাম। কিন্তু যখন টপের মধ্যে থেকে চারা বের হচ্ছিল না তখন তোমরা নিজেরাই তা পরিবর্তন করে অন্য বীজ লাগিয়েছো।

তখন ধনাঢ্য ব্যক্তি সেই ছেলেটিকে এবং তার বাবা-মাকে তার বাড়িতে থাকতে দিলেন এবং তাদের পরিবারের সদস্য বানিয়ে নিলেন।

pexels-vlada-karpovich-4609033.jpgpexels

সুতরাং বোঝা গেল সততা দিয়ে সবকিছু অর্জন করা সম্ভব কিন্তু চালাকি করে কোন কিছু অর্জন করা সম্ভব নয়। যদিও চালাকি করে কিছু অর্জন য়ায় তা বেশিদিন থাকে না। কিন্তু সততার সাথে যা অর্জন হয় যদিও পরিমাণে কম হয় কিন্তু তার মধ্যে অন্যরকম তৃপ্তি আসে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সততা বজায় রেখে জীবনের পথ চলার তৌফিক দান করুন আমীন।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328TqCvhjhspw5NBPbWMShaDD4yjYoZFwyWS9XH9YcrMyqTMGHiWpaGrwDGkXYMbDHgxptYZq3ueRpXapEAPkAuu3vPaZSXJ2USdTC.png

আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Sort:  
 9 months ago 

একটি মানুষের সততা তার নিজ লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে যার ভেতরে কোনো সততা নাই সে দ্রুত ধ্বংস হয়।

কথায় আছে সব সময় সত্যের জয় হয় মিথ্যা বিলুপ্ত হয় প্রত্যেক মানুষের সততার তার নিজের পথচলা গুলো সহজ করে তোলে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞানমূলক একটি আর্টিকেল আমাদের কিছু উপস্থাপনা করার জন্য।

আপনি সত্যিই অসাধারণ একটা পোস্ট করেছেন। সততা মানুষের একটি মহৎ গুণ এই গুণ সবার ভিতর থাকে না। মানুষের সবচাইতে বড় আদালত বিবেক সততা ও বিবেক খাটিয়ে। চলতে পারলে জীবন সুন্দর। তাই সততার সাথে সবকিছু অর্জন করার সম্ভব। সততার সাথে কোন কাজ করলে সেটা অনেক সুমিষ্ট হয়। অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন

 9 months ago 

ভাই সততার পুরষ্কার আমরা পাবো এটাই চিরন্তন সত্য। আজ হোক বা কাল। যুগে যুগে যারা সৎ ছিলো এবং সত্যের পথে অবিচল ছিলো তাদের নাম আজ স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লিখা আছে। সৎ মানুষকে সবাই ভালোবাসে।

প্রিয় ভাই, আপনি সুন্দর এবং শিক্ষনীয় একটি গল্প আজ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য দোয়া রইলো। ভালো থাকবেন।

Loading...
 9 months ago 
  • আপনাকে প্রথমে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি শুভ নববর্ষ। সততা বজায় রেখে চলতে পারলে জীবনের সফলতা আসবেই। সততার মাধ্যমে অনেক কিছু অর্জন করা সম্ভব। জীবনে বাধা বই * পড়তে আসতেই পারে, তাই অসৎ পথ অবলম্বন করা উচিত নয়। জীবনে যেকোনো সময়ে যেকোনো পরিস্থিতিতে সততা কে বিসর্জন দেওয়া মোটেও ঠিক নয়।

  • আপনি যথার্থই বলেছেন সততার সাথে কাজ করলে অনেক কিছু অর্জন করা সম্ভব। জীবনে যারা সার্থক হয়েছে। সকল কম হয়েছে। সবার জীবনে পড়লে আমরা এটি জানতে পারবো। সৎ লোককে স্বয়ং আল্লাহ সহায় করেন। অনেক ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।

  • অনেক সুন্দর একটি বিষয় নিয়ে আপনি
    লিখেছেন। অনেক অনেক শুভকামনা রইল
    আপনার জন্য। আল্লাহপাক যেন আপনাকে সর্বাবস্থায় সৎ থাকতে সাহায্য করে।

 9 months ago 

সততা এমন একটি জিনিস যেটা সবাই ধরে রাখতে পারে না ৷ আর সততা কারো মধ্যে বিরাজমান করলেও সেটা দীর্ঘস্থায়ী করতে পারে না একটা সময় সততা নাম করে খারাপ পথ বেছে নিতে পারে ৷

যাই হোক ধন্যবাদ আপনাকে সততা সম্পর্কে এত সুন্দর একটি পোস্ট আমাদের উপহার দেওয়ার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

চালাকি করে কোন কিছু অর্জন করলে সেটা সাময়িক সময়ের জন্য হয়। কিন্তু সততার মাধ্যমে কোন কিছু অর্জন করলে তা সারাজীবন চিরস্থায়ী হয়। সৎ মানুষদের জীবনে অনেক বেশি প্রতিকূলতার সম্মুখীন হতে হয় কিন্তু শেষ পর্যন্ত তারাই জীবনযুদ্ধে জয়ী হন।

 9 months ago 
  • ছোটবেলা থেকে একটা জিনিস শিখে এসেছি, আমি যে কাজটাই করি না কেন সেটা যদি সৎ ভাবে করা হয় তাহলে অবশ্যই ওই কাজে সফলতা আসবেই।
    আপনার লেখা খুবই সুন্দর আর হ্যাঁ গল্পটা কিন্তু অসম্ভব ভালো লেগেছে, ধন্যবাদ খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
 9 months ago 

সততা আমাদের জীবনের জন্ম খুবই মূল্যবান একটা সম্পদ। যেই মানুষটা এই সম্পদ অর্জন করেছে তার জীবনে বাকি অন্য কোন সম্পদের প্রয়োজন হয়নি। আমি জানি সততার সাথে থাকলে মানুষ অনেক কিছু করতে পারে। অনেক কিছু অর্জন করতে পারে। কিন্তু আমাদের মধ্যে অবশ্যই সততা অটুট থাকতে হবে। যে ছেলেটা সততার সাথে নিজের কাজ করে গেছে সে অনেক ভালো একটা জায়গায় পৌঁছে গেছে। যেটা আপনার পোস্ট পরিদর্শন করে বুঝতে পারলাম। ধন্যবাদ আপনাকে চমৎকার গল্পের মাধ্যমে, নিজেদেরকে কিভাবে সততার মাধ্যমে রাখব সেই বিষয়টা একবারও মনে করিয়ে দেয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভাল থাকবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 62017.93
ETH 2409.75
USDT 1.00
SBD 2.65