"কলমও আমাদের সাথে অভিমান করে"

in Incredible India11 months ago
pexels-pixabay-207700.jpgpexels

বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

হ্যালো স্টিম প্রিয় বন্ধুরা! আপনারা সবাই কেমন আছেন? আশা করি সৃষ্টিকর্তার রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার রহমতে অনেক ভালো আছি সুস্থ আছি।

আমি এবার লিখতে যাচ্ছি' কলমের অভিমান সম্পর্কে।

বন্ধুর সঙ্গে বন্ধুর অভিমান হয়, এমনকি মায়ের সাথে সন্তানেরও অভিমান হয়। কিন্তু লেখক এর সঙ্গে কলমের অভিমান! নাহ, এমন কথা কখনো শুনিনি। কিন্তু শেষ পর্যন্ত আমার সাথেই কি না ঘটে সে অদ্ভুত ঘটনা। আমার সঙ্গে আমার কলমের অভিমানের ঘটনা। শোনো সে কাহিনী।

মিনতি জানালাম, হে কলম! হে বন্ধু আমার! তোমার প্রতি এতদিনের অবহেলার জন্য আমি অনুতপ্ত। ক্ষমা করো বন্ধু! অভিমান করে আর লুকিয়ে থেকো না! এসো, কাছে এসো! আমার হাতে ওঠো, আমাকে শব্দ দাও, বাণী ও বক্তব্য দাও। আমাকে ভাব ও মর্ম উপহার দাও।

এবং আশ্চর্য! আমার আকুতি ও মিনতিতে আমার কলমের অভিমান বিগলিত হলো । দুটি বইয়ের ফাঁক থেকে উঁকি দিয়ে আমার কলম যেন বলে উঠলো, এই যে আমি এখানে।

আমিতো অবাক! এত তন্ন তন্ন করে খোঁজার পর কিভাবে আমার নজর ফাঁকি দিয়ে ছিলে এতোক্ষন! যাহোক মনটা আনন্দে নেচে উঠলো। আলতো করে কলমটাকে হাতে তুলে নিলাম এবং খাতা খুলে লিখতে বসে গেলাম। আর তখনই দেখা দিল দ্বিতীয় বিপত্তি। কলম থেকে কালি ঝরছে না। অনেকদিনের অযত্নে কলমের নিব শুকিয়ে গেছে। আমার মনে হল, আসলে কলমের অভিমান এখনো ভাঙ্গেনি।

pexels-pixabay-356372.jpgpexels

এটাই স্বাভাবিক। এত দীর্ঘ দিনের অনাদর অবহেলা কে-ই বা সইতে পারে । অনেক যত্নে ধুয়ে মুছে পরিষ্কার করে কলমে নতুন কালি ভারলাম। তারপর নতুন উৎসাহে লিখতে বসলাম। তখন দেখা দিল আসল বিপত্তি। মনের পদ্মায় ভাসমান ভাব ও ভাবনাগুলো উধাও। কাগজের ময়দান একেবারে ফাঁকা, যেন ঊষর মরুভূমি। এভাবে ভীষণ মুষড়ে পড়লাম। আমার প্রিয় কলম কি তাহলে চিরজনমের মতই আমার সঙ্গে অভিমান করল!

হতাশায় যখন ভেঙে পড়ার উপক্রম তখনই আমার মনে পরল একটা কথা। হতাশা মুমিনের জন্য নয়, তোমার কাজ চেষ্টা করা, তুমি চেষ্টা করো। মনের ভাব ও ভাবনা যদি খুঁজে না পাও তাহলে কলমের সঙ্গে অভিমানের কথায় লিখ। সেও তো এক চমৎকার ভাবনা।

তখন আমার বোধোদয় হল। আমি লিখতে বসলাম এবং আশ্চর্য! কলমের গতি সাবলীল হতো। শব্দের পর শব্দ ঝরতে লাগল, যেন জলপ্রপাত! আমার কলম যেন আমার প্রতি আগের মতোই প্রসন্ন। কলম অনর্গল লিখতেই থাকলো, আমিও অনেক সময় পর্যন্ত লিখতে থাকলাম, দেখো কলম আমাকে কেমন চমৎকার একটি লেখা উপহার দিল!

pexels-jessica-lewis-998588.jpgpexels

তাই এবার আমি প্রতিজ্ঞা করলাম, আজ থেকে কলমের প্রতি আর কোনো অবহেলা করবো না। কলমকে অযত্নে ফেলে রাখা যাবে না, সব সময় আমি আমার কলমের যত্ন নেব। কলম কে আর কখনো অভিমান করার সুযোগ দিব না।

উপসংহার; যে বস্তুগুলো জ্ঞান শিক্ষা করার মাধ্যম সেই বস্তুগুলোকে অনেক বেশি সম্মান করতে হবে। কোনভাবেই অবহেলা করে ফেলে রাখা যাবে না। তার মধ্যে একটি হচ্ছে কলম, আমরা কলম দ্বারা জ্ঞান অর্জন করি কিন্তু সে কলমকে সম্মান না করে অযথা এখানে সেখানে ফেলে দিই। তাই আসুন আজ থেকে আমরা জ্ঞান অর্জন করার সকল বস্তুকে সম্মান করি।

আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

10% for beneficiary in community @meraindia account

Sort:  
Loading...
 11 months ago 

আপনি অভিমান এর কথা লিখেছেন। আসলে অবহেলা করলে সবারই অভিমান হয়। আপনি আপনার লেখার মাধ্যমে বলেছেন যে, বস্তুগুলো দিয়ে আমরা জ্ঞানলাভ করি সেগুলোকে এখানে সেখানে ফেলে না রেখে যত্ন কর‍তে।
এমন একটা বিষয় নিয়ে লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন। শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

লেখাটি পড়ে মূল্যবান একটি মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন।

আমরা এমন হয়ে গেছি যে যখন যে জিনিসটা লাগে তাকে শুধু সেই সময় তার মূল্যায়ন করি পরে তার খোঁজ খবর রাখি না।যেমন টা আপনি কলমের কথা বলেছেন। অবহেলা করলে অভিমান তো করবেই।আপনার পোস্ট টি পড়ে অনেক ভালো লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন আর আপনার পরবর্তী আকর্ষণীয় পোস্ট এর জন্য অপেক্ষা করছি আশা করি খুব তাড়াতাড়ি আসবে।

লেখাটি পড়ে মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 11 months ago 

কিছুদিন আগে কলমের আত্মকাহিনী পড়েছিলাম। আজকে কলম নিয়ে আরো একটি লেখা পড়লাম। এটা সত্য যে শিক্ষা লাভের উপকরণ গুলোকে যদি সম্মান না করা হয় তাহলে সেটা বড় অন্যায় হবে।

ধন্যবাদ সুন্দর কন্টেট উপহার দেয়ার জন্যে।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই মূল্যবান একটি মন্তব্য করার জন্য।

 11 months ago 

সামনে আরো এমিন চমৎকার পোস্ট দেখার অপেক্ষায়। অনেক ইনেক শুভকামনা

আজ আপনি খুব সুন্দর একটা বিষয় নিয়ে লিখেছেন। আসলে আমরা যখন কোনো কিছুকে পাত্তা না দিই তখন সেটাও অভিমানই করে।আমি কলমের ব্যাপার টা যদি রূপকার্থে ধরি তাহলে এটাই বলব আমাদের সঠিক সময়ে সঠিক ব্যক্তিকে গুরুত্ব দিতে হবে তা না হলে সে অবশ্যই অভিমান করবে।ধন্যবাদ আপনাকে।।

মূল্যবান একটি মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76015.33
ETH 2892.38
USDT 1.00
SBD 2.58