হিংসা অনেক বড় শাস্তিযোগ্য অপরাধ এবং হিংসার প্রকার ভেদ

in Incredible India9 months ago (edited)

pexels-mali-maeder-101667.jpg

source
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারকাতুহু।

প্রিয় সাথী বৃন্দ,
আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি। আজকে আমি হিংসা নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই পোস্টে আপনাদের সকলকে স্বাগতম এবং অভিনন্দন।

মহান আল্লাহ তা'আলা আমাদেরকে এই দুনিয়াতে অল্প কিছু হায়াত দিয়ে পাঠিয়েছেন। পাঠানোর উদ্দেশ্য সবাই আমরা যেন আখেরাতে জন্য নেকি সংগ্রহ করে আবার চলে যেতে হবে। যদিও আমি না যেতে চাই, তবু আমাকে নেওয়া হবে। মৃত্যুর হাত থেকে বাঁচার উপায় নেই। তার পরেও আমরা অনেক ধরনের অপরাধের মধ্যে জঘন্যতম অপরাধ হিংসা করতেই থাকি, করতেই থাকি।

তাই প্রথমে আমাদের জানা উচিত হিংসা আসলে কি?

অপরের ভালো, অপরের উন্নতি, অপরের অর্থ সম্পদ, অপরের প্রভাব প্রতিপত্তি, অপরের পদবী ইত্যাদি যদি আমার কাছে ভালো না লাগে। হয় প্রকাশে মানতে পারিনা, না হয় মনে মনে মানতে পারিনা। এমত অবস্থা যদি আমার অন্তরে বিরাজ করে। তবে অবশ্যই বুঝে নিতে হবে, আমি হিংসা নামক জঘন্যতম অপরাধের সাথে জড়িত। এখন আমরা জানবো আমি কি পরিমান, কোন প্রকৃতির হিংসা নামক অপরাধের সহিত জড়িত।

pexels-mary-taylor-6009149.jpg
source

***প্রকৃতি ও ধরনের উপর ভিত্তি করে হিংসার অবস্থা পাঁচ ধরনের যথাঃ-

  • হিংসার বীজ অবস্থা অর্থাৎ সুপ্ত অবস্থা
  • হিংসার চারা গাছ অবস্থা
  • হিংসার ডালপালা ওয়ালা অবস্থা
  • হিংসার ফুল ফল ধরা অবস্থা
  • হিংসার ফল পাকা অবস্থা

এই চার প্রকার হিংসার অবস্থা বর্ণনা করার পরেই আমি বুঝতে পারবো আমি আসলে কোন পর্যায়ের হিংসার সাথে জড়িত। আর যখন আমি , আমার অবস্থা জানতে পারবো তখন তা সংশোধন হওয়ার অনেক অনেক বিরাট সুযোগ সৃষ্টি হবে। আসুন আমরা জেনে নেই।

  • হিংসার বীজ অবস্থা অর্থাৎ সুপ্ত অবস্থাঃ

যখন আমরা অন্যের ভালো, উন্নতি, অর্থ সম্পদ, প্রভাব প্রতিপত্তি, পদবী ইত্যাদি দেখে মনে মনে ভাল লাগে না অর্থাৎ অন্তরের মধ্যে জ্বলে। মুখে ধীরে ধীরেও প্রকাশ পায় না। এই অবস্থার সৃষ্টি হলে বুঝতে হবে হিংসা নামক অপরাধী আমার ভিতর সুপ্ত অবস্থায় রয়েছে।

pexels-tim-mossholder-7043294.jpg
source

  • হিংসার চারা গাছ অবস্থাঃ

যখন আমরা নিঃশব্দে মুখে মুখে আওড়াতে থাকি। অপরের ভালো, অপরের সম্পদ, অপরের পদবী, অপরের সৌন্দর্য, ইত্যাদি আমার যে অন্তরে ভালো লাগে না সেটা এখন নিঃশব্দে মুখে মুখে আওড়ানোর অবস্থার সৃষ্টি হলে বুঝতে হবে, আমার হিংসা নামক অপরাধের বীজ এখন চারা গজাইয়াছে।

  • হিংসার ডালপালা ওয়ালা অবস্থাঃ

আর যখন আমি, এই পারি, আমি সেই পারি এবং অপরের বিভিন্ন ধরনের ভালো(যেমন সুন্দরী স্ত্রী, সন্তানাদি, অর্থকরী, জমি জমা, পুকুর, গাড়ি বাড়ি, ইত্যাদি)যখন সহ্য হয় না, তখন সে একা একা শব্দ করে মুখে আওরাতে থাকে কিন্তু কারো কাছে নয়। এই অবস্থায় সৃষ্টি হলে বুঝতে হবে, আমার হিংসা নামক গাছের ডালপালা গজায়াছে। এটা মারাত্মক অবস্থা।

  • হিংসার ফুল ফল ধরা অবস্থাঃ

যখন অপরের উন্নতি দেখে, অপরের ভালো দেখে, আমার মধ্যে যে, জ্বালা, ভালো না লাগা, ইত্যাদি নেগেটিভ বিষয়গুলো অপর কোন ব্যক্তির কাছে যদি বর্ণনা করা শুরু করে দেই । তখন বুঝতে হবে আমার মধ্যে হিংসা নামক যে অপরাধটি রয়েছে তার ফুল ফল ধরে গিয়েছে। এটা অত্যন্ত মারাত্মক অবস্থা।

pexels-federico-grosso-caburé-films-9985376.jpg
source

  • হিংসার ফল পাকা অবস্থাঃ

যখন অন্যের ভালো, অন্যের উন্নতি, অন্যের সম্পদের প্রতি লোভ, অন্যের স্ত্রীর প্রতি লোভ, অন্যের সৌন্দর্যের প্রতি লোভ ইত্যাদি। যখন প্রকট আকার ধারণ করে, তখন এগুলো তার থেকে ছিনিয়ে নেওয়ার জন্য যে কোনো পন্থা অবলম্বন করে থাকে যেমনঃ চুরি, ডাকাতি হামলা, মামলা, জাল দলিল, মারধর, ঘুস,সুদ অন্যের সম্পদ হরণ, আপন বোনদের সম্পদ না দেওয়া ইত্যাদি নানা প্রকার জুলুম নির্যাতন শুরু করে দেয়। যখন এই অবস্থায় সৃষ্টি হয়, তখন বুঝতে হবে হিংসা নামক রোগের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছি। এ পর্যায়ে পরে আর কোন পর্যায়ে নেই। এটি অত্যন্ত, অত্যান্ত মারাত্মক অবস্থা।

আসুন, আমরা এখন আমাদেরকে, এই আলোচনার সাথে মিলিয়ে দেখি আমরা কোন পর্যায়ে রয়েছি। যেহেতু আমরা সবাই মানুষ সেহেতু আমাদের কোন না কোন পর্যায়ে অবশ্যই রয়েছে। আমরা যে পর্যায়ে থাকি না কেন এর থেকে পরিত্রাণের উপায় খুঁজে নিজেকে এই জঘন্য অপরাধ হিংসা থেকে বাচাই। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।

Sort:  
 9 months ago 

হিংসা সৃষ্টিকর্তার কাছে অত্যন্ত গর্হিত একটি অপরাধ। কিন্তু বেশিরভাগ সময় কেউ যে আপনাকে হিংসা করছে এটা আপনি বুঝতে পারবেন না। কারণ মানুষের মুখ ও মুখোশ দুটি আলাদা থাকে। অনেকেই আপনার প্রতি হিংসায় জর্জরিত থাকতে পারে কিন্তু দেখা গেল সামনে সেটা প্রকাশ করছে না। ফলে অনেক ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন না যে আপনার সামনের ব্যক্তিটি আপনাকে হিংসা করে।

এ জন্য সৃষ্টিকর্তার কাছে আমাদেরকে পানাহ চাইতে হবে। যাতে মানুষের মনের এই রোগ থেকে আমরা নিজেকে মুক্ত রাখতে পারি। খুব সুন্দর একটি বিষয় নিয়ে আপনি আজকে লিখেছেন। ভালো লাগলো পড়ে। ভালো থাকবেন।

আপনি আমার পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। সুন্দর একটি মন্তব্য করা জন্য ধন্যবাদ। আপনার প্রতি শুভকামনা রইল।

Loading...
 9 months ago 

হিংসা খুবই জঘন্যতম অপরাধ। কিন্তু বর্তমান সময়ে অনেক মানুষের মনে হিংসা অনেক বেশি কোন মানুষ অতিরিক্ত টাকা পয়সা ইনকাম করলে। অথবা অনেক ধন-সম্পত্তির মালিক হলে। আমাদের মধ্যে থাকা কিছু মানুষের মনে, হিংসা চলে আসে হিংসা করা মোটেও ঠিক নয়।

আমাদের যদি মনে হয় ওই মানুষটা আমাদের চাইতে অনেক ভালো আছে। তাহলে আমাদের উচিত সৎ পথে থেকে সঠিকভাবে টাকা উপার্জন করে। ওই মানুষটার মত হওয়া। হিংসা করে কখনো আমরা ওই মানুষের মত হতে পারব না। বরং হিংসা করলে সেই মানুষটার ধন-সম্পদ আল্লাহ তা'আলা আরো বেশি বাড়িয়ে দেবে। তাই হিংসা করা থেকে বিরত থাকতে হবে। যতটুকু প্রয়োজন আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। এবং তার সাথে কঠোর পরিশ্রম করতে হবে।

চমৎকারভাবে হিংসার প্রকারভেদ গুলো আমাদের সাথে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

আপনার প্রতি অনেক ধন্যবাদ রইল। আপনি আমার পোস্টটি সুন্দরভাবে পড়েছেন এবং এর সুন্দর একটি মন্তব্য করেছেন এই জন্য আর একবার ধন্যবাদ জানায়। আপনার প্রতি শুভকামনা রইল।

 9 months ago 

হিংসা করা যেমন অপরাধ তেমনি হিংসা করা ধ্বংসেরও কারন ৷ যেই ব্যাক্তি হিংসা করে তারা কখনও মানুষকে ভালোবাসতে পারে না তারা সাধারনত একে অপরের ভালো দেখতে পারে না অন্যের উন্নতি চায় না ৷ হিংসা এমন একটি জিনিস যা একটি মানুষের মনমানসিকতা খারাপ অবস্থায় চলে যায় ৷

তারপর দেখলাম আপনি প্রকৃতি ও ধরনের উপর ভিত্তি করে হিংসার অবস্থা কিছু পয়েন্ট তুলে ধরেছেন ৷ যাই হোক হিংসা নিয়ে অনেক গুরত্বপূর্ন তথ্য সংক্রান্ত আলোচনা করেছেন ৷ অনেক ভালো লাগলো আজকের আকর্ষণীয় পোস্ট টি আপনার ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

আপনাকে অনেক ধন্যবাদ কারন আপনি আমার পোস্টটি সুন্দরভাবে পড়েছেন এবং আমার পোস্টটি আকর্ষণীয় পোস্ট বলতেও দ্বিধা করেন না, অনেক ভাল লাগল। আপনার প্রতি শুভকামনা রইল।

আজকে আপনি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করেছেন, আজ আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ বেড়ে গিয়েছে, আমরা সকলেই হিংসা নিয়ে পড়ে আছি, আপনি হিংসার ৫ টি প্রকার উল্লেখ করেছেন, হিংসার যে প্রকার গুলো আলোচনা করেছেন সবগুলোর সাথে জড়িত আছি। তাই আল্লাহ তা'আলা আমাদের সকলকে হিংসা-বিদ্বেষ বাদ দিয়ে সহজ সরল জীবন যাপন করার তৌফিক দান করুন আমীন।

 9 months ago 

হিংসা মানুষকে ধ্বংস করে দেয়। হিংসা কারি নিজেও কিছু করতে পারে না অন্যের উন্নতি দেখে হিংসা করে। আল্লাহ তাআলা তাদের পছন্দ করেন না। হিংসা সম্পর্কে অনেক সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন এবং তার সাথে হিংসার বিভিন্ন প্রকারভেদ উল্লেখ করেছেন।

সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

হিংসা মানুষকে ভিতর থেকে শেষ করে দেয়। হিংসা এতটা খারাপ যে একবার এটা মাথায় ঢুকে গেলে অন্য কোন ও কথা ভালো মনে হয় না। আমরা ছোটবেলার থেকে শুনে আসছি যে হিংসা পতনের মূল আসলেই কথা টা অনেক বাস্তব। আমাদের সাথে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন আর আপনার পরবর্তী আকর্ষণীয় পোস্ট এর জন্য অপেক্ষা করছি আশা করি খুব তাড়াতাড়ি আসবে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 59111.01
ETH 2441.11
USDT 1.00
SBD 2.45