অবিশ্বাস্য ভারত মাসিক প্রতিযোগিতা আগস্ট|ডাউনভোট সম্পর্কে আমার উপলব্ধি।


আমি @abdul-rakib,
বাংলাদেশ থেকে


image.pngsource

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQWvoRBGyAuZDdegfBscbmPawdn4kdqgwiuh7yfWpnVg96PCr8dR8CRmqAHjYQE7ZnhQNzdcB9Q.png

হ্যালো স্টিমিয়ান্স, কেমন আছে সবাই? আশাকরি ভালই আছেন. আজকে আমি অবিশ্বাস্য ভারত কমিউনিটির মাসিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি আগস্ট মাসের প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয়েছে "স্টিমিটে ডাউনভোট সম্পর্কে আমার উপলব্ধি" যা স্টিমিটে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদিও এখনো আমি এমন শ্বাস্তি কাউকে পেতে দেখিনি এই প্লাটফর্মে। তবে যদি কেউ পায় তার জন্য এটা ভয়ংকর হবে এতটুকু উপলব্ধি করতে পারি। চলুন শুরু করি ডাউনভোট নিয়ে আমার ধারণা.

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQWvoRBGyAuZDdegfBscbmPawdn4kdqgwiuh7yfWpnVg96PCr8dR8CRmqAHjYQE7ZnhQNzdcB9Q.png

ডাউনভোট সম্পর্কে আপনার উপলব্ধি শেয়ার করুন?

image.pngsource

প্রতিটা ক্ষেত্রেই ভাল এবং মন্দ দুইটারই উপস্থিতি লক্ষ্য করা যায়। আমাদের বাস্তব জীবনের কথা চিন্তা করলে আমরা যেমন ন্যায় এবং অন্যায় বুঝে কাজ করি বা ন্যায় কে সম্মান এবং অন্যায় কে শাস্তি প্রদান করে থাকি। আবার আইনের কথা চিন্তা করলে আমরা কেউ আইনের উর্ধে নই অন্যায় কারী বা আইন অমান্যকারীর জন্য শাস্তির ব্যবস্থা থাকে তার অপরাধের জন্য ঠিক তেমন একটি প্রক্রিয়া হচ্ছে এই স্টিমিটের ডাউনভোট। একজন ইউজার যখন কোন নিয়ম বহির্ভুত কার্যক্রম করে তখন তার ব্যবহারকারীর অ্যাকাউন্টে ডাউনভোট প্রদান করে তার অপরাধের শাস্তি প্রদান করা হয়। যা একজন স্টিমিট ইউজারের জন্য চরম লজ্জার হতে পারে। আইনে ব্যাক্তির উপর সাজা প্রয়োগ করলেও স্টিমিটে ব্যাক্তির অপকর্মের প্রভাব তার অ্যাকাউন্টে প্রভাব ফেলে। আমার মতে ডাউনভোট দুষ্কৃতিকারীদের জন্য একটি দন্ড বলা যেতে পারে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQWvoRBGyAuZDdegfBscbmPawdn4kdqgwiuh7yfWpnVg96PCr8dR8CRmqAHjYQE7ZnhQNzdcB9Q.png

ডাউনভোটগুলি কিভাবে আমাদের অ্যাকাউন্টগুলিকে প্রভাবিত করে? বর্ণনা করুন।

image.pngsource

আমাদের উচিত সবসময় নিয়মের মধ্যে কার্যক্রম পরিচালনা করা। নিয়ম বহির্ভুত কোন কাজ না করা তাহলে কোন বাধা বিপত্তি আসবে না। কিন্তু আমরা যখন অন্যায় বা অপব্যবহার শুরু করি তখনি শুরু হয় আমাদের পতন। তেমন ভাবেই আমরা যখন কমিউনিটি না স্টিমিটের নিয়ম বহির্ভূতভাবে কোন কাজ করবো বা অপকর্মে জড়িত হবো তখন শাস্তি হিসাবে আমার ইউজার আইডিতে ডাউনভোট আসবে। আর এই ডাউনভোট একজন ব্যবহারকারীর রেপুটেশন কমিয়ে দিবে তাকে পরবর্তীতে নজরদারি করা হবে কঠিন ভাবে। অন্যান্য ইউজাররা তাকে খুব একটা ভাল ভাবে নিবে না। যার প্রভাব সেই অ্যাকাউন্টে দিয়ে পরবে। এ প্রভাব শুধু তার উপর নয় বরং কমিউনিটি এবং সে ইউজার যে দেশের তার উপর প্রভাব পড়ে সম্মনহানি হয়।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQWvoRBGyAuZDdegfBscbmPawdn4kdqgwiuh7yfWpnVg96PCr8dR8CRmqAHjYQE7ZnhQNzdcB9Q.png

আপনি কি মনে করেন ডাউনভোট চুরি, অপব্যবহার এবং স্প্যামিং কমাতে সাহায্য করতে পারে? আপনার মতামত শেয়ার করুন.

image.pngsource

অবশ্যই অপব্যবহার এবং স্প্যামিং কমাতে ডাউনভোট দারুন কার্যকরী হবে। এটা আমি আমাদের দেশ বা কোন ব্যাক্তিকে দিয়ে বিশ্লেষণ করবো যদি একটি দেশে আইনের প্রয়োগ না থাকে তাহলে সে দেশের মানুষ দুর্নীতিবাজ এবং নানা ধরনের অপকর্মে জড়িয়ে যাবে। আবার ব্যাক্তির ক্ষেত্রেও তাই হবে কোন ব্যাক্তি অপরাধ করে শস্তি না পেলে সে একই অপরাধ পুনরায় করবে এবং তাকে দেখে অন্যরা উৎসাহিত হবে। ঠিক তেমনি স্টিমিটের ক্ষেত্রেও এমনটা হবে এবং সৎ পরিশ্রমী ইউজাররা আড়ালে থেকে যাবে যার তারা আগ্রহ হারাবে। তাই আমি মনে করি ডাউনভোট স্টিমিটে চুরি এবং স্প্যামিং কমাতে সহায়ক ভুমিকা পালন করবে। পরিশ্রমী ইউজাররা তাদের সঠিক মুল্যায়ন পাবে। আমি যতটুকু জানি ঠিক ততটুকু লিখার চেষ্টা করেছি। ভুলত্রুটি মানবিক দৃষ্টিতে দেখবেন।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQWvoRBGyAuZDdegfBscbmPawdn4kdqgwiuh7yfWpnVg96PCr8dR8CRmqAHjYQE7ZnhQNzdcB9Q.png

আমি আমার বন্ধু @sandimal @sadiaafreen @aatik কে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আপনাদের আমন্ত্রণ
আপনারা আপনাদের ডাউনভোট সম্পর্কে বর্ণ্না করুন।

আমার পোস্ট পড়ার জন্য ধন্যবাদ
আপনার জন্য শুভকামনা.
আপনার মঙ্গল কামনা করছি

Sort:  

অসাধারণভাবে তুলে ধরেছেন ডাউনভোটের কার্যকারিতা। অপব্যবহার এবং স্প্যামিং কমাতে ডাউনভোট ভূমিকা পালন করা। অপব্যবহার এবং স্প্যামিং কমানো গেলে স্টিমিটের মান বৃদ্ধি পাবে ও সততার সাথে ও যা পরিশ্রমী তারা উপকৃত হবে। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপনাকে মুল্যবান মন্তব্য করার জন্য।শুভকামনা আপনার জন্য

Loading...

ধন্যবাদ ভাইয়া আপনাকে, এতো সুন্দর একটি বিষয়বস্তু উপস্থাপন করার জন্য। 😊😇

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.35
JST 0.034
BTC 117564.88
ETH 4609.05
SBD 0.89