স্টিম এনগেজমেন্ট চ্যালেঞ্জ-S10/W5| পরিবেশ দূষণের পেছনে উল্লেখযোগ্য তিনটি কারণ।
I am @abdul-rakib
from Bangladesh.
আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। incredible India তে এই সপ্তাহের চ্যালেঞ্জ "পরিবেশ দূষণ" যা খুবই গুরুত্বপূর্ণ এবং বর্তমান সময়ের এ বিষয়ে সচেতনতা নিয়ে কথা বলা খুব জুরুরি পরিবেশ দূষণের ফলে বিশ্ব আজ হুমকির মুখে। আমি এই চ্যালেঞ্জ এ অংশগ্রহণ করতে আগ্রহী। এমন একটি চ্যালেঞ্জ দেয়ার জন্য ধন্যবাদ অ্যাডমিন কে।
আমি আমার নিজের মত করে পরিবেশ দূষণ নিয়ে বিশ্লেষণ করবো।
১.পরিবেশ দূশণের পেছনে তিনটি উল্লেখযোগ্য কারণ কি?
পরিবেশ দূষণের অনেক কারন থেকে তিনটি কারন
1. নিদ্রিষ্ট স্থানে ময়লা না ফেলে যত্রতত্র ময়লা ফেলা।
আমরা আমাদের পরিবেশ দূষণ নিয়ে সচেতন নই। যার যে যার মত যেখানে সেখানে ময়লা ফেলি (যেমন ঝালমুড়ি, বাদাম, অন্যান্য রাস্তার পাশে কোন খাবার খেয়ে খাবারের ঠোংগা নিদ্রিষ্ট স্থানে না ফেলে যত্রতত্র ফেলি। এছাড়া বাসাবাড়ির ময়লা আমরা সবাই ডাস্টবিনে ফেলি না।
2. প্রয়োজনের তুলনায় বনাঞ্চল না থাকা।
আমাদের প্রয়োজনের তুলনায় বনাঞ্চল অনেক কমে যাচ্ছে যার ফলে পরিবেশে বিরুপ প্রভাব পরছে।
3. যানবাহন এবং ইঁটভাটার ধোয়া।
যানবাহন এবং ইঁটভাটার ধোয়া আমাদের পরিবেশ দূষণে ব্যাপক আকারে প্রভাব ফেলছে।
২.আমরা কিভাবে পরিবেশ দূষণ প্রতিরোধ করতে পারি?
পরিবেশ দূষণ রোধের সবচেয়ে কার্যকর উপায় মানুষের সচেতনতা। এছাড়া আমাদের সকলে যথাস্থানে ময়লা ফেলা, পলিথিন ব্যাগ বর্জন করা এবং পরিবেশ বান্ধব ব্যাগ ব্যাবহার করা, অতিরিক্ত কীটনাশক ব্যাবহার না করা, কলকারখানার বর্জ নদীতে না ফেলা, পরিবেশ দূষণের বিপক্ষে ক্যাম্পেইন করা। বৃক্ষরোপনে উদ্বুদ্ধ কর। বিশ্বকে সবুজে পরিনত করা।
৩.পরিবেশ দূষণ কিভাবে মানুষ সহ সমস্ত জীবন্ত প্রানীকে প্রভাবিত করে?
পরিবেশ দূষণের ফলে বিশ্ব আজ হুমকির মুখে। পরিবেশ দূষনের ফলে মানুষ সহ জীবন্ত প্রানীর ব্যাপক ক্ষতি হয়। পরিবেশ দূষণের ফলে জীবন্ত প্রানীর নানা রকম রোগ হয় (ক্যান্সার, শ্বাসকষ্ট, পানবাহিত রোগ, চুলকানি, ত্বকের সমস্যা)। বনাঞ্চল না থাকায় বন্যপ্রানীদের অভয়ারণ্য নষ্ট হচ্ছে। নানা ভাবে আমাদের উপর এর প্রভাব পরছে।
৪.আপনি কি কখনো আপনার পরিবেশ পরিষ্কার রাখতে অংশ নিয়েছেন?
অবশ্যই আমি বিডি ক্লিনএর একজন সক্রিয় কর্মী আমি প্রায় আমার সংগঠন এর সাথে "পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে" এই শ্লোগান কে বিশ্বাস করে পরিষ্কার অভিযানে বের হই।
৫. একটি বার্তা শেয়ার করুন যা সমস্ত মানুষের মনে রাখা উচিত পরিবেশ সুস্থ রাখতে।
আপনি প্রকৃতিতে যা দিবেন প্রকৃতিও আপানাকে তাই ফেরত দিবে (যেমন একটি বীজ বুনলে গাছ হবে যা আপনার ভবিষ্যতে কাজে লাগবে) এখন সিদ্ধান্ত নিন আপনি কি ফিডব্যাক চান পরিবেশ হতে। আমাদের সচেতনতাই পারে পরিবেশ কে সুস্থ রাখতে সাথে নিজেদেরও।
আমি আপনাকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি
@asif-arman
@yoyopk
@noelisdc
s10/w5 লিঙ্ক ঃhttps://steemit.com/hive-120823/@meraindia/steem-engagement-challenge-s10-w5-or-what-are-the-three-significant-reasons-behind-environmental-pollution
আল্লাহ আপনার মঙ্গল করুন
অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।
আপনি আপনার মত করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করেছেন! যেটা আপনার পোস্ট পড়ে আমি বুঝতে পারলাম।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।
ধন্যবাদ এবং শুভকামনা আপনার জন্যও।
চ্যালেঞ্জে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ৷ আপনি বেশ সুন্দর ভাবে পরিবেশ দূষণ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংক্রান্ত আলোচনা করেছেন ৷ প্রতিটি প্রশ্নের উত্তর আপনি বেশ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ৷
ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
ধন্যবাদ ও শুভকামনা আপনার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপনাকে এংগেজমেন্ট চ্যালেঞ্জে অংশগ্রহণ করার জন্য। ময়লা আমরা যদি যেখানে সেখানে ফেলে তাহলে অবশ্যই সেই জায়গা দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষিত করবে তাই আমাদের প্রতিটা মানুষের উচিত নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলা।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ঈশ্বর আপনাকে ভালো করুক।
এবং খুবই সুন্দর ভাবে আপনি সব প্রশ্নের উত্তর গুলো দেয়ার চেষ্টা করেছেন যেটা পড়ে খুবই ভালো লেগেছে আমার কাছে।
এবং আপনি ঠিক বলেছেন আমরা যদি সচেতন না থাকে তাহলে আমাদের পরিবেশ সব সময় দূষিত থাকবে।