নতুনদের জন্য স্কিল ছাড়া আয়ের সুন্দর একটি মেথড

in Andrew Tate Fans BDlast year

ক্যাজুয়াল # ১

কোনো স্কিল ছাড়া একদম অল্প কিছু টাকা আয় করার জন্য Uniquepaid সাইটটা বেশ ভালো। এখানে আপনি অ্যাপ ডাউনলোড, ভিডিও দেখার মত কাজ করে আয় করতে পারবেন। বিটকয়েন দিয়ে টাকা তুলতে পারবেন। আবার কাউকে রেফার করলে ১০% কমিশনও রয়েছে। তো বিস্তারিত জেনে নেয়া যাক।

সাইন আপ

প্রথমে এই লিংকে যান।
Sign Up এ ক্লিক করুন।
Screenshot_253.png

Bangladesh সিলেক্ট করে কন্টিনিউ করুন।
Screenshot_254.png

নাম ঠিকানা দিন। অবশ্যই Terms & Conditions বাটনে টিক দেবেন। Screenshot_255.png

৫-৬ টা ইন্টারেস্ট সিলেক্ট করুন।

Screenshot_259.png

এগুলো পূরণ না করলেও চলবে।Screenshot_258.png

পাসওয়ার্ড আর ক্যাপচা দিন। পাসওয়ার্ডে কোনো সিম্বল ব্যবহার করবেন না, কেবল অক্ষর আর সংখ্যা। যেমন- hello2023
Screenshot_256.png

মেইল কনফার্ম করে নিন। কাজ শেষ/

কাজ করা

এখানে অনেক ধরণের কাজ করা যায়। যেমন অ্যাপ নামানো, সার্ভে কমপ্লিট করা। আপনার প্রোফাইলে ঢুকে Free Offers এ ক্লিক করুন। অনেক ধরণের অফার পাবেন।
Screenshot_249.png

আমার পরামর্শ থাকবে সার্ভে না করার জন্য, মিথ্যা বলতে হয় আর বাংলাদেশ থেকে অনেক কম টাকা দেয়।

সবচেয়ে ভালো হয় অ্যাাপ নামানোর কাজ করলে। যেমন এখানে দেখুন, একটা গেম নামালে এবং ২০০০ স্কোর করলে আপনি পাবেন ৮০ টাকা।

Screenshot_251.png

একটা ওয়ালের কাজ শেষ হলে আরেকটা ওয়ালে কাজ করুন।

Screenshot_252.png

আমি কাজ করার গাইড হিসেবে কিছু ভিডিও দিচ্ছি এখানে। কাজ করতে থাকুন। কোনো সমস্যা হলে কমেন্ট করুন।



রেফারেল বোনাস

আগামী ৩১শে মার্চ পর্যন্ত তাদের দারুণ একটি অফার চলছে। এখানে যে কাউকে রেফার করলেই আপনি পাবেন ফ্রি ২ ডলার। তবে শর্ত হলো, আপনি যাকে রেফার করবেন তাঁকে মিনিমাম ১ ডলার আয় করতে হবে, তারপরই আপনি আপনার বোনাস পাবেন।

আপনার প্রোফাইলে ঢুকে Referrals এ ক্লিক করলে আপনার রেফারেল লিংক পাবেন
Screenshot_248.png

টাকা তোলা

এখানে টাকা তোলা খুবই সহজ, মাত্র ১ সেন্ট হলেই তুলতে পারবেন। বাংলাদেশিরা বিটকয়েনে পেমেন্ট নিতে পারেন।

তাহলে এখনি এই লিংকে গিয়ে সাইনআপ করে ফেলুন।

✅ ভালো দিক

  • কোনো কাজ জানতে হয় না।
  • খুবই সহজ।
  • নতুনদের জন্য পারফেক্ট

❌ খারাপ দিক
- টাকার পরিমাণ খুবই কম
- প্রফেশনাল না।

Sort:  

Bro, apnar contact share kora zabe?

I'm having some trouble vai. Need your help
uniqpaid.com _ 524_ A timeout occurred - Google Chrome 3_27_2023 3_30_18 PM.png

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 61430.70
ETH 3318.28
USDT 1.00
SBD 2.49