স্টিমইট থেকে আয়ের বিস্তারিত

in Andrew Tate Fans BD2 years ago

আসসালামু আলাইকুম।
স্টিমইট একটা প্লাটফর্ম যেখানে আপনি লেখা, ছবি বা ভিডিও পোস্ট করে আয় করতে পারবেন।
আপনার পোস্টে যখন কেউ আপভোট (লাইক) দেবে তখন আপনি কিছু টাকা পাবেন।

steemit-2.png

এই লেখায় আমরা আলোচনা করবো,
স্টিমইট থেকে আয়ের বিস্তারিত,
টাকা কিভাবে হাতে পাবেন,
আয় কিভাবে বাড়াবেন,

স্টিমইট থেকে আয়ের বিস্তারিত

এখান থেকে কিভাবে আয় করবেন তা তো বুঝেই গেছেন। আপনি একটা পোস্ট করলেন। কেউ লাইক দিলো। আপনার আয় হলো।

তো কিছু টার্মের সাথে আগে পরিচিত হয়ে নিতে হবে

SBD(Steem Dollar)/Seem: এটি স্টিমইটের নিজস্ব ক্রিপ্টোকারেন্সী। বর্তমানে ১ SBD(Steem Dollar)/Seem = ৩ ডলার (দাম চেক করুন এখানে)। এটি অনেকগুলো মার্কেটে লেনদেন হয়, সেল করে টাকায় পরিণত করতে পারেন।

SP (steem power): স্টিম পাওয়ার হলো কার ভোটে কত ক্ষমতা তা নির্ধারণ করে। অর্থাৎ, কেউ একজন আপভোট দিলে আপনি কত টাকা আয় করবেন তা নির্ভর করে এই স্টিম পাওয়ার এর উপর। উদাহরণস্বরুপ, স্টিমইটে অনেক জায়গায় আপনি দেখবেন মাত্র ১০টা ভোটে ৫ ডলার, আবার কোথাও ১০টা ভোটে ১ ডলারও নেই। এর কারণ এই স্টিম পাওয়ার। অর্থাৎ, যার প্রোফাইলে স্টিম পাওয়ার যত বেশি থাকবে, তাঁর ভোটে টাকাও বেশি পাওয়া যাবে।
নতুন অ্যাকাউন্ট খুললে আপনাকে ১৫ স্টিম পাওয়ার দেয়া হয়। দিন দিন পোস্ট আর ভোটের মাধ্যমে এই পাওয়ার বাড়তে থাকবে।

কিউরেটরঃ এটি আর কিছুই না, বরং একটা পোস্টে যারা লাইক-কমেন্ট করেছে।

এবার আসুন, একটা পোস্টে কত টাকা পাওয়া যাবে তা কিভাবে নির্ধারণ হবে?
আপনার পোস্টে কেউ আপভোট দিলে তাঁর স্টিম পাওয়ারের উপর ভিত্তি করে আপনাকে টাকা দেয়া হবে।
একটা পোস্ট থেকে যত টাকা আয় হবে তাঁর ২৫% কিউরেটর অর্থাৎ যারা লাইক কমেন্ট করেছে তারা পাবে।

বাকি ৭৫% পাবেন আপনি, অর্থাৎ পোস্টদাতা। আবার এই ৭৫% এর ২৫% আপনার স্টিম পাওয়ার হিসেবে জমা হবে। আর বাকিটা আপনি পাবেন SBD অর্থাৎ স্টিম ডলার বা সত্যিকারের টাকা হিসেবে।

প্রতিটা পোস্টের নিচে ওই পোস্ট কত ডলার আয় করেছে তা দেখা যাবে

image.png

টাকা কবে পাবেন?

আপনি টাকা আয় করার ৭ দিন পর তা আপনার ওয়ালেটে জমা হবে। এই স্টিম ডলার আপনি সেল করে বিটকয়েন বা অন্য কোনো কয়েনে কনভার্ট করবেন। তারপর সেটা সেল করে আপনি বিকাশ/নগদ/রকেটে নিতে পারবেন।

পুরো প্রসেসটা জটিল মনে হলেও এক-দুইবার প্রাক্টিসের পর একদম সহজ মনে হবে।

আয় কিভাবে বাড়াবেন?

আয় করার উপায় তো খুব কমন, পোস্ট, লাইক আর কমেন্ট করা। বেশী আয় করতে অ্যান্ড্রু টেইট ফ্যান কমিউনিটির পাশাপাশি অনেক বড় বড় কমিউনিটিতে জয়েন করুন আর পোস্ট করতে থাকুন। সাথে আপনার সমমনা লোকদেরও এখানে ইনভাইট করুন। এতে আপনারই লাভ হবে।

এছাড়া অনেক ইংরেজী ও কোরিয়ান কমিউনিটিতে অ্যাফিলিয়েট পোস্ট করেও আয় করতে পারেন। এই সংক্রান্ত গাইড আসবে সামনে ইনশাল্লাহ।

এই লেখাটি আপডেট হতে থাকবে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65970.26
ETH 2696.32
USDT 1.00
SBD 2.88