নারীবাদী আন্দোলনসমূহ- সার্থকতা সন্ধানে

দ্যাখেন, একটা আন্দোলন গড়ে ওঠে শোষিতদের নিয়ে এবং তা হয় শাসক অথবা ডমিনেটর কে উদ্দেশ্য করে। এই দুইপক্ষ না থাকলে অথবা আন্দোলনকারীরা অপর পক্ষকে স্বীকার না করলে আন্দোলন হয় না।
নারিবাদী আন্দোলনগুলিতে এ ধরণের একটি বড় সমস্যা রয়েছে। এরা নিজেরা নিজেদেরকে পুরুষের সমকক্ষ বলে । এবং আন্দোলনও করে পুরুষের বিপক্ষে। আচ্ছা যদি তারা বলে আমরা সম অধিকার চাই তবে মূলত কার কাছে তার এ দাবীটা করে!
পুরুষের কাছে?
হ্যাঁ, উত্তর এর বাইরে যাবার সুযোগ নেই।
আপনি অবশ্য এ ধরণের আন্দোলনকে গণসচেতনতা মূলক আন্দোলন বলতে পারেন। কিন্তু পৃথিবীর আর কোনো গণসচেতনতামূলক আন্দোলনের এমন আগ্রাসী রুপ নেই। আপনি কল্পনা করুন এইচআইওভি সম্পর্কে গণসচেতনতামূলক শোভাযাত্রায় এইচআইভি রোগীদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। টক্সিসিটি স্প্রেড করা হচ্ছে।
সো, নারীবাদী আন্দোলন মূলত পুরুষদেরকেই ইনফেরিওর বানাচ্ছে। 'ফ্রি দ্যা নিপল মুভমেন্ট' – এনে দিচ্ছে ভোগবাদী সমাজে পরম সুখ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64614.75
ETH 3444.80
USDT 1.00
SBD 2.55