কেন বিরত থাকব?

আমরা এমন এক সময়ে এসে পড়েছি যখন নিজেরাই হয়ে উঠেছি নিজেদের প্রভু। নিজের সফলতা, ইচ্ছা, নিরাপত্তা সবচেয়ে বেশি জরুরি। কোনটা ভালো কোনটা খারাপ- তাও ঠিক করছি আমরা। আধুনিক লিবারেল সভ্যতা ঠিক এমন কিছু করার জন্য আমাদেরকে শেখাচ্ছে মিডিয়া, শিক্ষাব্যবস্থা থেকে নিয়ে সবকিছুর মাধ্যমে। নিজেকে নিজেদের লোভ, কামনার দাস বানিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে। প্রভু হয়ে বসছে পশ্চিমা ফিরিঙ্গি সাদা চামড়ার মানুষরা।

এমন একটা সময়ে একজন মুসলিম অন্যতম হিরোইক যে কাজটা করতে পারে তা হলো রামাদানকে প্রাণভরে পালন করা। রামাদান হলো একজন মুসলিমের সর্বোচ্চ আনুগত্যের সময়। এখানে প্রতি পদে পদে মনে করিয়ে দেওয়া হয় মূল প্রভু আসলে কে। নিজেদের চাহিদাই যে এখানে শেষ কথা না, আল্লাহর আনুগত্যই যে চুড়ান্ত তা শিখিয়ে দেওয়া হয়।

  • কেন না খেয়ে কষ্ট করবেন?

  • কারণ আল্লাহ বলেছেন।

  • কেন যায়িজ, হালাল ও সওয়াবের কিছু কাজ বন্ধ রাখবেন?

  • কারণ আল্লাহ বলেছেন।

  • কেন গরীবদেরকে দিয়ে নিজের টাকা নষ্ট করবেন?

  • কারণ আল্লাহ বলেছেন।

এটাও অন্যতম কারণ, যার কারণে রামাদানকে বলা হয়েছে তাকওয়া অর্জনের মাধ্যম।
রামাদানকে এমন প্রোডাক্টিভ করে রাখুন, যেন বছরের আর সব মাস রামাদানের প্রোডাক্টিভিটিকে মিস করেন। বিশ্বাস করুন, বারাকাহ উপচে পড়বে ইনশাআল্লাহ।
রামাদান মুবারাক।

✍️ ইরফান সাদিক

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59705.02
ETH 2619.44
USDT 1.00
SBD 2.39