Friendship In Life - জীবনে বন্ধুত্বের গুরুত্ব
জীবনের প্রতিটি মুহূর্ত হতে পারে অনেক সুন্দর যখন আমার প্রিয় মানুষটি আমার খুব ভাল বন্ধু। সে আমার সুখে হাসবে আমার কষ্টে কাঁদবে আর আমার জীবনের খারাপ সময়গুলোতে শক্ত হয়ে পাশে থাকবে।
ভাল বন্ধু পাওয়া দুর্লভ বিষয়। যে পায় সে যেন মহামূল্যবান কিছুই পায় জীবনে। এরা অনেক ভাগ্যবান। তবে সবচেয়ে বেশি ভাগ্যবান সে যে তার জীবন সঙগীকে বন্ধু হিসেবে পায় যার সাথে সে সবকিছু ভাগাভাগি করে নিতে পারে সহজে।
Image Source : https://pixabay.com/images/id-447701/
সবাই বলে বাল্যবন্ধুদের মতো ভাল বন্ধু নাকি জীবনে আর পাওয়া যায় না। অনেকাংশেই কথাটা সত্য তবে ভাগ্য ভালো থাকলে যে কোন বয়সেই ভাল বন্ধু পাওয়া সম্ভব।
ছোটবেলা থেকেই যদি মনের মতো একটা বন্ধু পাওয়া যায় আর সেই বন্ধুটা যদি আজীবন বট গাছের মতো পাশে থাকে তাহলে এর থেকে সৌভাগ্যের আর কি হতে পারে।
অনেকেই বলে একজন স্বামী নাকি ভাল বন্ধু হয়না বা একজন স্ত্রী নাকি ভাল বন্ধু হয়না কিন্তু আপনি ভাল বন্ধু পাওয়ার আশা করে নিজেই যদি ভাল বন্ধু হয়ে না ওঠেন তাহলে কিভাবে আপনি একজন ভাল বন্ধু পাওয়ার আশা করেন?
ভাল বন্ধু পেতে হলে আগে ভাল বন্ধু হতে শিখুন দেখবেন চারপাশটা বন্ধুত্বপূর্ণ আচরণে পরিপূর্ণ হয়ে গেছে। আমাদের উচিত আমাদের সন্তানদের সঠিক বন্ধু নির্বাচনে সহায়তা করা আর তাদের একা করে না দেওয়া।
নিজে সন্তানের ভাল বন্ধু হয়ে যান বিনিময়ে ভবিষ্যতে আপনিও একটি ভাল বন্ধু পেয়ে যান কারণ আপনার সন্তানই একটা সময় দেখবেন আপনাকে অনেক বোঝে ঠিক যেমন একটা বন্ধু আরেকটা বন্ধুকে।
বন্ধু ছাড়া জীবন যেন জীবন নয় এ যেন এক উত্তপ্ত মরুভূমি। একাকীত্বকে না বলুন কারণ একাকীত্বের চেয়ে একজন উত্তম বন্ধুকে জীবনে স্থান দেওয়া বেশি ভাল তবে এটাও সত্য সে একটি খারাপ মানুষকে বন্ধু হিসেবে বেছে নেওয়ার চেয়ে একাকীত্ব উত্তম।
আসুন ভাল বন্ধু লাভের আশা করার পাশাপাশি আমারা ভাল বন্ধু হতে শিখি।
ধন্যবাদ আমার লেখাটি পড়ার জন্য 😇
Nothing is as good as loyal friend.
And keep a company of good friends and do away with the bad ones.
Though I couldn't read your post cause of language but I believe we are on the same page