আজ আমি অফিস থেকে আসার পর।
আশাকরি আপনারা সবাই ভালো আছেন? আমি আজ আল্লাহ তায়ালার রহমতে ভালো আছি। আজ আমার সন্ধ্যা ছয়টা অফিস থেকে ছুটি নিলাম।
আজ আমার একটি উদ্যোগ ছিল যে আমি আজ আমার বন্ধুকে নিয়ে কিছু পুশাক কিনার জন্য। সেখানে আমার কিছু পুশাক কিনলাম ।পরে বন্ধুকে নিয়ে আমি কিছু খাবার
খাওয়ার জন্য এক রেস্টুরেন্টে গিয়ে কিছু খাবার খেলাম।
বন্ধুকে নিয়ে আমি আমার বাসার দিকে রওনা হলাম সেখানে আমার আরও কয়েকজন বন্ধুর সাথে দেখা হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বাসায় আসছিলাম।পরে আমি আমার বাসায় কিছু খাবার আছিল আমি আর আমার বর ভাই মিলে খেয়ে নিলাম।
কিছুক্ষণ পর আমার বর ভাইয়ের সাথে কিছু গুরুত্বপূর্ণ পারিবারিক বিসয়ে আলাপ আলোচনা করছিলাম। পর দিন সকালে ঘুম থেকে উঠে গোসল করে আমার নতুন পুশাক পরে আমি আমার অফিসের জন্য রুয়ানা হই
Hfhjfcbnkvb
Hvfgjj
Jffjfvnhg