Health division in Bangladesh

in Account Booster 👍3 years ago

images (8).jpeg

Image Source

Today I will talk about the government hospitals in Bangladesh. Bangladesh is a small country located in Asia. Although the country is small in size, Bangladesh is densely populated in terms of human habitation. Bangladesh has a population of 1056 people per square kilometer and a birth rate of 1.38% per year.

With the existence of democratic governance in Bangladesh, any head of state has to give more importance to the five fundamental rights out of all the rights. And those five basic rights are food, clothing, shelter, education, medical care. No citizen living in Bangladesh can enjoy any of these five rights without any hassle. In order to enjoy these, of course, there is no alternative to time, money and hard work in Bangladesh.

If you go to an upazila based health complex located in Bangladesh, the last thing you will find is time spent + money is spent + running with the patient + unhealthy environment and the patient's condition is worse due to negligence in the duties of the nurse-doctor. Then you will be forced to be admitted to a private hospital.

If you go to the district based health centers or Sadar hospitals to see the same thing, but here you will see one more thing as well as the broker. You will see a lot of violence of brokers here but the treatment is comparatively better in the department level and capital level hospitals. Such a picture of the health department is really unfortunate. Hopefully this depressing situation in our health department will change soon.

আজ আমি কথা বলবো বাংলাদেশের সরকারি হাসপাতাল গুলো নিয়ে। বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত ক্ষুদ্র একটি দেশ। দেশটি আয়তনের দিক দিয়ে ছোট হলেও মানুষের বসবাসের দিক দিয়ে বাংলাদেশ ঘনবসতিপূর্ন। বাংলাদেশের প্রতি এক বর্গ কিলোমিটারে ১০৫৬ জন মানুষের বসবাস এবং প্রতি এক বছরে জন্মহার ১.৩৭%।

বাংলাদেশে গনতান্ত্রিক শাসনব্যবস্থা বিদ্যমান থাকায় সব অধিকারের মধ্যে পাঁচটি মৌলিক অধিকারকে বেশি গুরুত্ব দিতে হয় যেকোনো রাষ্ট্র প্রধানকে। আর সেই পাঁচটি মৌলিক অধিকার হলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এই পাঁচটি অধিকারের কোনোটিই বাংলাদেশে বসবাস করা কোনো নাগরিক কোনো ধরনের পেরেশানি ছাড়াই ভোগ করতে পারেন না। এগুলো ভোগ করতে হলে অবশ্যই সময়, টাকা এবং পরিশ্রমের কোনো বিকল্প নেই বাংলাদেশে।

আপনি যদি বাংলাদেশে অবস্থিত কোনো উপজেলা ভিত্তিক স্বাস্থ্য কমপ্লেক্সে যান তবে সব শেষ আপনি যেটা পাবেন সেটা হলো সময় ব্যায়+ টাকা শেষ+ রুগি নিয়ে দৌড়ানো + অস্বাস্থ্যকর পরিবেশে এবং নার্স- ডাক্তারের কর্তব্যে অবহেলার কারনে রুগির অবস্থা আরো খারাপ। তারপর আপনাকে বাধ্য হয়ে একটা প্রাইভেট হসপিটালে ভর্তি হতে হবে।

আপনি জেলা ভিত্তিতে স্বাস্থ্য কেন্দ্র বা সদর হাসপাতাল গুলোতে গেলেও একই জিনিস দেখতে তবে এখানে পাশাপাশি আরও একটি জিনিস দেখবেন সেটা হলো দালাল। এখানে দালালদের দৌরাত্ম্য অনেক বেশি দেখতে পাবেন তবে বিভাগ পর্যায়ের এবং রাজধানী পর্যায়ের হাসপাতাল গুলোতে চিকিৎসা তুলনামূলকভাবে ভাল হয়। স্বাস্থ্য বিভাগের এমন চিত্র সত্যিই দূর্ভাগ্যজনক। আশাকরি আমাদের স্বাস্থ্য বিভাগের এই হতাশাজনক অবস্থায় দ্রুতই পরিবর্তন আসবে।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.25
JST 0.041
BTC 97216.32
ETH 3411.71
USDT 1.00
SBD 2.97