Week-4 || Share a small business Idea for new entrepreneurs.

in Steem4Professionals4 months ago

আসসালামুয়ালাইকুম। Share a small business Idea for new entrepreneurs – Week 4 কন্টেস্টে আমাকে ইনভাইট করেছে @abdullah79. ভাই। এই কন্টেস্টের জন্য আমি তরুণ উদ্যোক্তাদের জন্য দারুণ একটি ব্যবসার আইডিয়া নিয়ে হাজির হয়েছি।


IMG_20240717_181217_987.jpg

ব্যবসার নামঃ- ঔষধ ফেরি করে বিক্রি।

এই ব্যবসা সাধারণ ফার্মেসিতে ঔষধ বিক্রি করা নয়। ফার্মেসিতে ঔষধ বিক্রির সাথে অনেকগুলো স্কিল জড়িত। কিন্তু এই ব্যবসার জন্য আপনার কোন আলাদা স্কিলের প্রয়োজন হবে না মার্কেটের অভ্যন্তরিণ কন্ডিশন জানা বাদে।

কিভাবে করবেন এই ব্যবসা

এই ব্যবসাটি মূলত আপনি কিছু সিলেক্টেড ঔষধ ডিলারের কাছ থেকে কিংবা মিডফোর্ড থেকে কিনে এনে স্থানীয় মহল্লার দোকানগুলোতে বিক্রি করবেন। এটাই মূল বিজনেস। এজন্য আপনাকে কেবল দুটি বিষয়ই জানতে হবে,
• মহল্লার ফার্মাসিস্ট কত দামে সিলেক্টেড মেডিসিনটি ক্রয় করে?
• আপনি ডিলার কিংবা মিডফোর্ড থেকে ওই প্রোডাক্টটি কত দামে কিনেন?
ব্যাস। এটুকু ধারণা নিয়েই আপনি ব্যবসায় নেমে যেতে পারবেন।


কোথায় এবং কত টাকা লাগবে?

কোথায় ব্যবসা করবেন তা নির্ভর করবে আপনি কত টাকা ইনভেস্ট করবেন তার উপর। যদি আপনি মাত্র ১০ হাজার টাকা দিয়েও শুরু করতে তাতেও পারবেন। আবার যদি এক কোটি টাকা দিয়েও শুরু করতে চান, তাহলেও পারবেন। এটা আপনার ইচ্ছা।

আপনি যদি ইনভেস্ট বেশি করেন তবে ভালো যোগাযোগ ব্যবস্থা আছে এমন যেকোন একটি জায়গায় একটি গুদাম ভাড়া করে শুরু করতে পারেন। অন্যথায়, কম তাকা ইনভেস্ট করলে আপনার বাসাকেও গুদাম বানিয়ে শুরু করতে পারেন। এই ব্যবসায় জড়িত বেশির ভাগই নিজের বাড়িকেই গুদামের মত ব্যবহার করে।


সুবিধা

এই ব্যবসায়ের বড় সুবিধা হচ্ছে আপনি কম টাকা ইনভেস্ট করে এবং কয়েকটি মাত্র আইটেমের উপর ভিত্তি করেই ব্যবসা করতে পারবেন। আপনি চাইলে কেবল মাত্র একটি প্রোডাক্টের উপর ভিত্তি করেও এই ব্যবসা চালাতে পারবেন। কোন সমস্যা হবেনা। তবে যত আইটেম তত সেল, তত লাভ। আর প্রোডাক্টের জোগানও নিজের প্রয়োজন বা বিক্রি অনুযায়ী রাখলেই হয়। নিজের বাড়ি থেকেই ব্যবসা পরিচালনা করতে পারা যায়। মার্কেটের উপর ভিত্তি করে আপনি দাম ঠিক করতে পারবেন বলে মূল চাবি আপনার হাতেই থাকবে।


অসুবিধা

এই ব্যবসার যা সুবিধা, সেটাই আবার অসুবিধার কারন। আপনি ইনভেস্ট কম করলে আপনার প্রায়ই ডিলার কিংবা মিডফোর্ডে দৌড়াতে হবে। আপনার গ্রাহকরা হলে দোকানদাররা। আর পাইকারি ব্যবসায় আপনাকে বাকি দিতেই হবে। এছাড়া ব্যবসা করা যায়না। অনেক বড় বড় গ্রাহক আবার এমনিতেই এক চালান তাদের কাছে রেখে দেয়। ফলে আপনার মূলধন কম হলে বিপদে পড়ে যাবেন।
কম্পিটিটর বেশি থাকলে, লিয়াজো না করে বাণিজ্য করতে চাইলে খুবই কম লাভে প্রোডাক্ট ছাড়া লাগতে পারে। এটি আরেকটি মন্দ দিক।


আমি এই ব্যবসা দেখেছি এবং শেয়ার করা কিছু ছবি

আমি যেহেতু একজন ফার্মাসিস্ট তাই আমি এই সম্পর্কে জানি এবং ব্যক্তিগত ভাবে তাদের অনেককেই চিনি। নিচের চিত্রে আমি একটি গোডাউনের কয়েকটি মজুদ করা প্রোডাক্টের ফটো সংযুক্ত করলাম।

IMG_20240715_232453_941.jpg

IMG_20240715_232457_522.jpg

IMG_20240715_232501_200.jpg

IMG_20240717_181206_215.jpg

IMG_20240717_181225_108.jpg


আমন্ত্রণ

আমি @shapladatta, @shaplaa এবং @atikhasan575 কে কন্টেস্টে অংশ নেয়ার জন্য আমন্ত্রণ করলাম।

Sort:  

Thank you very much for inviting me .

 4 months ago 

Welcome. You may attend those contest.

Thank you for mentioning me !

 4 months ago 

Welcome.

Loading...

image.png
CONGRATULATIONS!!

This post has been upvoted - Steem's Angels with @steemcurator09/ Curated by: @ruthjoe

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 91530.30
ETH 3127.22
USDT 1.00
SBD 3.07