মোদের ঐতিহ্যবাহী কমিউনিটির পক্ষ থেকে আয়োজিত একটি পিকনিক🥰🥰
সবাইকে স্বাগতম
আশা করি আপনারা সবাই ভাল আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভাল আছি। আমি @Lifestyle কমিউনিটিতে আজ প্রথম একটি পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি যে বিষয়ের উপর আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখতে যাচ্ছি সেটি হল সবার স্বপ্নের কমিউনিটির পক্ষ থেকে আয়োজিত পিকনিক এবং উল্লাস। তাহলে বন্ধুরা চলুন দেরি না করে আজকের বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করা যাক:-
![]() |
|---|
- গ্যালারির কোণে পড়ে থাকায় সুন্দর মুহূর্ত যা প্রকাশ করার মতো জায়গা কিংবা কমিউনিটি পাচ্ছিলাম না আজকে প্রকাশ করার আমার ভাগ্য হলো। যে কমিউনিটির পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল সেখানে পোস্ট করতে না পারা আমার ভাগ্য😥😥😥
![]() |
|---|
দিনটি ছিল অক্টোবর মাসের ১ তারিখ যেখানে আমাদের ঐতিহ্যবাহী কমিউনিটির পক্ষ থেকে একটি পিকনিকের আয়োজন করা হয়েছিল। আমাদের শ্রদ্ধেয় তৌফিক ভাই সবার সাথে আলোচনার মাধ্যমে আমাদের জমিরহাটের খাওয়া-দাওয়ার আয়োজন করেছিল। আয়োজিত অনুষ্ঠানটির দায়িত্ব দেওয়া হয়েছিল সুমন ভাই এবং আমার উপর। রাত্রেবেলা তৌফিক ভাই আমাদের কাছে টাকা পৌঁছে দেয় আর আমরা যাবতীয় পিকনিকের খরচ করি।
![]() |
|---|
পরের দিন সকাল বেলা পাশের গ্রামে খোঁজাখুঁজি করে হাঁস নিয়ে আসি আর আমাদের জমিরহাট থেকে গরুর মাংস ক্রয় করি। দিনটি ছিল শুক্রবার আর সকল ভাইদের মতামত ছিল আমাদের এলাকায় এসে ঘুরাঘুরি করবে এবং জুমার নামাজ পড়বে। হয়তোবা যেকোনো কারো অনুপস্থিতির কারণে তারা সময়মতো আসতে পারেনি তাই কেন্দ্রীয় বাস টার্মিনালে একটি জামে মসজিদে নামাজ আদায় করে। এখন আমাদের মূল বিষয় হলো আয়োজিত অনুষ্ঠানটি কোথায় স্থায়িত্ব দেওয়া যায়।
![]() |
|---|
সকলের মতামত নিয়ে আমাদের এলাকার শ্রদ্ধেয় এক স্যারের বাগানে অনুষ্ঠানটি পালন করার সিদ্ধান্ত নেই। তারপর সেই স্যারের সাথে যোগাযোগ করে আমরা সিদ্ধান্তটি কে প্রধান্য দেই। অপ্রত্যাশিতভাবে আমাদের বড় ভাইয়েরা সেই বাগানটি পরিদর্শন করতে গিয়ে কয়েকটি বকাটে ছেলেকে দেখতে পেরে সেখান থেকে চলে আসে আর সেখানে পিক অনুষ্ঠিত করতে না করে দেয়। যাই হোক সেই দিন আমাদের এলাকায় একজন ব্যক্তি মারা যাওয়ায় আমরা আমাদের স্কুল মাঠে কিংবা এলাকার ভিতরে পিকনিক করতে অক্ষম হয়ে পড়ি।
![]() |
|---|
অবশেষে আমাদের রান্নাবান্নার পালা বড় ভাইয়েরা চলে গেল বাজারে ঘুরাঘুরি করতে। আমরা সুমন ভাইয়ের বাড়িতে রান্নাবান্নার জিনিসপত্র সংগ্রহ করে সবকিছু সুন্দর ভাবে সেরে ফেললাম। আমাদের আয়োজিত পিকনিকের রাধুনী ছিল সোহাগ ভাই তিনি অবশ্য হাঁসের মাংস খুব ভালই রান্না করেন এবং সুমন ভাই গরুর মাংস রান্না করেন। আর আমি খালি সেই মাংসগুলো টেস্ট করি একজন ব্লগারের মত। আমাদের রান্নাবান্না প্রায় শেষের দিকে সেই সময় উপস্থিত হলো আমাদের প্রিয় সৈকত ভাই।
তারপর আমরা তৌফিক ভাইকে ফোন করলাম তিনি বললেন খাওয়া-দাওয়ার আয়োজন আমাদের পার্বতীপুর ক্যানেলে হবে। আমরা আমাদের আয়োজন করা সকল খাবার এবং থালা-বাসন প্লেট নিয়ে সেখানে পৌঁছে গেলাম। আমরা সবাই মিলে একত্রিত হয়ে কিছু বক্তব্যের মাঝে দিয়ে এবং ছোট্ট একটি দোয়া অনুষ্ঠিত করে খাওয়া-দাওয়া শুরু করলাম। একেকজনের খাওয়া দাওয়ার স্টাইল ছিল অসম্ভব সুন্দর।
![]() |
|---|
তারা সবাই মিলে একত্রিত হয়ে অনেক গল্প করে আমাদের খাওয়া-দাওয়ার আয়োজনটি শেষ করি। তারপর আমাদের শ্রদ্ধেয় বড় ভাইরা বিশেষ একটি কারণে আমাদের জমির হাটে আসে। হতে সবাই জেনে গেছে আমরা কি জন্য জমিরহাটে এসেছিলাম। ও বন্ধুরা আমাদের ঐতিহ্যবাহী কমিউনিটির এই পোস্টটি ছিল অপ্রাসিত আমি করতে সময় পাইনি ৩-৪ দিন পরেই দেখি আমাদের কমিউনিটিতে ঝামেলা লেগে গেছে। তখন থেকে আমার গ্যালারির এক কোণে এই সকল পিকগুলো হাহাকার করছিল।
তো বন্ধুরা এই ছিল আমার আজকের সুন্দর মুহূর্তের একটি বিশেষ দিন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি সকলেই ভাল থাকবেন।
এই কমিউনিটিতে কাজ করার জন্য ভিন্ন কমিউনিটির কয়জন বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি।
@eamin787898
@khaledakter
@rafi055
@salmanabir
@kamal11
@bayuofficial
@bryn24
@roshani96
| ডিভাইস | Realme c15 |
|---|---|
| ফটোগ্রাফার | @mdparvaj |
| বিষয় | পিকনিক |
🙋♂️আমার পরিচয়🙋♂️ |
|---|



























https://twitter.com/ParvejAkter1/status/1731302856429638016?t=S23EVLq7_l-Wi47mAdSA3Q&s=19
Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.
MashaAllah nice pictures
Thanks brother
সেইদিন অনেক সুন্দর একটা সময় অতিবাহিত করেছিলাম।আমি আশা করেছিলাম যে পারভেজ আমাকে এক পিছ মাংস দিবে কিন্তু সে দেয় নি। এটা আমার সারাজীবন মনে থাকবে। আমরা যদি আমাদের নতুন এই কমিউনিটিকে দাড় কারাতে পারি তাহলে আবারো হবে এইরকম পিকনিক।
তুই তো অত্তি বসছিলু
সেইদিন অনেক সুন্দর একটি দিন অতিবাহিত হয়েছে। সবাই মিলে অনেক মজা হয়েছে।
হুম
This post has been supported through the account Steemcurator06 for containing good quality content.
Curated by : @ridwant
thanks sir