মোদের ঐতিহ্যবাহী কমিউনিটির পক্ষ থেকে আয়োজিত একটি পিকনিক🥰🥰

in Life styles9 months ago (edited)

সবাইকে স্বাগতম

আসসালামু আলাইকুম
আশা করি আপনারা সবাই ভাল আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভাল আছি। আমি @Lifestyle কমিউনিটিতে আজ প্রথম একটি পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি যে বিষয়ের উপর আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখতে যাচ্ছি সেটি হল সবার স্বপ্নের কমিউনিটির পক্ষ থেকে আয়োজিত পিকনিক এবং উল্লাস। তাহলে বন্ধুরা চলুন দেরি না করে আজকের বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করা যাক:-

কভার ফটো

1701602436055.jpg
  • গ্যালারির কোণে পড়ে থাকায় সুন্দর মুহূর্ত যা প্রকাশ করার মতো জায়গা কিংবা কমিউনিটি পাচ্ছিলাম না আজকে প্রকাশ করার আমার ভাগ্য হলো। যে কমিউনিটির পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল সেখানে পোস্ট করতে না পারা আমার ভাগ্য😥😥😥
হাঁস😋😋
IMG20230901145807.jpg
IMG20230901145223.jpg
IMG20230901145214.jpg

দিনটি ছিল অক্টোবর মাসের ১ তারিখ যেখানে আমাদের ঐতিহ্যবাহী কমিউনিটির পক্ষ থেকে একটি পিকনিকের আয়োজন করা হয়েছিল। আমাদের শ্রদ্ধেয় তৌফিক ভাই সবার সাথে আলোচনার মাধ্যমে আমাদের জমিরহাটের খাওয়া-দাওয়ার আয়োজন করেছিল। আয়োজিত অনুষ্ঠানটির দায়িত্ব দেওয়া হয়েছিল সুমন ভাই এবং আমার উপর। রাত্রেবেলা তৌফিক ভাই আমাদের কাছে টাকা পৌঁছে দেয় আর আমরা যাবতীয় পিকনিকের খরচ করি।

আলোচনা সভা🗣️🗣️

IMG20230901163456.jpg

পরের দিন সকাল বেলা পাশের গ্রামে খোঁজাখুঁজি করে হাঁস নিয়ে আসি আর আমাদের জমিরহাট থেকে গরুর মাংস ক্রয় করি। দিনটি ছিল শুক্রবার আর সকল ভাইদের মতামত ছিল আমাদের এলাকায় এসে ঘুরাঘুরি করবে এবং জুমার নামাজ পড়বে। হয়তোবা যেকোনো কারো অনুপস্থিতির কারণে তারা সময়মতো আসতে পারেনি তাই কেন্দ্রীয় বাস টার্মিনালে একটি জামে মসজিদে নামাজ আদায় করে। এখন আমাদের মূল বিষয় হলো আয়োজিত অনুষ্ঠানটি কোথায় স্থায়িত্ব দেওয়া যায়।

আনন্দ উদযাপন🥰🥰

IMG20230901163449.jpg

IMG20230901163628.jpg

IMG20230901163546.jpg

IMG20230901164136.jpg

IMG20230901163444.jpg

IMG20230901163755.jpg

সকলের মতামত নিয়ে আমাদের এলাকার শ্রদ্ধেয় এক স্যারের বাগানে অনুষ্ঠানটি পালন করার সিদ্ধান্ত নেই। তারপর সেই স্যারের সাথে যোগাযোগ করে আমরা সিদ্ধান্তটি কে প্রধান্য দেই। অপ্রত্যাশিতভাবে আমাদের বড় ভাইয়েরা সেই বাগানটি পরিদর্শন করতে গিয়ে কয়েকটি বকাটে ছেলেকে দেখতে পেরে সেখান থেকে চলে আসে আর সেখানে পিক অনুষ্ঠিত করতে না করে দেয়। যাই হোক সেই দিন আমাদের এলাকায় একজন ব্যক্তি মারা যাওয়ায় আমরা আমাদের স্কুল মাঠে কিংবা এলাকার ভিতরে পিকনিক করতে অক্ষম হয়ে পড়ি।

নতুন জামাই বেসে😃

IMG20230901165445.jpg

অবশেষে আমাদের রান্নাবান্নার পালা বড় ভাইয়েরা চলে গেল বাজারে ঘুরাঘুরি করতে। আমরা সুমন ভাইয়ের বাড়িতে রান্নাবান্নার জিনিসপত্র সংগ্রহ করে সবকিছু সুন্দর ভাবে সেরে ফেললাম। আমাদের আয়োজিত পিকনিকের রাধুনী ছিল সোহাগ ভাই তিনি অবশ্য হাঁসের মাংস খুব ভালই রান্না করেন এবং সুমন ভাই গরুর মাংস রান্না করেন। আর আমি খালি সেই মাংসগুলো টেস্ট করি একজন ব্লগারের মত। আমাদের রান্নাবান্না প্রায় শেষের দিকে সেই সময় উপস্থিত হলো আমাদের প্রিয় সৈকত ভাই।

সেই সাধ 😋😋😋


IMG20230901165443.jpg

IMG20230901165004.jpg

IMG20230901165843.jpg

IMG20230901164957.jpg

IMG20230901165001.jpg

IMG20230901165016.jpg

তারপর আমরা তৌফিক ভাইকে ফোন করলাম তিনি বললেন খাওয়া-দাওয়ার আয়োজন আমাদের পার্বতীপুর ক্যানেলে হবে। আমরা আমাদের আয়োজন করা সকল খাবার এবং থালা-বাসন প্লেট নিয়ে সেখানে পৌঁছে গেলাম। আমরা সবাই মিলে একত্রিত হয়ে কিছু বক্তব্যের মাঝে দিয়ে এবং ছোট্ট একটি দোয়া অনুষ্ঠিত করে খাওয়া-দাওয়া শুরু করলাম। একেকজনের খাওয়া দাওয়ার স্টাইল ছিল অসম্ভব সুন্দর।

গরিবের বেসিন😂😂

IMG20230901165806.jpg

IMG20230901165753.jpg

IMG20230901165752.jpg

IMG20230901165822.jpg

IMG20230901165807.jpg

তারা সবাই মিলে একত্রিত হয়ে অনেক গল্প করে আমাদের খাওয়া-দাওয়ার আয়োজনটি শেষ করি। তারপর আমাদের শ্রদ্ধেয় বড় ভাইরা বিশেষ একটি কারণে আমাদের জমির হাটে আসে। হতে সবাই জেনে গেছে আমরা কি জন্য জমিরহাটে এসেছিলাম। ও বন্ধুরা আমাদের ঐতিহ্যবাহী কমিউনিটির এই পোস্টটি ছিল অপ্রাসিত আমি করতে সময় পাইনি ৩-৪ দিন পরেই দেখি আমাদের কমিউনিটিতে ঝামেলা লেগে গেছে। তখন থেকে আমার গ্যালারির এক কোণে এই সকল পিকগুলো হাহাকার করছিল।

আমি কাজী, মজা পাচ্ছি তাই খাচ্ছি 😜

IMG20230901171656.jpg

IMG20230901171652.jpg

IMG20230901171649.jpg

তো বন্ধুরা এই ছিল আমার আজকের সুন্দর মুহূর্তের একটি বিশেষ দিন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি সকলেই ভাল থাকবেন।

এই কমিউনিটিতে কাজ করার জন্য ভিন্ন কমিউনিটির কয়জন বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি।
@eamin787898
@khaledakter
@rafi055
@salmanabir
@kamal11
@bayuofficial
@bryn24
@roshani96

ডিভাইসRealme c15
ফটোগ্রাফার@mdparvaj
বিষয়পিকনিক

🙋‍♂️আমার পরিচয়🙋‍♂️

আমার নাম মোঃ পারভেজ আখতার, আমার স্টিমিট ইউজার আইডি @mdparvaj। আমি পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্ল্যাটফর্মে কাজ করি। আমি দিনাজপুর জেলার পার্বতীপুর থানার জমিরহাট টেকিয়াপাড়ায় থাকি। আমি খেলাধুলা এবং ভ্রমণ অনেক ভালোবাসি।

Sort:  

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

MashaAllah nice pictures

 9 months ago 

Thanks brother

 9 months ago 

সেইদিন অনেক সুন্দর একটা সময় অতিবাহিত করেছিলাম।আমি আশা করেছিলাম যে পারভেজ আমাকে এক পিছ মাংস দিবে কিন্তু সে দেয় নি। এটা আমার সারাজীবন মনে থাকবে। আমরা যদি আমাদের নতুন এই কমিউনিটিকে দাড় কারাতে পারি তাহলে আবারো হবে এইরকম পিকনিক।

 9 months ago 

তুই তো অত্তি বসছিলু

 9 months ago 

সেইদিন অনেক সুন্দর একটি দিন অতিবাহিত হয়েছে। সবাই মিলে অনেক মজা হয়েছে।

 9 months ago 

হুম

Congratulations!
This post has been supported through the account Steemcurator06 for containing good quality content.


Curated by : @ridwant

 9 months ago 

thanks sir

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.17
JST 0.032
BTC 63715.34
ETH 2738.90
USDT 1.00
SBD 2.61