কাঁকরোল ভাজা রেসিপি (Spiny Gourd Fry) by @hafizullah

in Bangla Chef3 years ago

K…KcM`.jpg

বাংলা শেফ কমিউনিটির পক্ষ হতে সবাইকে শুভেচ্ছা।

আজ আমি তোমাদের সাথে আরো একটি বাংলা রেসিপি শেয়ার করবো এটিও খুব সহজ একটি রেসিপি এবং বেশ স্বাদের। বিশেষ করে দুপুরের খাবারের সময় আমি এই ভাজাটি বেশী খেতে পছন্দ করি। এটি হলো আমাদের দেশের সহজলভ্য একটি সবজি নাম কাঁকরোল। গরম ভাতের সাথে গরম গরম কাঁকরোল ভাজা খুবই মজা লাগে খেতে।

01.jpg

আমি জানি না আপনারা কাঁকারোল আপনারা পছন্দ করেন কিনা? যদিও আমাদের দেশে কাঁকরোল একটি জনপ্রিয় এবং স্বাদের সবজি। বিশেষ করে আলু ও যে কোন মাছ দিয়ে রান্না করলে খেতে বেশ স্বাদের হয়। কিন্তু অনেকেই কাঁকরোল পছন্দ করেন না কারন এর বিচি। যাইহোক আমাদের গ্রামের বাড়ীতে ‘আরকি’ হিসেবে পরিচিতি এই সবজিটির সহজ ও স্বাদের ভাজা রেসিপি আজ আপনাদের সাথে ভাগ করে নিলাম। চলুন দেখি রেসিপিটি-

02.jpg

প্রয়োজনীয় উপকরণঃ


  • কাঁকরোল
  • হলুদ ‍গুড়া
  • মচির গুড়া
  • লবন ও
  • তৈল।

03.jpg

04.jpg

05.jpg

প্রস্তুত প্রণালীঃ


06.jpg

প্রথমে কাঁকরোলগুলোকে সুন্দর করে স্লাইস করবো। তারপর একটি পাত্র বা বোলে নেব এবং হলুদ গুড়া, মরিচ গুড়া এবং লবন দিয়ে মাখাবো।

07.jpg

উপরের চিত্রটি দেখুন আমরা মসলাগুলো দিয়ে কিভাবে কাঁকরোল স্লাইসগুলোকে মাখিয়েছি।

08.jpg

এখন একটি প্যান বা তাওয়া চুলায় দিবো এবং কিছু তৈল দিয়ে তা গরম করবো।

09.jpg

তৈল গরম হওয়ার পর মসলা মিশ্রিত কাঁকরোলগুলো দিয়ে দিবো এবং ভাজতে চেষ্টা করবো। কাঁকরোল দেয়ার পর হয়তো কিছু পানি বের হতে পারে, কিন্তু কিছুক্ষন পর পানিগুলো শুকিয়ে যাবে।

10.jpg

পানিগুলো শুকিয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিন, তাতে কাঁকরোলগুলো সিদ্ধ হতে তাড়াতাড়ি।

11.jpg

12.jpg

তারপর মাঝে মাঝে কাঁকরোল স্লাইসগুলো উল্টে পাল্টে দিন, যাতে উভয় পিঠ ভালোভাবে ভাজা হয়।

13.jpg

উপরের চিত্রটি দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। এগুলো এখন খাওয়ার জন্য প্রস্তুত।

14.jpg

15.jpg

আমি সব সময় কাঁকলোর ভাজা গরম ভাতের সাথে খাওয়ার চেষ্টা করি, বিশেষ করে দুপুরের সময় যখন বাড়ীতে থাকি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break.png
Leader_Banner-hafizullah.png
break.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png

Follow me on Twitter: https://twitter.com/hafizdhaka
Add me on Facebook : https://www.facebook.com/hafiz.metu
Subscribe my Channel on YouTube: https://www.youtube.com/channel/UCMjwsztBrprT7XWeVwURrjA

break.png

chef Banner-2.png

Sort:  

@curators @royalmacro @photoman curate with 70% weight

 3 years ago 

Thank you so much dada

 3 years ago 

দাদা খুব খেতে ইচ্ছে করছে। দারুন সুস্বাদু হয়েছে রেসিপিটি ।দেখেই বোঝা যাচ্ছে।

 3 years ago 

হ্যা, দাদা আমার কাছে খেতে বেশ লাগে।

খুবই পুষ্টিকর একটি রেসিপি।সুন্দর হয়েছে ।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ দিদি।

 3 years ago 

Very tasty. And has many benefits

 3 years ago 

Yes, it is true it has many benefits, thanks for visiting.

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54642.70
ETH 2317.98
USDT 1.00
SBD 2.33