Banglachef Cooking Contest || My Easy Cooking Recipe||Sorse illish recipe ||সরষে ইলিশ ভাপা রেসিপি

in Bangla Chef3 years ago

বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন।
আজ আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করবো। মাছে-ভাতে বাঙালি।বাঙালির সবচেয়ে ঐতিহ্যবাহী এবং প্রাণ প্রিয় খাদ্য সরষে ইলিশ ভাপার রেসিপি।এখন পদ্মায় এবং দিঘাতে প্রচুর পরিমানে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। ফলে বিভিন্ন জায়গায় এই মাছ ছড়িয়ে পড়েছে।বাজারগুলিতেও এখন এই মাছের চাহিদা বেড়েছে। তাই এখন বর্ষার দিনে সরষে ইলিশ ছাড়া ঠিক জমবে না। যাইহোক আমি এই প্রতিযোগিতায় সরষে ইলিশ মাছের ভাপা রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে।

সরষে ইলিশ তৈরি করার উপকরণসমূহ :

  1. 8 পিচ ইলিশ মাছ

  2. 3 টেবিল চামচ লবণ

  3. 2.5 টেবিল চামচ হলুদ

  4. 250 গ্রাম সরষের তেল

  5. 2 টি পেঁয়াজ কুঁচি এবং 2 টি তেজপাতা

  6. 4টেবিল চামচ সরিষা বাটা

  7. 1টেবিল চামচ রসুন বাটা

  8. 1/2 টেবিল চামচ পাঁচফোড়ন

  9. 2টেবিল চামচ জিরা বাটা

  10. 2টি এলাচ এবং এক টুকরো দারচিনি

  11. 6 টি কাঁচা লঙ্কা এবং 5 টি শুকনো লঙ্কা বাটা

  12. পরিমাণ মতো জল

আমি সরষে বাটা ইলিশ মাছের রেসিপিটি কয়েকটি ধাপে ধাপে সম্পূর্ণ করেছি।

যেভাবে সরষে ইলিশ ভাপা তৈরি করা হয়েছে তা নিচে দেওয়া হল-

IMG_20210626_160509.jpg

         প্রথম ধাপ

IMG_20210626_155958.jpg

IMG_20210626_155941.jpg

আমি এখানে কয়েকটি ইলিশ মাছ নিয়েছি।

IMG_20210626_160031.jpg

এবার ইলিশ মাছের গায়ের আশগুলি ঝিনুকের সাহায্যে পরিষ্কার করে নিয়ে মাছের পাখনাগুলি বঁটি দিয়ে কেটে নিয়েছি। এরপর মাছগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি।

IMG_20210626_160109.jpg

মাছগুলো পিচ পিচ করে কেটে নিতে হবে।

IMG_20210626_160129.jpg

আমি মাছগুলো থেকে 8 পিচ মাছ রান্নার জন্য নিয়েছি এবং আবারো হালকা জল দিয়ে ধুয়ে নেব।

          দ্বিতীয় ধাপ

IMG_20210626_160623.jpg

এবার মাছের গায়ে 1.5 টেবিল চামচ করে হলুদ এবং লবণ মিশিয়ে নেব।

IMG_20210626_160707.jpg

আমি চুলায় একটি পরিষ্কার কড়াইতে 150 গ্রাম সরষের তেল বসিয়ে দেব।এরপর কম আঁচে তেল হালকা গরম হলে মাছগুলো ভেঁজে নেব।

IMG_20210626_160844.jpg

IMG-20210626-WA0027.jpg

আমি এখানে 4 পিচ করে মাছ ভেঁজে নিয়েছি।
আমার মাছগুলো ভেঁজে নেওয়া হয়ে গিয়েছে।

             তৃতীয় ধাপ

IMG_20210626_160946.jpg

আমি এখানে 4 টেবিল চামচ সরিষা, 5 কোয়া রসুন,6 টি কাচা লঙ্কা, 5 টি শুকনো লঙ্কা ,2 টেবিল চামচ জিরা,2 টি এলাচ এবং এক টুকরো দারচিনি নেব পেস্ট তৈরির জন্য।

IMG-20210626-WA0033.jpg

আমি সব উপকরণগুলি শিল-নোড়ার মাধ্যমে হাতে বেঁটে পেস্ট তৈরি করে নিয়েছি।

IMG_20210624_125939.jpg

আমি এখানে 2 টি পেঁয়াজ কুচি করে নিয়েছি।

           চতুর্থ ধাপ

IMG_20210626_163019.jpg

এরপর আমি কড়াইতে 100 গ্রাম সরষের তেল দিয়ে তার মধ্যে 2 টি কুচানো পেঁয়াজ,2 টি তেজপাতা এবং 1/2 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে হালকা ভেজে নেব। এরপর ভেঁজে রাখা মাছগুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এর মধ্যে 1.5 টেবিল চামচ লবণ এবং 1 টেবিল চামচ হলুদ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5-7 মিনিটের জন্য। 7 মিনিট পর পেস্ট করে নেওয়া সরষে এবং অন্যান্য মসলাগুলি তারকারীর মধ্যে দিয়ে আরও 5 মিনিট ধরে মিডিয়াম আঁচে জ্বাল করে নেব।

IMG-20210626-WA0032.jpg

5 মিনিট পর একটি পাত্রে সরষে ইলিশ ভাপা তারকারীটি নামিয়ে নেব।এবার গরম ভাতে এটি পরিবেশন করতে হবে।আমি সরষে ইলিশ ভাপা রেসিপিটি চারটি ধাপে সম্পূর্ণ করেছি।আশা করি আপনাদের ভালো লাগবে।
ধন্যবাদ সবাইকে।

আমি রেসিপিটির ফটোগ্রাফির জন্য যে যে ক্যামেরা ব্যবহার করেছিলাম ।
★Poco M2
★Redmi note 10 pro max

আমি আমন্ত্রণ জানিয়েছিলাম @simaroy @hiramoni @greenphotoman .

Recipe maker @green015

Regards @green015

Sort:  
 3 years ago 

Very popular and delicious food. I love this recipe. Thanks for sharing .

Thanks

 3 years ago 

অনেক স্বাদের রেসিপি শেয়ার করেছেন আপু, দেখেই জীবে জল চলে আসছে। ধন্যবাদ

আপনাকে ও ধন্যবাদ ভাইয়া।আপনার সুন্দর মন্তব্যের জন্য।

দেখেই খেতে ইচ্ছে করছে। খুবই সুন্দর হয়েছে।

ধন্যবাদ আপু।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

Muy buena receta, gracias por compartir, suerte.

Thanks

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62539.28
ETH 2437.94
USDT 1.00
SBD 2.67