পাকা টমেটোর চপ রেসিপি

in Bangla Chef3 years ago (edited)

বন্ধুরা, আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন।আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো টমেটোর চপ।টমেটোর চপ অনেক ভাবে করা যায়।বাড়িতে অনেক পাকা টমেটো ছিল যদুবা এটি বাজার থেকে কেনা।তাই ভাবলাম পিঁয়াজু, আলুর চপ, বেগুনি তো সবসময় খাওয়া হয় তো নতুন কিছু দিয়ে চপ বানায়।

IMG_20210707_175923.jpg

আমি খুব কম সময়ে সাধারণ ভাবে টমেটোর চপ তৈরি করেছি।তো চলুন শুরু করা যাক--

★উপকরণ:
1.পাকা টমেটো- 4 পিচ
2.বেসন- 250 গ্রাম
3.পেঁয়াজ কুচি-2 টি
4.লবণ- 1 টেবিল চামচ
5.হলুদ- 1/2 টেবিল চামচ
6.শুকনো লঙ্কা গুঁড়ো -1.5টেবিল চামচ
7.সয়াবিন তেল- 250 গ্রাম
8.পাঁচফোড়ন-1/2 টেবিল স্পুন
9.গরম মসলা গুঁড়ো- এক চিমটি
10.জল- পরিমাণ মতো

●ধাপঃ 1

IMG_20210707_174803.jpg

আমি প্রথমে একটি প্লেটে সব মশলার উপকরণ গুলি সাজিয়ে নিয়ে নিয়েছি। যেমন-দুটি পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং লবণ, হলুদ, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা গুঁড়ো ও গরম মসলা গুঁড়ো নিয়েছি।

IMG_20210707_174822.jpg

এরপর একটি বোলে 250 গ্রাম বেসন নেব এবং বেসনে একটি একটি করে সব উপকরণ মিশিয়ে নেব।

●ধাপঃ 2

IMG_20210707_174851.jpg

বেসনের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব।

IMG_20210707_174908.jpg

বেসনের মধ্যে লবণ দিয়ে দেব।

IMG_20210707_174921.jpg

বেসনের মধ্যে হলুদ দিয়ে দেব।

IMG_20210707_174934.jpg

এরপর এর মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো দেব।

IMG_20210707_174954.jpg

গরম মসলা গুঁড়ো দেব।

IMG_20210707_175011.jpg

পাঁচফোড়ন ছড়িয়ে দেব বেসনের মধ্যে।

IMG_20210707_175205.jpg

সব শেষে একটু একটু করে জল দিয়ে দেব।

●ধাপঃ 3

IMG_20210707_175242.jpg

একটি চামচের সাহায্যে জল দিয়ে সব উপকরণ মিশিয়ে নিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নেব।

IMG_20210707_175428.jpg

তো আমার এখানে ব্যাটার তৈরী করা হয়ে গেছে।

●ধাপঃ 4

IMG_20210707_175109.jpg

এরপর আমি এখানে চারটি পাকাটমেটো নিয়ে ভালো ভাবে ধুয়ে নেব।

IMG_20210707_175138.jpg

টমেটো গুলি সমানভাগে মাঝ বরাবর কেটে নেব বটি দিয়ে।
আমি টমেটোর দানা সহ করেছি। চাইলে দানা ফেলে দিয়ে ও করা যায়।

IMG_20210707_175554.jpg

এরপর একটি করে টমেটোর কাটা পিচ নিয়ে বাটারের মধ্যে
ডুবিয়ে নেব।

IMG_20210707_175606.jpg

টমেটোগুলির গায়ে ভালোভাবে ব্যাটার লাগিয়ে নেব।

●ধাপঃ 5

IMG_20210707_175639.jpg

আমি কড়াইটি চুলায় বসিয়ে তার মধ্যে সয়াবিন তেল দিয়ে লো আঁচে তেলটি গরম করে নেব।

IMG_20210707_175907.jpg

এরপর তেলের মধ্যে টমেটো আস্তে করে ছেড়ে দেব।

IMG_20210707_175849.jpg

টমেটো চপগুলি ওলটপালট করে নেড়ে ভেঁজে নেব ব্রাউন কালার করে।

IMG_20210707_175923.jpg

তো এভাবে আমি সব চপগুলি ভেঁজে নিয়েছি।এবার গরম গরম টমেটোর চপে একটু যেকোনো সস মিশিয়ে পরিবেশন করতে হবে।
ধন্যবাদ সবাইকে।

ক্যামেরা:poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 3 years ago 

দেখে লোভ লেগে গেলো দিদি, খুব চমৎকার হয়েছে। তবে আমার কাছে রেসিপিটি নতুন মনে হয়েছে।

এটা আমার কাছে ও একেবারে নতুন।ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

বেশ দারুন স্বাদের রেসিপি। আমার কাছে খুব ইউনিক লাগলো।

ধন্যবাদ দাদা।

 3 years ago 

খুব চমৎকার আইডিয়া ভিন্নধর্মী একটি রেসিপি এটি।

ধন্যবাদ আপনাকে ।আপনার সুচিন্তিত মন্তব্য করার জন্য ।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.20
JST 0.036
BTC 94745.85
ETH 3468.48
USDT 1.00
SBD 3.48