ফটোগ্রাফি পোস্ট||| 📷📷📷📷

আজ-রবিবার।।
০৭-এপ্রিল -২০২৪-ইংরাজি।
২৪-চৈত্র-১৪৩০-বাংলা।
২৭-রমজান-১৪৪৫-হিজরি।

হ্যালো বন্ধুরা

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি @toufik2929 আপনার মাঝে নতুন একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। পোস্টটি হল ফটোগ্রাফি ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লাগে। তাই সুন্দর কিছু দেখলে ফটোগ্রাফি করি।তার বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

ফটোগ্রাফি

@toufik2928

বন্ধুরা প্রথমে একটি ফুলের ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন। এই ফুলটি কম বেশি সকলেই চিনেন। ফুলটির নাম হচ্ছে গাধা। অনেকে ধামা গাধা বলে পরিচিত। এই গাধা ফুলের অনেকগুলো জাত রয়েছে। তার মধ্যে হলুদ গাধাটা বেশ জনপ্রিয়। গ্রাম বাংলার প্রতিটি বাড়িতে দেখা যায় ফুলের মধ্যে সেরা ফুলের গাছ গাধা। অন্যান্য ফুলের থেকে বেশি ধামাকা গাধা ও রক্ত গাধা ফুলের গাছগুলোয় বেশি দেখতে পাওয়া যায়।এই ফুলটি দেখতে যেমন সুন্দর তেমন ঘ্রাণও রয়েছে। ফুলটি ফটোগ্রাফি করেছি আমার নিজ গ্রামের বাড়ি থেকে।

20240211_163139.jpg

20240211_163154.jpg

এখন যে ফটোগ্রাফিটি দেখছেন আশা করছি দেখে বুঝতে পারছেন পরীটির নাম কি।আশা করছি আপনি ঠিক ধরেছেন। ফুলটি হল ধনেপাতা গাছের ফুল। মাঠে একদিন বেড়াতে গিয়ে ক্যামেরাবন্দি করেছিলাম এই ফুলটি। ধনেপাতা সঙ্গে আমাদের সকলেরই কমবেশি পরিচিত রয়েছে। বিভিন্ন খাবারের মধ্যে ধনিয়া পাতা ব্যবহার করে থাকি। গাছগুলো যেমন ঘ্রাণ ছড়ায় ফুলগুলো দেখতে অসাধারণ। তাই ভাবলাম ফটোগ্রাফি করি এবং আপনাদের মাঝে শেয়ার করি। ফুলগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং শুক্রাণু অনেক বেশি।

20240214_104741.jpg

20240214_104747.jpg

এখন যে ফটো গুলো দেখতে পারছেন কেউ বলবেন জব কেউ বলবেন গম।আসলে এটা জবের গাছ একসময় আমাদের এলাকায় প্রচুর পরিমাণ জবের চাষ হতো। জবের ছাতু বা বিভিন্ন খাবার তৈরি হয়। জব থেকে বেকারি খাবার ফাস্টফুড এগুলো বেশি তৈরি হয়ে থাকে। বিকালবেলা ঘুরতে গিয়ে জবগুলো আমার কাছে দেখতে খুব ভালো লাগছিল তাই ভাবলাম কিছু ফটোগ্রাফি করি।সেই সাথে মটরশুটি বা মটরের গাছ দেখতে পেলাম সেখান থেকে ফটোগ্রাফি করলাম। যব ও মটরের ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম।

20240214_105254.jpg

20240214_163245.jpg

আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্টটি ভিজিট করার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আগামীতে চেষ্টা করবো আরো সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। সেই সাথে আপনাদের সুন্দর সুন্দর পোস্টগুলো উপভোগ করব।
লোকেশনকুমিল্লা, বাংলাদেশ।
ডিভাইসস্যামসাং এম ২১
পোস্টফটোগ্রাফি
রাইটিং@toufik2929
লোকেসনhttps://w3w.co/coaching.moody.tenacious

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 60813.09
ETH 3389.90
USDT 1.00
SBD 2.52