VIII Traditional Food Weekly Challenge - lassa samai

in Steem-Travelers2 years ago


ENGLISH



FOOD PHOTOGRAPHY



Hello friends, I hope you are all well. Among you today I would like to talk about a food that is not entertaining without food and it is a traditional food. I am here today to present to you a picture of a beautiful food and a review of that food.

I wrote to you about this traditional Lachcha Semai and participated in a contest. I am inviting three of my friends to this contest @farid21 @siam7 @mdafridi

blue_modern_discover_sea_photo_collage_1_.png

The name of this dish is Lachcha Semai. Semai is cooked in different ways. But Lachcha Semai is the best. Lachcha semai requires several species of spices and milk sugar.

20220515_184744.jpg

Ingredients needed to cook 1 kg lachcha semai.

  1. Milk 2 litter
  2. Suger 1/2 kilo
  3. Nuts 20 pic
  4. Raisins 50 pic
  5. White cardamom and black cardamom 5 pic

If these spices are within your reach. Then you can easily serve 1kg lachcha semai.

20220515_184752.jpg

Later, of course, I will present to you the recipe for cooking Lachcha Semai. Because today is not my time. I went to the coaching center. Back home from coaching, I saw that I think this semai has cooked. She likes Lachcha Semai very much and eats a lot.

20220515_184759.jpg

At present, Lachcha Semai is most used in Bangladesh on Eid day. Because before going to the morning prayers on the day of Eid, if lachcha semai is not cooked at home. Then all the boys in the house can get angry. Because the fun of going to Eidgah Maidan after eating semai together in the morning on the day of Eid is different.

20220515_184805.jpg

I am really happy to see Lachcha Semai in the kitchen at home. That is why guests will come to our house today. That is why Lachcha Semai has been organized at our house today. Also different types of ceremonies are used except Eid day. This dish is a very important traditional dish that is served in the homes of people all over the world. Because there is no difference.

20220515_184813.jpg

20220515_184824.jpg

20220515_184829.jpg

I present to you a beautiful meal today. It is a traditional food in our country. Because it is mandatory to organize this meal on any occasion. Without Lachcha Semai, the party is not fun. Today I wrote to you about this traditional food. I will be with you again later with any new kind of food or review. Stay well everyone stay healthy. Assalamualaikum.



বাংলা



খাবার ফটোগ্রাফি



হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আপনাদের মাঝে আমি আজকে এমন একটি খাবারের কথা বলব যে খাবার ছাড়া অতিথি আপ্যায়ন হয় না এবং এটা একটি ঐতিহ্যবাহী খাবার। আপনাদের মাঝে সুন্দর একটি খাবারের ছবি এবং সেই খাবারটির রিভিউ উপস্থাপন করে আমি আজকে উপস্থিত হয়েছি।

এই ঐতিহ্যবাহী লাচ্ছা সেমাই সম্পর্কে আপনাদের মাঝে লিখলাম এবং একটা কনটেস্ট অংশগ্রহণ করলাম এই কনটেস্টে আমন্ত্রণ জানাচ্ছি আমি আমার তিনজন বন্ধুকে @farid21 @siam7 @mdafridi

blue_modern_discover_sea_photo_collage_1_.png

এই খাবারটি নাম হচ্ছে লাচ্ছা সেমাই। সেমাই বিভিন্ন ভাবে রান্না করা হয়। তবে লাচ্ছা সেমাই সবচেয়ে ভালো লাগে। লাচ্ছা সেমাই তৈরিতে কয়েক প্রজাতির মসলা এবং দুধ চিনির দরকার হয়।

20220515_184744.jpg

১ কেজি লাচ্ছা সেমাই তৈরিতে প্রয়োজনীয় জিনিসপত্র

১. দুধ ২ লিটার
২. চিনি ১/২ কেজী
৩. বাদাম ২০ পিচ
৪. কিচমিচ ৫০ পিচ
৫. সাদা ও কালো এলাচ ৫ পিচ

এসব মসলা সামগ্রী যদি আপনার হাতের নাগালের মধ্যে থাকে। তাহলে আপনি খুব সহজেই 1kg লাচ্ছা সেমাই পরিবেশন করতে পারবেন।

20220515_184752.jpg

পরবর্তীতে অবশ্যই আপনাদের মাঝে আমি লাচ্ছা সেমাই রান্না করার রেসিপি উপস্থাপন করব। কারণ আজকে আমার সময় হয়নি। আমি কোচিং সেন্টারে গিয়েছিলাম। কোচিং থেকে বাসায় ফিরে দেখলাম আমার ভাবি এই সেমাই রান্না করেছে। সে খুব লাচ্ছা সেমাই পছন্দ করে এবং খুব খায়।

20220515_184759.jpg

বর্তমানে ঈদের দিনে লাচ্ছা সেমাইয়ের ব্যবহার সবচেয়ে বেশি হয় আমাদের বাংলাদেশে। কারণ ঈদের দিন সকাল বেলায় নামাজে যাওয়ার আগে যদি বাসায় লাচ্ছা সেমাই রান্না না করা হয়। তাহলে বাসার ছেলে মানুষেরা সবাই রেগে যেতে পারে। কারণ ঈদের দিন সকাল বেলা একসঙ্গে সেমাই খেয়ে ঈদগাহ ময়দানে যাওয়ার মজাই অন্যরকম।

20220515_184805.jpg

বাসায় রান্নাঘরে লাচ্ছা সেমাই দেখে আমি সত্যিই আনন্দিত। আজকে আমাদের বাসায় মেহমান আসবে সেই কারণে আজকে বাসায় লাচ্ছা সেমাই এর আয়োজন করা হয়েছে। এছাড়াও ঈদের দিন ছাড়া বিভিন্ন ধরনের অনুষ্ঠানের ব্যবহার করা হয়। এই খাবার ঐতিহ্যবাহী খাবার হিসেবে খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার যা পৃথিবীর সকল মানুষের বাসায় পরিবেশন হয়ে থাকে। কারণ এতে কোনো রকমের ভেদাভেদ নেই।

20220515_184813.jpg

20220515_184824.jpg

20220515_184829.jpg

আপনাদের মাঝে আমি আজকে সুন্দর একটি খাবার উপস্থাপন করলাম। আমাদের দেশে এটা একটা ঐতিহ্যবাহী খাবার। কারণ কোনো না কোনো অনুষ্ঠানে এই খাবারের আয়োজন করা হয় এটা বাধ্যতামূলক। লাচ্ছা সেমাই ছাড়া অনুষ্ঠান পার্টির মজায় থাকেনা। আজকে আমি এই ঐতিহ্যবাহী খাবার সম্পর্কে আপনাদের মাঝে লিখলাম। পরবর্তীতে আবার নতুন কোন ধরনের খাবার বা রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকবো। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন। আসসালামুয়ালাইকুম।

camera / samsung

48 / Mega pixel

Location / Bangladesh

Edit / Light Room & canva

Sort:  
 2 years ago 
Plagiarism-freeYES ✅
#steemexclusiveYES ✅
#club5050YES ✅
Verified userYES ✅
Bot-freeYES ✅

Thank you

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.030
BTC 56704.57
ETH 3000.12
USDT 1.00
SBD 2.20