Traveling to my favorite destination is my grandmother's village home

in Steem-Travelers2 years ago


ENGLISH



TRAVEL PHOTOGRAPHY



Hello friends, I hope you are all well. Although I have come before you with such a travel story. But today I will present some pictures of the difference between you and I would like to travel as my destination, my grandmother's house. I am writing a short travel story about him and I am presenting a beautiful story with some pictures.

I participated in a community contest among you and I invite three friends to participate in this contest. I would be grateful if they could participate in this contest. @farid21 @robi6 @ariful2

img_6689.jpg

We live in the city. So love to travel in rural areas. My grandmother's house is in the village and I collected this picture while the paddy was being planted. I visited here once. I will divide the trip into several parts. I will finish these essays by writing travel stories like winter travel and summer travel. Here a farmer is planting paddy in the land. That's when I took the picture.

img_6727.jpg

It was late winter when we came here to travel once. At that time birds could be seen in most places. I had a DSLR camera in my hand. Below I am presenting a few more pictures of birds in the environment of that time.

img_6767.jpg

You will all know this bird. This bird can be seen near different ponds or lakes. This is how they sit on a tree when they are fishing, and when they see a fish on the water, it jumps on them. This bird is called Panikaur. This bird is slaughtered and eaten. Although I never ate. But I heard from people in rural areas.

img_7070.jpg

You will see squirrels here in this rural environment of my grandmother's house. I took a picture of this squirrel on camera. The squirrel was going too far so I couldn't focus the picture well in the camera. But you will see a small squirrel sitting down on a tree branch. Squirrels are a common sight in rural areas. And it's nice to see them running around on the street.

20220409_161858.jpg

20220409_161906.jpg

It is a place for threshing rice. In the language of Bangladesh this place is called Chatal. We have this attic in our village. But my grandmother owns the land. When they pick up the paddy from the land, they thresh the paddy in this attic. Lots of paddy is dried in the attic and there are machines where rice is boiled to make rice.

Now I am presenting here among you in the winter, some pictures of my modeling in the land of mustard seed. Because this scene is visible when the mustard seeds are planted in the mustard field in winter in winter. This scene does not even be seen in any other time. I love this most beautiful scene in the rural environment. So I want to come to travel repeatedly in the rural environment and I will choose village environment as destination ground.

In such a beautiful environment, I would like to travel to the rural environment again and again to travel as a suitable and destination. I present to you a beautiful travel story and the scene when these modeling pictures of me were collected from the mustard land in winter is even more remarkable.

By writing a few travel stories between you, I presented a destination ground and I would like to accept and travel as a destination in the rural environment. Later, everyone will be able to stay healthy again. Assalamu Alaikum.



বাংলা



ভ্রমণ ফটোগ্রাফি



হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। যদিও আমি এর আগে আপনাদের মাঝে এরকম একটি ভ্রমণ কাহিনী নিয়ে উপস্থিত হয়েছি। কিন্তু আজকে আমি আপনাদের মাঝে ডিফারেন্স কিছু ছবি উপস্থাপন করব এবং আমার গন্তব্য স্থল হিসেবে ভ্রমণ করতে আমি পছন্দ করব আমার দাদির বাসা। তার সম্পর্কে আমি আপনাদের মাঝে ছোট্ট একটি ভ্রমণ গল্প লিখে কয়েকটি ছবি সহ সুন্দর একটি গল্প আমি তুলে ধরতেছি।

আপনাদের মাঝে কমিউনিটিকে একটি কনটেস্ট অংশগ্রহণ করলাম এবং এই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য আমি তিনজন বন্ধুকে ইনভাইট জানাচ্ছি। যদি তারা এই কনটেস্টে অংশগ্রহণ করে আমি তাদের প্রতি কৃতজ্ঞ থাকব। @farid21 @robi6 @ariful2

img_6689.jpg

আমরা শহরে বসবাস করি। তাই গ্রাম্য অঞ্চলে ভ্রমন করতে ভালোবাসি। আমার দাদির বাসা গ্রামে অবস্থিত এবং যখন ধান রোপন করা হচ্ছিল তখন এই ছবির সংগ্রহ করেছি আমি। সেই বার এখানে একবার ভ্রমণ করেছিলাম। আমি ভ্রমণটি কয়েক ভাগে ভাগ করব। যেমন শীতকালে ভ্রমণ এবং গ্রীষ্ম কালে ভ্রমণ গল্প লিখে আমি এই লেখাগুলো শেষ করবো। এখানে একজন কৃষক জমিতে ধান রোপন করছে। তখনই ছবি ধারণ করেছিলাম আমি।

img_6727.jpg

শীতকালের শেষ পর্যায়ে যখন আমরা একবার এখানে ভ্রমণ করতে এসেছিলাম। তখন বেশিরভাগ জায়গাতে পাখি দেখা যাচ্ছিল। আমার হাতে ডিএসএলআর ক্যামেরা ছিলো। আপনাদের মাঝে ঠিক তখনকার পরিবেশে আরো কয়েকটি পাখির ছবি উপস্থাপন করছি নিচে।

img_6767.jpg

এ পাখিটি আপনারা সবাই চিনে থাকবেন। বিভিন্ন পুকুর বা লেকের পাশে এই পাখিকে দেখা যায়। যখন তারা মৎস্য শিকার করে তখন ঠিক এইভাবে গাছে বসে থাকে এবং তখন তারা মাছ পানির উপরে দেখবে ঠিক তাদের ওপর ঝাঁপিয়ে পড়বে। এই পাখিকে বলা হয় পানিকাউর। এ পাখি জবাই করে খাওয়া হয়। যদিও আমার কখনো খাওয়া হয়নি। কিন্তু আমি গ্রাম্য পরিবেশের মানুষদের কাছ থেকে শুনেছিলাম।

img_7070.jpg

আমার দাদীর বাসার এই গ্রাম্য পরিবেশে আপনারা এখানে কাঠবিড়ালি দেখতে পাবেন। আমি এই কাঠবিড়ালির ছবিটি ক্যামেরায় ধারণ করেছি। অনেক দূর দিয়েই কাঠবিড়ালি যাচ্ছিল বলে ভালভাবে ছবিটি ক্যামেরার মধ্যে ফোকাস করতে পারিনি। কিন্তু আপনারা গাছের ডালের উপর নিচে বসে থাকতে দেখবেন ছোট্ট একটি কাঠবিড়ালি। কাঠবিড়ালি গ্রাম্য পরিবেশে সচরাচর চোখে পড়ে। এবং যখন তারা রাস্তায় খুব জোরে দৌড়ে চলাফেরা করে দেখতে খুবই সুন্দর লাগে।

20220409_161858.jpg

20220409_161906.jpg

এটা একটা ধান মাড়াই করার জায়গা। বাংলাদেশের ভাষায় এই জায়গাকে চাতাল বলা হয়। আমাদের গ্রামে এই চাতাল রয়েছে। কিন্তু আমার দাদীর বাসার জমিজমা রয়েছে। তারা যখন জমি থেকে ধান তুলে তখন এই চাতালে ধান মাড়াই করে। চাতালে প্রচুর ধান শুকানো হয় এবং মেশিন রয়েছে যেখানে ধান সিদ্ধ করে ধান থেকে চাল তৈরি করা হয়।

এবার আমি এখানে আপনাদের মাঝে উপস্থাপন করতেছি শীতকালে সরিষার জমিতে আমার মডেলিং এর কিছু ছবি। কারণ শীতকালে যখন সরিষার ক্ষেতে সরিষা গাছ রোপন করা হয় তখন এই দৃশ্যটি চোখে পড়ে। এছাড়া অন্য কোন কালে এই দৃশ্যটি চোখে পড়ে না। গ্রাম্য পরিবেশের সবচেয়ে সুন্দর এই দৃশ্যটি আমার খুবই ভালো লাগে। তাই আমি গ্রাম্য পরিবেশে বারবার ভ্রমণ করতে আসতে চাই এবং গন্তব্য স্থল হিসেবে গ্রাম্য পরিবেশ আমি বেছে নেব।

ঠিক এরকম সুন্দর পরিবেশে আমি মানানসই এবং গন্তব্য স্থল হিসেবে ভ্রমণ করতে আমি বারবার গ্রাম্য পরিবেশে আসতে চাইবো। আপনাদের মাঝে সুন্দর একটি ভ্রমণ গল্প উপস্থাপন করলাম এবং আমার এই মডেলিং ছবিগুলো শীতকালে সরিষার জমি থেকে সংগ্রহ করা হয়েছিল তখনকার দৃশ্য আরো অসাধারণ।

আপনাদের মাঝে কয়েকটি ভ্রমণ গল্প লিখে আমি একটি গন্তব্য স্থল উপস্থাপন করলাম এবং গ্রাম্য পরিবেশে গন্তব্যস্থল হিসেবে আমি মেনে নিতে চাইবে ও ভ্রমণ করতে চাইবো। পরবর্তীতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।

Camera Model / Canon EOS 600D

18 / MP

ISO 100-6400 sensitivity

camera / samsung

48 / Mega pixel

Location / Bangladesh

Edit / Light Room

Sort:  
 2 years ago 
Plagiarism-freeYES ✅
#steemexclusiveYES ✅
#club5050YES ✅
Verified userYES ✅
Bot-freeYES ✅

thank you.

 2 years ago 

❤️ good luck

 2 years ago 

আপনার ভ্রমন গল্প, ভ্রমন এর জাইগা টি এবং আপনি সব কিছি মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনার জন্য শুভকামনা । বিশেষ করে আপনার হাসি অনেক সুন্দর।

ধন্যবাদ ভাইয়া

Great effort!
Your post has been curated by 'Arts Curator'. I appreciate your efforts, keep making quality posts and get a chance to win a vote from our Curation team.

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 64386.10
ETH 3142.17
USDT 1.00
SBD 3.98