Traveling there in a small town of my aunt's house

in Steem-Travelers2 years ago


ENGLISH



TRAVEL PHOTOGRAPHY



Hello friends, I hope you are all well. I will present to you a travel story in a rural environment. I went to visit my aunt's house a few days ago. My aunt's house has a small town. Because not everything is available there all the time like in Bogra city. That's why I called it small town or village. I will present to you some pictures of rural environment from there. Where people will not see. If you look at your pictures, you will understand that these pictures were taken from a cremation road.

I participated in a contest with some of the sights of the city and I invite three friends to participate in this contest. @farid21 @marufa1 @ariful2

20220510_180937.jpg

20220510_180944.jpg

It rained heavily in the morning. We came to visit this village last night. Because we spent the night here. We could not return home because of strong winds at night. When we go out of the house in the morning, we see water on the tree. I took a picture and the scene looked awesome. And some cattle are moving there. Just to feed themselves. Because cows and goats like green grass very much. Next I took a picture of him.

20220510_181033.jpg

The people of the village raise cattle and birds. Such as cow-goat, laughter-chicken return, etc., etc. I saw a few goats here. They have left home in search of food. So it was raining heavily since yesterday.

20220510_181603.jpg

20220510_181607.jpg

20220510_181619.jpg

Then I started walking along the road. The sky is overcast. The clouds in the sky are white. Sometimes only a light blue sky is visible to the naked eye. It looks like it will rain again. Meanwhile, the crow is sitting on the electric cable of the road. The crow is sitting there fighting. I collected some pictures of the sky and the crow together.

20220513_121232.jpg

20220513_121234.jpg

At present paddy is being harvested from the land. And since most of the paddy has been destroyed in the rains, all the farmers are busy harvesting paddy. The paddy has been threshed by machine after harvesting. Then the paddy straw is kept on the road just like this. This scene coincides with the rural scene at once. Let me know in the comments what you think.

20220513_121237.jpg

The purpose of keeping these hay here is to make it rain when it is currently raining. So these are kept together on the road. If it is not raining then the sun will have heat. Then these will be dried on the street. This is because they can be fed to cows after drying and used as fuel.

20220513_121239.jpg

20220513_121243.jpg

I am really happy to travel in a rural environment. I wrote about traveling to a city with a beautiful rural environment. Of course if you like my travel story please encourage me through comments. I will present a new story among you later. Everyone will be fine and healthy. Assalamu Alaikum.



বাংলা



ভ্রমণ ফটোগ্রাফি



হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আপনাদের মাঝে গ্রাম্য পরিবেশে একটি ভ্রমণ গল্প আপনাদের মাঝে উপস্থাপন করব। আমার খালার বাসায় আমি ভ্রমণ করতে গিয়েছিলাম কয়েকদিন আগে। আমার খালার বাসায় ছোট্ট একটি শহর রয়েছে। কারণ সেখানে বগুড়া শহরের মতো সব সময় সব কিছু পাওয়া যায় না। সেই কারণে আমি এটাকে ছোট্ট শহর বা গ্রাম বললাম। আপনাদের মাঝে সেখান থেকে কিছু গ্রাম্য পরিবেশের ছবি উপস্থাপন করব। যেখানে মানুষ দেখতে পাবেন না। আপনার ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন এই ছবিগুলো একটি শ্মশান রাস্তা থেকে তোলা হয়েছে।

20220510_180937.jpg

20220510_180944.jpg

সকালবেলা খুব জোরে বৃষ্টি হয়েছিল। আমরা গতরাতে এই গ্রামে ভ্রমণ করতে এসেছি। কারণ আমরা এখানে রাত্রিযাপন করেছিলাম। রাতেরবেলা খুব জোরে ঝড় বাতাস হচ্ছিল বলে আমরা বাসায় ফিরে যেতে পারিনি। আমরা সকাল বেলা যখন বাসা থেকে বাহিরে বের হই তখন গাছের উপর পানি দেখি। আমি একটি ছবি তুললাম এবং দৃশ্যটি অসাধারণ লাগতে লাগল। আর কিছু গবাদি পশু সেখানে চলাফেরা করছে। শুধু নিজেদের পেটে খাবার দেওয়ার জন্য। কারণ সবুজ ঘাস গরু-ছাগল খুবই পছন্দ করে। পরবর্তীতে আমি তার একটি ছবি তুললাম।

20220510_181033.jpg

গ্রামের মানুষজন গবাদি পশু পাখি লালন পালন করে থাকে। যেমন গরু-ছাগল, হাস-মুরগীর ফেরা ইত্যাদি ইত্যাদি। আমি এখানে কয়েকটি ছাগল দেখতে পেলাম। তারা তাদের খাবারের সন্ধানে বাসা থেকে বের হয়েছে। গতকাল থেকে প্রচণ্ড বৃষ্টি ছিল তাই।

20220510_181603.jpg

20220510_181607.jpg

20220510_181619.jpg

তারপর আমি রাস্তা দিয়ে হাটতে লাগলাম আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে। আকাশের মেঘ সাদা বর্ণের দেখা যাচ্ছে। মাঝে মাঝে শুধু নীল কালার হালকা-পাতলা আকাশ চোখে দেখা যাচ্ছে। মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে। এরইমধ্যে রাস্তার ইলেকট্রিক ক্যাবলে বসে আছে কাক। কাক সেখানে বসে ঝগড়া করছে আমি কয়েকটি ছবি আকাশের এবং কাকের সংগ্রহ করলাম একসঙ্গে।

20220513_121232.jpg

20220513_121234.jpg

বর্তমানে এখন জমি থেকে ধান কাটা চলছে। এবং বৃষ্টিতে ধান বেশিরভাগ নষ্ট হয়ে গেছে বলে কৃষকেরা সবাই ধান কাটা নিয়ে ব্যস্ত। ধানগুলি কাটার পরে মেশিন দিয়ে মাড়াই করা হয়েছে। তারপরে ধানের খড় গুলো রাস্তায় ঠিক এইভাবে রাখা আছে। এই দৃশ্যটি গ্রাম্য দৃশ্য সঙ্গে একবারে মিলে যায়। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।

20220513_121237.jpg

এখানে এই খড়গুলো রাখার উদ্দেশ্য হচ্ছে বর্তমানে বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে। তাই এগুলো রাস্তাতে এভাবে একত্র করে রাখা আছে। যদি বৃষ্টির সময় না থাকে তখন সূর্যের তাপ থাকবে। তখন এগুলো রাস্তায় শুকানো হবে। কারণ এগুলি শুকানোর পরে গরুকে খাওয়াতে পারে এবং জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারে।

20220513_121239.jpg

20220513_121243.jpg

গ্রাম্য পরিবেশে ভ্রমণ করে আমি সত্যিই আনন্দিত। আপনাদের মাঝে সুন্দর একটি গ্রাম্য পরিবেশের শহরে ভ্রমণ সম্পর্কে লিখলাম। অবশ্যই আমার ভ্রমণ গল্প যদি আপনাদের ভালো লাগে আমাকে কমেন্ট এর মাধ্যমে উৎসাহিত করবেন। পরবর্তীতে আপনাদের মাঝে নতুন কোনো গল্প নিয়ে উপস্থিত থাকবো। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।

camera / samsung Galaxy m31

64 / Mega pixel

Location / Bangladesh

Edit / Light Room

Sort:  
 2 years ago (edited)

হাই নুসরাত আমি লক্ষ করেছি আপনি অনেক সুন্দর গ্রাম বাংলার সুন্দর্য উপস্থাপন করেছেন। আপনার ফোটগ্রাফি দেখে আমি সত্যিই মুগ্ধ । আমি নিশ্চয়ই এমন সুন্দর একটি গ্রামে ভ্রমন করতে চাই।

Thank you so much.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59325.16
ETH 2609.11
USDT 1.00
SBD 2.41